নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

রোমান্টিক, বেরোমান্টিক

২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০

-এই চলো বৃষ্টিতে ভিজি।
-আমার এসব বৃষ্টি ফিষ্টি ভাল্লাগেনা।
-ধুর তুমি যে কি না!
-আমি কি?
-রোমান্স নাই একটুও, বেরোমান্টিক।
-বৃষ্টিতে ভিজা না ভিজাতেই বুঝি রোমান্স নির্ভর করে?
-করেতো।
-তাহলে আমার আসলেই রোমান্স নাই, যাও তুমি গিয়ে ভিজ যতো খুশী।
-আর তুমি কি করবে?
-আমি রোদে ভিজবো। রোদ উঠুক।
-বোরিং একটা। রোদে আবার ভেজা যায় নাকি?
-খুব যায়।
-এতো বৃষ্টি পাবে কখনো? রোদ তো সবসময়ই থাকে।
-শুনো বাথরুমের শাওয়ার ছেড়ে দিলে বৃষ্টি প্রতিদিনই পাওয়া যায় কিন্তু রোদ পাবেনা সূর্য ছাড়া।
-তোমার সাথে তর্ক করে লাভ নাই আমি গেলাম বৃষ্টিতে।
-আমিও যাচ্ছি বাজারে।
-কেন! এই অসময়ে বাজারে কেন?
-ঘরে দেখলাম কোন প্যারাসিটামল, হিস্টাসিন জাতীয় ঔষুধ নেই। নিয়ে আসি। এন্টিবায়োটিকও আনবো কি না ভাবছি।
-মানে! এগুলো দিয়ে কি হবে?
-টাইম উইল সে। তুমি ভিজতে থাকো।
-তুমি বে-রোমান্টিক একটা মানুষ।
-আর তুমি হংস প্রজাতির মানুষ।
-কি বললে তুমি?
-না মানে অতি রোমান্টিক তুমি ঠিক হাঁসের মতো।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: রোদে ভেজা যায়। পরিশ্রমে শরীরের সব পানি বের করে দিয়ে গোসল করিয়ে দেয় ।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩

মাহফুজ বলেছেন: ঠিক বলেছেন ভায়া।

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৩৮

বিজন রয় বলেছেন: হা হা হা ............ বে-রোমান্টিক, প্রজাপতি , হাঁস.......... সব দেখি রোমান্টিক হয়ে উঠলো বৃষ্টিতে।

৩| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:৩৯

রাফসান পৃথু বলেছেন: আমারো রোমান্টিক হতে আর বেশি দেরী নাই..

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫

মাহফুজ বলেছেন: নামেই মাঝেই সামথিং সামথিং রোমান্টিক

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪

মাহফুজ বলেছেন: এতগুলো মন্তব্য মুছে ফেলা হলো কেন কিছুই বুঝলামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.