নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

হোমোসেপিয়েন্স

০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:২৬


"হোমোসেপিয়েন্স"

এই নগরীর ইট,কাঠ, পাথর, দেয়াল কিছুই আমাকে আকৃষ্ট করেনা জানিনা কেন?
উঁচু উঁচু দালান আর আলোকসজ্জাতেও আমার মনচক্ষু স্থির থাকেনা পলক মূহুর্তের জন্যেও।
অস্পরীরা ঘুরে বেড়ায় চাকচিক্যে ভরা মাতালী সৌন্দর্য সাথে নিয়ে,সত্যি আমার মন চায়না সে রূপসুধা পান করতে,
হয়তো আমি হারিয়ে ফেলেছি আমার আবেগ,অনুভূতিগুলো অন্যকোথাও।
কৃত্রিমতায় ভরপুর ভালবাসার সম্পর্কগুলো দেখে একবারও আক্ষেপ হয়না প্রেয়সী বা প্রিয়তমার,
ভালবাসা যেন আজ ব্রান্ড নিউ প্রসাধনী আর এটি এম বুথের ক্রেডিট কার্ডে বন্দী এক জড় পদার্থ,
মায়া মমতা,প্রিয়জনের আবেগ আর অস্থিরতা সেও গিলে খেয়েছে ভার্চুয়াল দুনিয়া।
বিছানা থেকে নামার পর ঘটে যাওয়া প্রতিটা বাস্তবতাই আমার কাছে মনে হয় স্বপ্ন আর দু:স্বপ্নের সমাহার,
তাই হয়তো স্বপ্ন দেখার ক্ষুধা নেই আমার,নেই ঘুমিয়ে যাবার তাড়া,
প্রিয়জনদের খুব কাছে থেকেও আমি অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াই,
কাছে ভিড়তে ভয় হয়,মায়ার জালে জড়াতে অনিশ্চয়তা গ্রাস করে নেয়,
আমি জানিনা,কি চাই আমি,জানিনা কেনইবা চাই?
পৃথিবীর বুকে নি:শ্বাস নয় দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকা এক নিশাচর হোমোসেপিয়েন্স আমি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১:০০

মাহফুজ বলেছেন: এলোমেলো ভাবনা আর অনিশ্চিত এক জীবন নিয়ে বেসাহিত্যিকের সাহিত্য রচনার প্রচেষ্টা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.