নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

এক বাদামখোরের কান্না

১৯ শে মে, ২০১৮ রাত ২:০৩



রমজান মাসে বাদাম খাওয়া কি নিষেধ? শহরজুড়ে বাদামওয়ালা গুলো নিরুদ্দেশ হলো কোথায় বুঝলামনা!

আমি এক বাদামখোর, বাদাম না খেলে ভাল্লাগেনা। সন্ধ্যার পর বাদামের সন্ধানে শহরময় ঘুরেও কোনো বাদামওয়ালাকে চোখে পড়লনা। অদ্ভুত বিষয়!

বাদাম তো পাচ্ছিইনা, আচারের ভ্যান একটা সামনে পড়লো। আচার মামারে বললাম, মামা আচার দেন তবে ঝাল একেবারে কম, না দিলেও চলবে।

আচার নিয়ে প্রথমে ভাবলাম বাসায় এনে খাবো কিন্তু আচার হাতে নিয়ে বাসায় আসার মতো সংযমী তো আমি না। বাদাম, আচার ইত্যাদি টাইপের খাবার হাতে নিয়ে সংযমী হওয়া সম্ভবও না। খাওয়া শুরু করলাম, বাহ খুব টেস্ট। টেস্টটা খুব মজার এটা উপলব্ধি করার মুহূর্তকাল পরেই আমি চোখের কোনে জলের অস্তিত্ব টের পেলাম।

আচার মামা ঝাল দিয়ে ফেলেছে। আমি ঝাল সহ্য করতে পারিনা, একদমই না। কি আর করা যা হবার তা তো হয়ে গেছে। টলমল করে পানি পড়ছে আর আমি হাতের উল্টোপিঠ দিয়ে মুছে ফেলছি আবার একটু আচার মুখে দিচ্ছি।

রিকসার জন্য মরিয়া হয়ে উঠলাম, কোনোরকম বাসায় পৌঁছাতে পারলেই বাঁচোয়া। নাহ বিধিবাম, রিকসা নাই।

হাঁটা শুরু করলাম। কাঁদছি আর হাঁটছি সেইসাথে অল্প অল্প আচার মুখে দিচ্ছি। না না আমি হেঁটে হেঁটেই কেঁদে চলেছি। কান্নাটা ঝালের জন্য হলেও এখন মনে হচ্ছে কান্নাটা বাদামের জন্যই। বাদাম না পেয়েই তো এই দশা হয়েছে। শহরজুড়ে মানুষে ভরা আর আমার কাছে মনে হলো বাদামওয়ালাবিহীন শহরে কোথাও কেউ নেই। বিলাসবহুল শহরের নানারকম শোরুমের দামী স্ক্রিনে কি সুন্দর সুন্দর দৃশ্যই না দেখা যাচ্ছে আর আমার দুই চোখ খোঁজে চলেছে "কোনো এক বাদামওয়ালা ভ্যানের মাঝে বাদাম ভাজছে আর কুণ্ডলী পাঁকিয়ে ধূয়া উড়ছে। ভ্যান ভর্তি বাদাম আর বাদাম" এমন কোনো স্বর্গীয় দৃশ্য। নাহ কোথাও এমন দৃশ্য চোখে পড়লনা।

বাসায় এসে ঢুকতেই আম্মা অবাক হয়ে সেইসাথে শঙ্কিত মনে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে তোর!

এত্ত বড় একটা জোয়ান ছেলে কাঁদতে কাঁদতে ঘরে এলে যেকোনো মায়েরই আশঙ্কা হবে খারাপ কিছুর।

ইচ্ছে করলো আম্মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলি, আম্মাগো সারা শহরের কোথাও কোনো বাদামওয়ালা নেই, বাদাম নেই। "

ইচ্ছে করলেই সবকিছু করা যায়না, বাদাম খাওয়ার ইচ্ছে করেছিলো কিন্তু খেতে কি পেরেছি? না পারিনি, আম্মাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতেও তাই পারিনি। শুধু আচারের অবশিষ্ট প্যাকেটটা উনার দিকে বাড়িয়ে দিয়ে আমি ওয়াশরুমে চলে গেছি

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ রাত ২:৪২

অর্থনীতিবিদ বলেছেন: বাদামওয়ালারাও কান্নাকাটির মধ্যে আছে। তাদের আয় রোজগারের পথও প্রায় বন্ধ।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৬

মাহফুজ বলেছেন: আহা বড় দু:খের বিষয়! ইফতারের পর বাদাম কি খাবেনা মানুষ?

২| ১৯ শে মে, ২০১৮ রাত ৩:৫৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সন্ধ্যার পর বাদাম পাওয়া যাবে না এটা কোনো কথা হলো!!

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৩

মাহফুজ বলেছেন: তাই তো, এটা কোনো কথা!

৩| ১৯ শে মে, ২০১৮ ভোর ৬:৫৮

বোববুরগের বলেছেন: Hahahaha I'm sorry man, next year before Ramadan just buy a whole bunch as ration

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৫

মাহফুজ বলেছেন: হাতের নাগালে যা থাকে সব ক্রমান্বয়ে পেটে চলে যায় তাই মজুদ করা সম্ভব নয়। দিন আনি দিন খাই। :'(

৪| ১৯ শে মে, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও পোষ্ট।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪১

মাহফুজ বলেছেন: ম্যাও ম্যাও পোস্টের আর্তনাদ যদি আপনি বুঝিতেন বাহে

৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

গরল বলেছেন: যে কোন হক বেকারির দোকানে ঢুকলে ২০টাকা ১০০ গ্রাম এর ভাজা বাদাম এর প্যাকেট পাবেন। আমার সকালের নাস্তা বাদাম আর দই তাই বাদাম ছাড়া আমার চলেই না। আমার ওফিস ড্রয়ারে সবসময় ৩-৪ প্যাকেট থাকে যেহেতু ওফিস এসেই নাস্তা টা করি।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪২

মাহফুজ বলেছেন: ভ্যানওয়ালার বাদামই আমার চাই।বিকল্প অগ্রহণযোগ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.