নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

ফিলিং- ভি পি এন :p

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

বরাবরের মতই রাস্তা দিয়ে উদাস ভঙ্গিতে হেলে দুলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মালিবাগ মোড় পার হবো তখন ই হঠাৎ করে কোত্থেকে এসে একজন পুলিশ অফিসার রাস্তা আটকালেন-

এ..ই ছেলে দাড়াও-

আমি তো থতমত খেয়ে গেলাম। মধ্যবয়সী তাগড়া একজন পুলিশ আমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকিয়ে আমাকে থামতে বললেন। তার দৃষ্টি দেখে মনে হলো, আমি যেনো একজন সিরিয়াল কিলার- মাত্রই ৯ নম্বর খুন টা ঠাণ্ডা মাথায় করে আসলাম...

-জি স্যার বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

- এই ছেলে আমি কি কল সেন্টারে ফোন করেছি নাকি? ফাইজলামি করো?

- না মানে, ইয়ে স্যার, বলুন...

- দেখি তোমার মোবাইল বের করো

মোবাইল এর কথা শুনেই বুক টা যেনো ৩৫৯ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেলো! হায় হায় কোন বিপদে না জানি পড়লাম! তাহলে কি যা ভাবছিলাম তাই... আমি কি তবে ভি, পি….

-এই ছেলে কানে কথা যায়নি? মোবাইল বের করতে বলেছি না?

- আমতা আমতা করে কিছু বলতে যাবো- স্যার মোবাইল কেনো? তখন ই বড় এক ধমক! তাই বাধ্য ছেলের মত মোবাইল টা বের করে স্যার এর হাতে দিয়ে দিলাম…
হাতে নিয়েই মোবাইল এ কি যেনো খুঁজতে লাগলেন...

-স্যার কি খুঁজছেন? আমি খুঁজে দেবো?

- কি ফেসবুক চালাও না? ভি পি এন দিয়ে অবৈধ পথে ফেসবুক চালাও তাই না?

- স্যার ভি পি এন? ওইটা আবার কি? নাম তো আগে শুনিনি!

- বেশি চালাকি করো? আমাকে কচি খোকা ভেবেছ তাই না? বাঁচতে চাইলে তারাতারি কিছু বের করো না হয় জেলে চালান করে দেবো সোজা!

- (বিপদে পড়লাম!) স্যার আমি তো কিছুই জানি না, ভি পি এন দিয়ে কি করে?

- কেনো তুমি জানো না ফেসবুক বন্ধ? ভি পিএন দিয়ে অনেকেই অবৈধ ভাবে ফেসবুক চালাচ্ছে, যা সরকার এর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতি বিরুদ্ধ!!
তখন ই মাথায় বুদ্ধি খেলে গেলো-

-ওহ আচ্ছা! কিন্তু স্যার, ফেসবুক তো আজকেই খুলে দেয়া হয়েছে। এখন আর ভি পি এন দিয়ে কেউ কেনো চালাবে?

-ফেসবুক খুলে দিয়েছে? কই কবে?

-কেনো আপনি জানেন না?

-কই নাতো! আজকে সকালেও তো ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকেছিলাম... :o
এমন বেফাস কথা বলা মাত্রই, অফিসার নিজের কথায় হকচকিয়ে গেলেন :v

-স্যার ছি, আপনিও অবশেষে সরকারের নীতিবিরূদ্ধ কাজে... বলতে যাবো… তখন ই তিনি - এই ছেলে যাও যাও... বলতে বলতে মুহূর্তেই চম্পট … :p :v :D

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

মাকড়সাঁ বলেছেন: বেশ লিখেছেন।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

ফেরদৌসা রুহী বলেছেন: হুম ভাল লিখেছেন

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১২

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ধন্যবাদ আপনাদের নির্মল ভালো লাগার জন্য :)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

দিগন্ত জর্জ বলেছেন: মজা পাইলাম। ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.