নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

কল্পনার কথোপকথন, বাস্তবতার হাতছানি

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৪

কল্পনায় বাস্তব কথোপকথন...

তুমি আমাকে ভালবাসো?
-হুম,বাসি।
-কতটা ভালবাসো?
অনেককককক।
-আজীবন ভালবাসবে, পাশে থাকবে?
সেটা বলতে পারবনা।
-মানে! তোমার আত্ববিশ্বাস নেই?
বলতে পারবনা।
-বলতে পারবেনা মানে? বলতেই হবে।
দেখো আমি তোমাকে ভালবাসি। এতে কোন সন্দেহ নেই। কিন্তু আজীবন ভালবেসে যাবো, কাছে থাকবো এমন ভবিষ্যৎ বাণী করতে পারবনা।
-কেন?
"আমি একদিন মারা যাবো" এটা ছাড়া আর কোনো ভবিষ্যৎ বাণীর কোনো মূল্যই নেই। যে কোন সম্ভাবনা বা বাণী বদলে যেতে পারে কিন্তু মৃত্যূ বদলাবেনা কখনো।
-তুমি আমার কথা এড়িয়ে যাওয়ার জন্য এসব বলছ, আসলে আমার প্রতি তোমার ভালবাসাই নেই। এই প্রশ্ন অন্য যে কাউকে করলে বলতো, হে আমি সারাজীবন তোমাকে ভালবাসবো, পাশে থাকবো।
কিন্তু এর নিশ্চয়তা কি দিতে পারত? আজ তোমাকে আমার ভাল লাগছে। এই ভাল লাগার পেছনে অনেক কারণ থাকতে পারে। আবার কাল তোমাকে আমার বা আমাকে তোমার ভালো না লাগার অসংখ্য কারণ তৈরী হতে পারে। শুধু শুধু কেন মিথ্যা প্রতিশ্রুতি দেয়া লাগবে?
-তুমি খুব বাজে একটা মানুষ।
আমি বাজে মানুষ না সেটা বলবনা, তবে বাস্তবতা এটাই।
-তুমি কি একাই বাস্তবতা বুঝ নাকি?
নাহ সবাইই বুঝে। পার্থক্য হচ্ছে কেউ বাস্তবতাটাকেও আবেগ দিয়ে বদলে দিতে চায় যা অসম্ভব আর কেউ বাস্তবতাকে নীরবে মেনে নেয়।
-তুমি কি জান তুমি একটা আজব মানুষ?
এখন জানলাম।
-তোমাকে খুব ভালবাসি বলেই এই ধরণের ভাবধরা কথা বলতে পারছ। নিজের ডিমান্ড দেখাচ্ছ।
আমি ডিমান্ডি?
-অবশ্যই।
তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে এবার তুমিই সেই প্রশ্নের উত্তরটা দাও।
-কোন প্রশ্ন?
ঐ যে আজীবন ভালবাসবে, পাশে থাকবে?
-অবশ্যই বাসব, কাছে থাকবো।
কি করে এত নিশ্চিত হচ্ছো?
-আমার ভালবাসার জোর আছে তাই।
বাহ, তাই বুঝি!
-হে।
তাহলে চলো।
-কোথায়?
কাজী অফিসে।
-কি,কেন!!!
-ওখানে মানুষ কেন যায়, জাননা? বিয়ে করব আমরা।
-কি বলছো! এভাবে হুট করে?
যাকে আজীবন ভালবাসবে, তার পাশে থাকবে তাকে হুট করে বিয়ে করতে পারবেনা?
-পারব কিন্তু একটু ভাবার প্রয়োজন আছে না?
তাহলে না ভেবেই বলে দিয়েছ ভালবাসবে, কাছে থাকবে, ব্লা ব্লা?
-না,তা না আসলে।
আমতা আমতা করার প্রয়োজন নেই। আসলে প্রেম সবার সাথেই করা যায়। মানুষ পশু পাখি এমনকি হিংস্র জানোয়ারের প্রেমেও পড়ে। খুনী কিংবা ডাকাতের সাথেও প্রেম করার নজির শতশত আছে। মজার কথা জড় পদার্থর সাথেও প্রেম হয়ে যেতে পারে।' কিন্তু বিয়ের কথা আসা মাত্রই সব কিছু এলোমেলো লাগে। তোমার নিজের কথাই ভাব, তুমি বলেছিলে আমাকে ভালবাসবে; পাশে থাকবে চিরদিন। আমি বললাম বিয়ে করতে। একমাত্র বিয়ে করেই আজীবন পাশে থেকে ভালবাসা যায়। কিন্তু তোমার তাতে ভাবতে হবে;সময় লাগবে।
-তুমি খুব জটিল চিন্তা কর।
হুম করি বলেই মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাইনা কাউকে খুশী করতে।
-ভালো, বসে বসে অখুশী করতে থাক সবাইকে.....

উপসংহার: প্রেম ট্রেম করা উচিৎ না রে ভাই। কাউরে ভালো লাগলে গিয়ে বলবেন 'ভালবাসি' এরপর অপেক্ষা করবেন। যদি উত্তর পজেটিভ আসে তবে সোজা কাজী অফিসে নিয়ে যাবেন। :-P যাইতে না চাইলে 'ভালবাসিনা' বলে সালাম দিয়ে বিদায় নিয়ে প্যাভিলিয়নে ফেরন আসবেন। :-D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.