নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা কৌতূহলী যাত্রার নাম- স্রষ্টা, সৃষ্টি, উদ্দেশ্য এবং এই সব কিছুর সত্যতা কে ঘিরে... আর আমি সেই পথের একজন সাধারণ যাত্রী। নিজের জায়গা থেকে সব স্থান, কাল, পাত্রে আপন অস্তিত্বকে কল্পনা করতে ভালোবাসি আর সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করে যাই...

মাহফুজ আলআমিন ( Auspicious Fate )

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) › বিস্তারিত পোস্টঃ

কবিতা- তুই জঙ্গি, তুই জঙ্গি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০



কিরে ব্যাটা, ওরে ব্যাটা, খুব হয়েছিস হুজুর?
আমরা কি ভাই মুসলিম না, খাই না আরব খাঁজুর?
শুক্রবারে যাইনা কিরে জুম্মাতে ভাই মসজিদে!
রমজানে কি রইনা উপোষ, করিনা কি আপোষ খিদে?

আমরা কি ভাই জানিনে তবে পড়তে কোরান হাদিস?
বছর ঘুরে ক্বদর এলে, কয় ঘণ্টা তুই কাঁদিস?
দাঁড়ি রেখে, ভাবিস কি যে, লাগে কেমন জঙ্গি
দেখ আমাদের ফ্রেঞ্চি কাটে, ধর্মের ভাব-ভঙ্গি

জানি জানি সবই জানি, তোরা মৌলবাদী
উদার হ-রে এবার ছেড়ে, ধর্মান্ধ ফাদ-ই
যুগের সাথে তাল মিলাতে, আমরা মোডারেট
উগ্রপন্থা ভুলে তবে হয়ে যা আপডেটেড

অবশেষে মুচকি হেসে কহেন হুজুর তবে
নিজের মনের মতন করে ধর্ম মানলে হবে?
কোন ত্রুটি করলেনা হায়, চিনতে জগত-ভবকে
সব চিনিলে, চিনলে না হায় নিজের আপন রব্ব কে।

হুজুর ব্যাটা বেশি বুঝো, ছাড়ো এহেন ভঙ্গি
আমার আমি যেমন তেমন, তুই জঙ্গি, তুই জঙ্গি!

-মাহফুজ আলআমিন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।
তুই জঙ্গি।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: হুম স্যাটায়ার প্রশংসনীয়।
সবাই যদি স্যাটায়ার বুঝত, তবে শার্ল হেবদোতে হামলা হতো না

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

মাহফুজ আলআমিন ( Auspicious Fate ) বলেছেন: আমরা যারা বুঝি, তাদের ও বা দায় কম কিসে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.