নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

তোমার স্মৃতি

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

কারো স্মৃতি এতো নিদারুণ ভাবে আমাকে পীড়া দেয়না, কারো স্মৃতি আমার দৈনন্দিন পথচলায় বাঁধা দেয়না তবুও জানিনা হঠাৎ এরকম স্মৃতিকাতর পঙক্তি দল বেঁধে মস্তিষ্ক থেকে বেরিয়ে বেরিয়ে আসলো কেন?

তুমিহীনা স্বস্তিতে কিছু অস্বস্তি ঢেলে দেয় তোমার স্মৃতি,
তুমিহীনা কোমল ভোরকে রুক্ষ করে দেয় তোমার স্মৃতি,
তুমিহীনা অখণ্ড অবসরের দুপুরক ব্যতিব্যস্ত করে তোলে তোমার স্মৃতি,
তুমিহীনা আলতো গোধূলিকে উত্তপ্ত করে দেয় তোমার স্মৃতি,
সুনসান নীরবতা আমার প্রিয় সময়গুলোকে,
কোলাহলে ভরিয়ে তোলে তোমার স্মৃতি,
বুক ভরা তৃপ্তির নিকোটিন বিষাদ করে দেয় তোমার স্মৃতি,
জানালার কাঁচে শান্ত বৃষ্টির ছোয়াকে,
অশান্ত করে দেয় তোমার স্মৃতি,
জ্যোৎস্নার মৃদু আলোকে, জ্বালাময়ী করে দেয় তোমার স্মৃতি,
প্রিয় গানগুলোর মিষ্টি সুরকে,
অসুরের মতো বাজায় তোমার স্মৃতি,
ক্লান্ত দেহের শান্তঘুম
দু:স্বপ্ন দিয়ে তাড়ায় তোমার স্মৃতি,

এ যেনো স্বজতনে বোনা স্মৃতির জাল দিয়ে,
আষ্টেপৃষ্ঠে আমাকে জড়িয়ে,
নিশ্বাসে নিশ্বাসে তোমাকে ভাবিয়ে,
কষ্টের সাগরে একাকী ভাসিয়ে,
শাস্তির পরে শাস্তি দিয়ে,
কোনো অযুহাতে থেকে যেতে চাও আমার ক্ষতবিক্ষত হৃদয়ে?
আমি তো স্বাধীন করে তোমায়,
অবমুক্ত করে তোমার আঙিনায়,
পালিয়ে এসেছি নতুন ভুবনে,
নতুন এক জীবন শুরুর সন্ধানে,
এখন আমি ভালোই আছি,
মরীচিকার পিছে ছুটিনা মিছেমিছি, আমি সুখে আছি বড় বেশী,
আমি নিজেকে নিজেই ভালবাসি,
আমি আমাকে খুব ভালোবাসি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

তারেক ফাহিম বলেছেন: অবশেষে নিজেকে ভালো বেসেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.