নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

আমরা সভ্যজাতী না প্রাচীন অসভ্যজাতি এবং অসভ্যতার আধুনিক সংস্করণ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৩৭

আধুনিক বিশ্বের নানা হিংস্রতা আর বর্বরতার ভয়াবহ দৃশ্য দেখে কিংবা শুনে মনে প্রায়ই প্রশ্ন জাগে-আমরা কি দিনদিন সভ্য হচ্ছি নাকি প্রাচীন অসভ্য জাতি আধুনিক সংস্করণ হিসেবে এগিয়ে যাচ্ছি?

শুনেছি প্রাচীন আমলের মানুষ ছিলো অসভ্য, অশিক্ষিত, হিংস্র। জানতে ইচ্ছে করে কতোটুকু হিংস্র আর অসভ্য ছিলো সে আমলের মানুষ? তাদের কামউত্তেজনার জন্য কি কোলের শিশুরাও বর্তমান সময়ের মতো অনিরাপদ ছিলো? সে আমলের মানুষ জন্তু জানোয়ারদের মেরে নিজের রক্ষা করার পাশাপাশি কি সেই অসভ্য স্বজাতিকে ধবংস করতে নিউক্লিয়ার কিংবা হাইড্রোজেন বোম তৈরী করেছিলো? সেই অসভ্য সময়ে কি হিরোসিমা নাগাসাকির মতো কোনো ট্রাজেডি ছিলো?
উত্তরগুলো যদি না হয় তাহলে আমরা কিভাবে সভ্য হলাম? আমরা কেন অসভ্যতার আধুনিক সংস্করণ নয়?
যে সময়ে স্বজাতির প্রতি স্বজাতিই সবচাইতে হিংস্র, যে সময়ে স্বজাতিই চিরশত্রু, যে সময়ে নিষ্পাপ শিশু রক্ত ঝরিয়ে দুপেয়ে জীবদের কামউত্তেজনা মেটায়, যে সময়ের হাতে জন্মদাতা-জন্মদাত্রী প্রহৃত বা কখনো খুন হয়, যে সময় জনক/জননী সন্তানের হত্যাকারী রূপে আবির্ভূত হয়, যে সময়ের প্রত্যেক রক্ষক ভয়ানক রাক্ষস হয়ে উঠে, যে সময় আবরণের সকল উপকরণ থাকতেও নগ্নতায় মেতে উঠে সে সময়কে সভ্যতা কি করে বলি? সেই সময়ে বিচরণকারীদের সভ্য জাতি হিসেবে স্বীকৃতি দেই কিভাবে আমার জানা নেই।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৪

তপোবণ বলেছেন: এই বেয়ারা সময়ে আপনার এই লেখার কোন প্রতিউত্তর জানা নেই। তবে ৫৫ হাজার বর্গ কিলোমিটারের এই অঙ্চলটিতে যদি আইনের শাসন থাকতো তবে অপরাধ এবং অপরাধিরা পালিয়ে বেড়াতো। একদিন দেখা যেতো আপনার আমার আকাঙ্খার রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশে আইন আছে কিন্তু সুশাসন নেই। কুশাসনের প্রাকটিস খুব রমরমা। যারা আপনার আমার কাছ থেকে ক্ষমতা দখল করে নেয় তারা আইনকে প্রয়োগ করে স্বজাতী নিমূলে এবং অসভ্যের লালনে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৩

মাহফুজ বলেছেন: জ্বি ক্ষমতা যার আইনও তার। শুধু আমাদের রাষ্ট্র নয় পৃথিবীর বেশীরভাগ দেশেই অসভ্যতা, খুন, হিংস্রতা,বর্বরতা লেগেই আছে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪

কানিজ রিনা বলেছেন: আমার মনের কথাগুল লিখে ফেলেছেন
আমি হয়ত আপনার মত সুন্দর করে সাজায়ে
লিখতে পারতাম না। যারা এটম মারনাস্ত্র
দিয়ে পৃথিবী ধ্বংস করতে চায় তারাই আধুনিক
স্বাধীন আধুনিক। আমাদের দেশ আজ পশ্চিমা
স্বাধীনতা উদভাসীত মনভাব নিয়ে তর্ক বিতর্কে
মেতে উঠে। আধুনিকতার নির্লজ্জ প্রয়াস
আমাদের সমাজ ক্যান্সারে পরিনত।
সেই সাথে শিশু ধর্ষন নারী নির্যাতন। ঠিক মত
আইন প্রয়োগ নাই। দেশের যুব সমাজ নেশায়
আকৃষ্ট। মাদকাশক্ত যুবরাজরা আজ নানান
অপকর্মে লিপ্ত। সময় উপযোগী সত্য উপস্থাপন
করেছেন বলে অসংখ্য ধন্যবাদ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩

মাহফুজ বলেছেন: আমার চাইতে আপনিই ভালো বলেছেন ☺

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন। ছবিটা একটু সংশোধন করবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১০

মাহফুজ বলেছেন: সময়মতো ছবিটা সরাতে পারিনি বলে দু:খিত।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: মানুষ যা চায় তা ভুল করে চায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১২

মাহফুজ বলেছেন: জ্বি আবার অনেক সময় ভুল করে না চাইলেও পাওয়ার পরে আফসোস করে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

সামিয়া বলেছেন: ছবিটি সরিয়ে দিন আমার মনেহয়না এই ধরনের পর্ণ পিক পাবলিকে ব্যবহার করা ভদ্রতা।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩

মাহফুজ বলেছেন: করজোরে ক্ষমাপ্রার্থী দেরী করে ফেললাম সরাতে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম মনের কথা কিন্তু এর কোন উত্তর জানা নেই! :(

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কথা সত্য। আমরা এখনও সভ্য হয়ে উঠতে পারিনি।
ছবির ব্যাপারে আমারও একই কথা।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

Abdullah Al Noman বলেছেন: হ্যা।আপনি ঠিকই বলেছেন।আমরা সভ্য না হয়ে অসভ্যতার আধুনিক সংস্করণ করছি।যেটা পশ্চিমা প্রাকটিস করে।পশ্চিমারা কখনোই সভ্য ছিলোনা।পশ্চিমাদের ফলো করে করে এখন আমরাও সেই ধ্বংসের দিকেই এগুচ্ছি।আমাদের মেন্টালিটি গড়ে উঠছেই এমন ভাবে।আসলে আসলে আমরা ধর্মকে সেকেলে ভাবতে বসেছি আর পশ্চিমা সংস্কৃতিকে আধুনিকতা ভাবছি।সর্ব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়ছে।আমাদের মনের খাবার বিনোদন সেখানেও অশ্লীলতার রমরমা প্রাকটিস। একটু আধটু কাপর না খুললে যেন নাটক সিনেমা কল্পনাই করা যায়না।আর সাধারন মানুষ এগুলো দেখে উত্তেজিত হচ্ছে।নায়িকাকে কাছে না পেয়ে পাশের ছোট্ট বাচ্চা মেয়েকেও অনেক সময় কামচরিতার্থ করার জন্য ব্যবহার করছে। এখন এই অসভ্য জাতিকে বোরকা বা জুব্বায় ধুকালেও সভ্য হবেনা। অবশ্যই সর্বপ্রথম এদের রুচিশীল বিনোদন অতঃপর শালীন পোশাক এভাবেই ধারাবাহিক ভাবে সভ্য করতে হবে।আর এগুলো তখনই সম্ভব হবে।যখন ধর্ম প্রাকটিস হবে।আল্লাহ আমাদের সভ্য হওয়ার তাওফিক দিন। আমিন!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

মাহফুজ বলেছেন: জ্বি ধর্মীয় অনুশাসন ই একমাত্র ভরসা এখন।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

রুদ্র নাহিদ বলেছেন: আমরা আসলে এই "আধুনিক" যুগের শেষ সীমানায় দাঁড়িয়ে। হয়তো কয়েক বছর পরেই নিজেরাই নিজেদের ধ্বংস করে দেবো। সেই ধ্বংসস্তুপ থেকে আবার আরেক নতুন যুগের সূচনা ঘটবে। It's all just a circle!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

মাহফুজ বলেছেন: হয়তো

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: একটা ছবি খুবই অশালীন।
অশালীন ছবিটা মুছে দেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭

মাহফুজ বলেছেন: দেরী হোলো তাই আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি, সরিয়ে দিয়েছি।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

নতুন বলেছেন: আপনি ব্লগিং করতে পারছেন লিখতে পারছেন...ভাবতে এটা সভ্যতার বড়টা একটা জ্বলজ্যান্ত উদাহরন...

আগেও মানুষ এই রকমের অনেক অসভ্য কাজ করতে কিন্তু মানুষ কম জানতো.... এখন আপনার কাছে খবর খুব তাড়াতাড়ি আসে তাই ভাবেন দুনিয়াতে এতো অসভ্যতা চলছে?

দুনিয়ার মানুষ এখন অনেক সভ্য... অনেক বেশি ভালো কাজ এখন হয়...

খারাপ কাজ সব সময়েই থাকবে... সেটা নিয়ে হতাশাবাদী ভাবনায় সময় নস্ট করলে চলবেনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

মাহফুজ বলেছেন: জ্বি কথা সত্য আমি ব্লগিং করতে পারছি। এ কথাও সত্যি এদেশে ব্লগাররা খনও হচ্ছ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯

মাহফুজ বলেছেন: লেখার সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে গিয়ে অসাবধানতা বসত একটি আপত্তিকর ছবি সংযোজন করেছিলাম বলে সকলের কাছে ক্ষমাপ্রার্থী।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

নতুন বলেছেন: খুনের পেছনে রাজনিতি আছে... সাধারন জনগন খুন করেনাই। করেও না।

এখন খুন বন্ধ হয়েগেছে.. তখন হয়তো পানি ঘোলা কররার জন্য লাশ দরকার ছিলো... রাজনিতি সব সময়ই সমস্যা তৌরি করে নিজের জন্য..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.