নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

হয়তোবা কবিতা, হয়তোবা ছাইপাঁশ, অথবা এই সমাজের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশে কিছু বিচ্ছিন্ন কথামালা!

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

আক্ষেপ- অন্ধত্বে ঘেরা একটি সমাজে!
মাহফুজ আলআমিন

হায়! আমি এক অন্ধত্বে ঘেরা সমাজের বাসিন্দা
এখানে শিক্ষা শুধু এক পণ্য, জীবিকার উপজীব্য মাত্র
এখানে কেউ জ্ঞান অর্জনের তরে শিক্ষা গ্রহণ করেনা
তারা শুধু দুর্নীতির নিত্যনতুন তত্ব ব্যাবহারের উদ্দেশ্যে
সার্টিফিকেট নামক অখাদ্যের পিছনে ছুটে বেড়ায়
এখানে নেই কোন যোগ্য নেতৃত্ব, না আছে কোন সত্যের কাণ্ডারি
কেউ এখানে সত্য বলতে শিখেনা, সত্য জানতে শিখেনা
ধর্মের নামে এখানে চলে রাজনীতি, রাজার স্বৈরাচারী নীতি
ধর্ম এখানে ব্যাবসার হাতিয়ার, অধমদের হাসির খোরাক বটে
এখানে সবাই আলিফ বা তা পড়তে জানলেই ধার্মিক
কখনো একটি আয়াতের অর্থ জানতে তারা আগ্রহী নয়
এখানে কুসংস্কারের আধিক্য, শিরকের পূজারীদের সেই ভক্তি!
এখানে সৃষ্টিকর্তাকে খোঁজা হয় ঘরে ঘরে গড়ে উঠা আউলিয়া দিয়ে
এখানে কেউ স্রষ্টা কে কোরআন হাদিস, নবীর জীবনীতে খুঁজতে যায়না
তারা বড়ই কুণ্ঠা বোধ করে! এখানে আছে গরীবের আর্তচিৎকার, শোকের মাতম
পুঁজিবাদীদের অর্থউল্লাস আছে, আছে সাম্যবাদীদের মুনাফিকি নীতিও
এখানে প্রতিটি শিশু জন্ম হয়, এক একটা অস্তিত্ববিহিন মিথ্যে নিয়ে
এখানে সত্যের অনুসন্ধান নয়, শয়তানের দাসত্ব হয়
এখানে কেউ সত্যের কথা বলতে গেলে সে জঙ্গি, সন্ত্রাসী
এখানে কেউ দাড়ি টুপি রাখলেই সহজেই হুজুর খেতাব পায়,
আবার সেই হুজুর ধর্ষণ, খুনের দায়ে নাকি জেলে ও যায়
এখানে কেউ চিন্তা করতে শেখে না, ভাবতে শেখে না
যদিও হাজারো বই পড়ে নিজেকে মহাজ্ঞানী ভাবা শুরু করে
এখানে একজন উঠতি তারকার দিনরাত্রি জাপন নিয়ে যত আলোচনা হয়
তার বিন্দুভাগ ও ইতিহাসের শ্রেষ্ঠ মহামনব সম্পর্কে আলোচনা করা পাপ!
এখানে নগ্নতা যেনো শিল্পের ছোঁয়া, পর্দা করা পশ্চাৎপদতার লক্ষণ!
এখানে কেউ আপন অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করেনা
এখানে সবাই যার যার মিথ্যা কে সত্য বলে চাপিয়ে দিতে সংগ্রাম করে
আর সেই সকল সংগ্রামের ডাকে মানুষ পাগলের মত ঝাপিয়ে পড়ে
এখানে হুজুগে অনুকরণপ্রিয় জাতি আছে, আছে পাশ্চাত্যের অন্ধভক্ত “সো কুল” সম্প্রদায়
এখানে শোনা কথায় ধর্মজ্ঞানী আছে, আছে বিজ্ঞান প্রভাবিত খোঁড়া নাস্তিক ও
এখানে রাত-বিরাতে টক শো হয়, হয় হাতের প্রয়োগ ও
কিন্তু এখানে কোন সঠিক সিদ্ধান্ত আসে না,
কালের পর কাল আপন ক্রোধ মিটানোর জন্য মামলা চলতে থাকে!
এখানে উন্নয়নের নামে টেন্ডারবাজি হয়
এখানে ক্ষমতার জোর দেখানোর নামে মানুষের খুন হয়!
এখানে বিচার চাওয়া অন্যায়, অপরাধ, প্রহসন বটে
মানুষের সহযোগিতা করতে যাওয়া বড় বোকামি
এখানে ধর্ম-অধর্ম আছে অজ্ঞতা ভীতি, আবার আছে দ্বিমুখী নীতি
সবাই তার বহুল প্রচলনে ব্যাস্ত, আপন কর্মে প্রতিফলনে ন্যাস্ত
এখানে সবাই নিজেকে স্বাধীন ভাবতে ভালোবাসে! কিন্তু প্রত্যেকটা সত্বা
এখানে অজ্ঞতা, ভয়, দাসত্ব, প্রবৃত্তির হাতে প্রতিটা মুহূর্ত বন্দি!
এখানে কেউ স্বাধীন হতে চায়না, যদিও সবাই স্বাধীনতা নিয়ে
মিথ্যে অহমিকায় দিন পার করে, পার করে রাতের পর রাত
এখানে অল্পবিদ্যার অন্ধকার তাদের স্রষ্টা, কেউ সেই পর্দা আড়াল করতে চায়না
ছুঁতে চায়না প্রকৃত সত্য কে, জানতে চায়না প্রকৃত সৃষ্টির সত্বা কে!
এখানে সবাই আবেগি, তবু কেউ প্রকৃত সত্য কে ভালোবাসতে চায়না
সবাই যেনো নিজের চোখ নিজে বেধেই মিথ্যে কে ভালোবাসতে মরিয়া!
আমি সেই সমাজের এক নষ্ট হয়ে যাওয়া, দিন শেষে প্রকৃত সত্যের অনুসন্ধানকারী
আমাকে প্রকৃত সত্যের আলোয় নিজেকে রাঙাতে হবে, সেই চেষ্টায়
রাঙাতে হবে এই অন্ধ সমাজের মানুষগুলোকে, তাইতো প্রতিটি মুহূর্তে
সবাই যখন অন্ধত্বের দাসত্বে আত্মহারা, তখন আমি খুঁজে ফিরি একজনকে
একজন প্রকৃত সত্যের কাণ্ডারিকে, কখনো নিজের মাঝে বৃথাই খুঁজতে যাই
সেই একজন সত্যের কাণ্ডারির কাল্পনিক ছাপ, না সাহস হয়না, তবুও
ভাবি অসহায় হয়ে, যার মাধ্যমে এই সমাজে প্রতিষ্ঠিত হবে আবারো
সেই মহান স্বত্বার মনোনীত স্বীকৃত, একমাত্র সত্য পথ, জানিনা আদৌ সেই
অপেক্ষা শেষ হবে কিনা, তবু প্রতি মুহূর্তে রইবো অপেক্ষমাণ!
হে মানবসমাজ তোমরা কি তবে অন্ধত্বের দাসত্ব থেকে কখনোই বের হবে না?
এই অন্ধত্ব প্রচলিত অন্ধত্ব নয়, এই অন্ধত্ব যে অজ্ঞতা, ভয়, দাসত্ব, প্রবৃত্তির অন্ধত্ব!
এই অন্ধত্ব আমাদের সত্যবিমুখতার পথে অন্ধত্ব,
মিথ্যের ছায়ায় ঢাকা সে এক অদ্ভুত সুন্দর অন্ধত্ব!


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.