নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

জলাবদ্ধ ঢাকার সারকাজম প্রিয় আমরা.. আর এক রামচন্দ্রপুর খাল .

৩০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪০

ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আমরা সরগরম , ট্রল দিয়ে ভরে ফেলছি..
কিন্তু আমরা নিজেরা এর দায় কি এড়াতে পারি !!
বৃষ্টির পানি প্রথমত ভূগর্ভ শোষণ করে নেয়, বাকি পানি রান অব ওয়াটার হয়ে খাল বিল ও ড্রেন দিয়ে নদীতে চলে যায়।
আফসোস !! এখানে এই দুই পথের সবই অকার্যকর।

রাজধানী ঢাকায় প্রায় ৬০ শতাংশ এলাকা আজও ওয়াসার ড্রেনেজ নেটওয়ার্কের বাইরে রয়েছে। ২৬০ বর্গকিলোমিটার প্রয়োজনের বিপরীতে ড্রেনেজ লাইন রয়েছে ১৫০ বর্গকিলোমিটার।
আর যে ড্রেনগুলো আছে তাও আমরা আবর্জনায় পূর্ণ করে রেখেছি , ‌তাহলে পানি যাবে কোথায় !!
আমাদের ভিতর কত জন চিপস খেয়ে পেকেটটা ডাস্টবিনে ফেলি ? ..ডাস্টবিন? সিটি করপোরেশনের ডাস্টবিন গুলোয় তো গায়েব হয়ে যায় !

রাজধানীর জলাবদ্ধতার অন্নতম মূল কারণ খাল দখল, ঢাকা মহানগরীতে খালের সংখ্যা ৪৩টি( কারো মতে ৫২টি) । এখন আছে ২৬টি। ৯টি খাল রাস্তা, ব্রীজ কালভার্ট ও ব্রিক সুয়ারেজ লাইনে পরিবর্তন করা হয়েছে। বাকি ৮টি খাল রয়েছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে।বিদ্যমান খালগুলোর মধ্যে
রামচন্দ্রপুর খাল ১০০ ফুটের জায়গায় ৬০ ফুট,
মহাখালী খাল ৬০ ফুটের জায়গায় ৩০ ফুট,
প্যারিস খাল ২০ ফুটের স্থলে ১০-১২ ফুট,
বাইশটেকি খাল ৩০ ফুটের স্থলে ১৮-২০ ফুট,
বাউনিয়া খাল ৬০ ফুটের বদলে ৩৫-৪০ ফুট,
দ্বিগুণ খাল ২০০ ফুটের বদলে ১৭০ ফুট,
আবদুল্লাহপুর খাল ১০০ ফুটের বদলে ৬৫ ফুট,
কল্যাণপুর প্রধান খাল ১২০ ফুটের স্থলে স্থানভেদে ৬০ থেকে ৭০ ফুট, কল্যাণপুর ‘ক’ খালের বিশাল অংশ এখন সরু ড্রেন,
রূপনগর খাল ৬০ ফুটের স্থলে ২৫ থেকে ৩০ ফুট,
কাটাসুর খাল ২০ মিটারের বদলে ১৪ মিটার,
ইব্রাহিমপুর খালের কচুক্ষেত সংলগ্ন মাঝামাঝি স্থানে ৩০ ফুটের স্থলে ১৮ ফুট রয়েছে।

আচ্ছা ..এই খাল গুলো দখল হচ্ছিল তো আপনার আমার সামনেই !! আমরা কিন্তু তখন চোখ বুজে ছিলাম . আমাদের দৌড় যে ঐ ফেসবুকের সাদা ওয়াল পর্যন্তই!


রামচন্দ্রপুর খালটা নিয়েই বলি, এ খালের অবস্থা দেখতে গিয়েছিলাম আজ
পুরো খাল ভর্তি গৃহস্থলির বর্জ্য আবর্জনায় !!
আশে পাশের বাসা বাড়ি, উচু বিল্ডিং গুলোর জানলা থেকে ময়লা ফেলে খালটাকে বিশাল এক ভাগাড়ে পরিণত করা হয়েছে , বেপারটা এমন না যে সিটি কর্পোরেশন বাসা বাড়ী থেকে ময়লা কালেক্ট করেনা..ওই যে , আমাদের অসচেতনতা, বদভ্যাস..!
জানলা দিয়ে ময়লার পোটলা ৫/৭ তলার উপর দিয়ে ছুড়ে মারে,, মাঝে সাঝে নিশানা ভুল চুক হলে এসে পরে পথচারীদের গায়ে!! :O
ময়লা ফেলতে ফেলতে অনেক জায়গায় স্রোত আটকে গিয়ে তৈরী করছে মশার লালন পালনের সুবিশাল প্রজনন ফার্ম !
অথচ,মশার জন্নে গালি খায় বেচারা মেয়র ;)

ভূমিদস্যু তথা কর্পোরেট হাউজিং কোম্পানি গুলো নিজেদের মত দখল করে নিয়েছে খালের অনেকখানি!
খালের ময়লা পরিষ্কার করা হয় না যে তা নয়, হয়,,, কিন্তু এনে পাড়েই রাখা হয়,,
ফলাফল - বৃষ্টির পানির সাথে পাড় থেকে সে ময়লা আবার খালে! :D
সরু বক্স কালভার্টগুলোইয় অনেক ক্ষেত্রে পলিথিনের মতো অপচনশীল কঠিন বর্জ্য আটকে গিয়ে বন্ধ করে দিয়েছে প্রবাহকে ।
আর, WASA যেনো কয়েকটা সাইনবোর্ড লাগিয়েই দায়মুক্তি পাচ্ছে এমন!
" খালে ময়লা ফেলবেন না"

আচ্ছা ফেসবুকে জলাবদ্ধতার জন্নে “নৌকা সার্ভিস K-Uber অ্যাপ”(কুবের মাঝির স্মৃতিতে) দাবী জানানোর আগে কি উচিত না, খাল গুলোর আসে পাশের মানুষদের সচেতন করা !! দেশের সুশীলদের কি উচিত নয় একটু এগিয়ে আসা?
চিকুনগুনিয়া নিয়ে একে ওকে দোষারোপ না করে আমাদের কি উচিত না, খাল পরিষ্কার অভিযানে নামা?
নাহ,, জাতী হিসেবে আমরা যে ইদানীং বড্ড অলস, সারথ্যপর!!
[/

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব নিয়ে কত লিখছি। আমাদেরই দোষ
আমরা সচেতন নই।
আমরা স্বার্থপর

উচুতলায় বসবাস করে দামী ফ্লাটে থেকেও আমাদের ছোট মন মানসিকতার কারণে আমরা আমাদের পরিবেশ সুন্দর রাখতে পারি না যার কারণে এমন জলাবদ্ধতারও সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.