নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

মোনাজাতের পারমিশন লাগবে কেন?

১৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৬



#জটিলবিষয়
আজকাল ফেইসবুকে প্রায়ই দেখি পোলাপাইন নাকি মোনাজাতে কারে পাবার জন্য দোয়া করে। দোয়া নিয়া আমার আপত্তি নাই কিন্তু যারে পাবার দোয়া করে তার পারমিশন নিয়া দোয়া করে কি-না সেটা জানতে ইচ্ছে করে?

#পারমিশনের কথা বলার কিন্তু বিরাট কারণ আছে।

মনে করি, কদম আলী মোনাজাতে বললো আল্লাহ গোলাবজানরে আমি পাইতে চাই, তুমি আমার দোয়া কবুল করো।

ওইদিকে গোলাবজান মোনাজাতে করলো আল্লাহ সুরুজ আলীরে আমার কইরা দেও।

ঘটনা তো আরো জটিল হইবো যদি কোথাকার কোনো ফুলেছা বানু হাত উডাইয়া আল্লাহরে কয় আল্লাহ গো কদম আলীরে আমার চাই ই চাই। তুমি ব্যবস্থা কইরা দেও।

উপরওয়ালারে এমন প্যাচগির মইধ্যে ফেলার অধিকার তোমাগোরে দিছে ক্যাডায়?

তাই যারে খুশি চাও মোনাজাতে, অন্তত সে যেনো তা জানে।

উপরওয়ালা কিন্তু তার মনের খবরও ভালো জানেন, তিনি এটাও ভালো জানেন তোমার মোনাজাত কবুল করলে সে খুশী হবে কি না?
ফানপোস্টঃ সৈয়দ মাহফুজ আহমেদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা কী সব উদ্ভট চিন্তারে বাবা। যে দোয়া করলো তার কল্যাণের জন্য হলে আল্লাহ কবুল করবেন।

১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১৬

মাহফুজ বলেছেন: জ্বি, সেটাই

২| ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ সব মানুষের নেক আশা
পূরণ করেন!! সুতরাং চাইলেই
হইবোনা যেটাতে যার কল্যাণ
সেটাই ঘটবে! তবে কথা আছে
আল্লাহ যদি কাউরে সাস্তি দিতে
চায় হলে এমন একটারে মিলাইয়া
দিবো যাতে তার পুরা জিন্দেগী
বরবাদ হইয়া যায় =p~ !
আল্লাহ সব জানেন! তার
বিচার নিখুত !!

১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১৫

মাহফুজ বলেছেন:

৩| ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন:

ভাই কি বললেন বুঝি নাই !!!

৪| ১৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

আহমেদ জী এস বলেছেন: মাহফুজ,




তাইতো , এমন প্যাচগির মইদ্দ্যে উপরওয়ালারে ফেলার অধিকার কারো থাকা উচিৎ নয়।
এখন যদি কদম আলীর মেয়ে এমন দোয়া চায় যে , " হে আল্লাহ, আমার বাপের ভীমরতি হৈছে , হেরে ভালা বানাইয়া দাও.." ? :|
মেয়ে তো বাপের কল্যানে দোয়া চেয়েছে। এখন কি হবে? আরও ক্যাচাল আর প্যাঁচাল তো মাষ্ট! :|| :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.