নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রকাশিত......

সপ্নহীন এক যুবরাজ

তুমি যেখানেই যাও,যা-ই করো, আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করবো,অপেক্ষায় থাকবে টকটকে লাল গোলাপ,যেদিন আসবে সেদিন একাকি, বিষন্নতা জীবন থেকে মুক্তি পাবে ! অপূর্ণ সপ্ন,আশাগুলো পাবে পূর্ণতা, সেদিন তোমার প্রিয় কথাগুলো শুনবো,সেদিন তোমাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো ! দুটি রংঙের ঘুড়ি হয়ে এক আকাশে উড়বো,আকাশ ছোয়া ভালোবাসা দিবো তোমায়, আছি সেদিনের অপেক্ষায়.....!!

সপ্নহীন এক যুবরাজ › বিস্তারিত পোস্টঃ

♥ ফাল্গুনী ভালোবাসা ♥

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩






তুমি যদি চাও সুর্যকে নিয়ে যাবো তোমাদের বাড়ি,
তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেবো আড়ি,
তোমার দুচোখে রাত্রির খোজে পৃথিবীকে দিবো মুড়ে,
তুমি চাইলেই বোবা পৃথিবীটা ভরে দেবো সুরে সুরে,-
নচিকেতার মতো অনেকে প্রিয় মানুষটির উদ্দেশে আমরা হাজারো শপথ বাক্য পাঠ করি !
যদিও বার্নার্ড শ বলেছিলেন- প্রেম হলো একটি জলন্ত সিগারেটের মত,
যার শুরু আগুন দিয়ে এবং শেষ ছাইয়ে ! ভালোবাসার করুন
পরিণতির কথা জেনেও আমরা কেউ প্রেমের ব্যাপারে পিছিয়ে
নেই !

হেলেনকে জেমসের ভালোবাসার কারনেই ট্রয় যুদ্বের
সূচনা এবং ১০ বছরের যুদ্বে ট্রয় নগরি ধ্বংসস্তুপে পরিণত হয় !

সীতাকে ভালোবেসে ফেলার কারনেই রাবন তাকে হরন করে
নিয়ে যায় এবং অবশেষে স্বর্গপুরী লঙ্কা জ্বলে পুড়ে অঙ্গার হয় !

ভালোবাসার কারনেই ইউসুফ কে জেলের ঘানি টানতে হয় !

বনবাসি আইয়ুবের মরণব্যাধি কুষ্ঠকে উপেক্ষা করে ভালোবেসেই রহিমা সারাক্ষন তার সঙ্গে থেকে সেবা-শুশ্রুষা করে সুস্থ করে তোলেন !

সাপে কাটা ভেলায় ভাসিয়ে দেয়া হয় লখিন্দরকে, সঙ্গে থাকে বেহূলা !

সাবিত্রী তার মৃত স্বামীর পুনর্জন্ম আনে ভালোবাসার বদৌলতে !

রাধা-কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে !

প্রেমের মালা গলায় দিয়েই সপ্তম এডওয়ার্ড রাজসিংহাসন ছেড়ে পথে নামেন !

সম্রাট শাহজাহান নিজের প্রেমের অম্লান সৃতি অক্ষুন্ন রাখার জন্যি নির্মান করেন তাজমহল !

প্রেমের কারনেই লাইলি মজনু, আনার কলি, শিরি ফরহাদ,
রোমিও জুলিয়েট, শরৎ বাবুর দেবদাসের করুণ বেদনার্ত পরিণতি
আজো আমাদের অন্তরে রক্তপাত ঘটায় !

যাকে ভালোবাসি তার প্রতিক্ষায় অথবা প্রার্থিত মানুষটির আগমন প্রতিক্ষায় দাড়িয়ে থাকি ! ভালোবাসা মরে গেলে ঘৃনা হয়ে যায় -বলেছেন সমরেশ মজুমদার !

এসেছিলে তুমি চলে গেলে
দিয়ে গেলে শুধু স্মৃতিখানি !!
সবার জীবনে প্রেম আসে, তবে ৮০% ক্ষেত্রে প্রেম হয়, কোনো না কোনো কারনে এসব প্রেমের ৬০% অকালেই ঝড়ে পরে ! ২০% প্রেম করে কোনো না কোনো ভাবে বিয়ে করে ! তবে মজার বেপার হলো এদের মাঝেও বিয়ের কিছুদিন পরে তারা ভাবে তারা ভুল করেছে তখন বিচ্ছেদ ! ভালোবাসার মানুষটিকে না পেয়ে অপরিচিত কাউকে বিয়ের পর সাবেক প্রেমিকা অথবা প্রেমিককে দেখামাত্রই কারো কারো কাছে আমাবস্যার দংশন,সুনামি-সীডরের আলিঙ্গন মনে হয় ! যাতনার যাতাকলে অনেকেই দেহ-মন-প্রান সপে দেয় !

প্রেম বলতে কেবল যুবক-যুবতির সম্পরকই বুঝায়না ! সম্পর্কের ধরন অনেক প্রকার, ভাইবোনের সম্পর্ক,বাবা-ছেলে,মা-মেয়ে,ননদ-ভাবি,শ্বশুর-জামাই,শাশুরি-পুত্রবধু,এমনকি বন্ধুত্বেরও হাত আছে ! সে সম্পর্ক হতে পারে সুসম্পরক,কুসম্পরক,মোটামুটি ভালো,তেমন একটা ভালো নয় এরকম !

নেপোলিয়ন বলেছিলেন-প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ি হতে চায়,তাহলে একমাত্র অস্র হলো নিরুদ্দেশ হওয়া ! আর তাই প্রেমে সফলতার জন্য ছেলে-মেয়ে একসাথে সবার কথা ভুলে ঘর ছারে, ঘর বাধে একাকি ! ভালোবাসা মানুষকে বানায় স্বার্থপর, আর তাই তখন মা-বাবা কে মনে হয় পর , এবং ভালোবাসার মানুষটিকে মনে হয় আপন ! ভালোবাসা অতঃপর বিয়ে, বিয়ে একটা পারিবারিক বন্ধন, এই বন্ধন হওয়া উচিত দুটি পরিবারের সম্মতিতে ! পালিয়ে বিয়ে করে মা-বাবার অসম্মতিতে একটা নতুন জীবনের শুরুতে মা-বাবাকে কস্টের মাঝে ফেলে সুখি হওয়া যায়না !

ভালবাসা সম্পর্কে লোকে অনেক কিছুই বলবে........ওসবে কান না
দেয়াই ভালো। সবচেয়ে বড় ব্যাপার হলো নিজেদের মধ্যে বিশ্বাস,
বোঝাপড়া আর নির্ভরতা কতটুকু। যদি এগুলো সন্তেষজনক হারে
থাকে তবে চিন্তার কোন কারন নেই। ভালোবাসা মানে দুইজনের আশা,সপ্ন,পূর্ণতা,অপূর্ণতা, কস্ট করে হলেও এক ছাদের নিচে একসাথে ঘর বাধা ! পরিশেষে বলবো, শুধু আজ নয়, বছরে একদিন ভালোবাসা দিবস নয়,ভালোবাসা দিবস হোক সবার জন্য প্রতিদিন ! ভালোবাসার মানুষটির জীবন হোক ফুলের মতো সুবাসিত মনকারা, নজরকারা ! ভালোবাসার মানুষটি ভালো থাকুক সারাবেলা !

লিখার সূত্রঃ উপন্যাস,ম্যাগাজিন,বিভিন্ন আর্টিকেল এবং নিজস্ব ভাবনা !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

অগ্নি কল্লোল বলেছেন: আহ্ সুন্দর লাগলো।।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

সপ্নহীন এক যুবরাজ বলেছেন: ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে,লিখাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম---অগ্নি কল্লোল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.