নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হচ্ছি কানা কলসির মতো। যতোই পানি ঢালা হোক পরিপূর্ণ হয় না। জীবনে যা যা চেয়েছি তার সবই পেয়েছি বললে ভুল হবে না কিন্তু কিছুই ধরে রাখতে পারিনি। পেয়ে হারানোর তীব্র যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত তাড়া করে।

মাহফুজ

তেমন কিছু লিখবোনা নিজেকে নিয়ে কারণ লিখতে গেলে সেটা এতো বিশাল হবে যে কেউ পড়বেনা; অবশ্য লিখলেই যে অনেকে পড়বে তাও না। যাই হোক আসি মূল বিষয়ে, আমি হচ্ছি সেই ব্যক্তি যে জীবনে চলার পথে একটি সুন্দর সেতু পেয়েছিলাম, মজবুতও ছিলো। সেতুটির পাশেই ছিলো একটি বাঁশের সেতু। আমি অনায়াসেই সুন্দর আর মজবুত সেতু দিয়ে ওপারে চলে যেতে পারতাম যেখানে খুব সুন্দর একটি পৃথবী আছে। আমি বোকার মতো নিজের খামখেয়ালিপনার কারণে বাঁশের সাঁকোতে উঠে পড়লাম যেটা ছিলো খুবই ভয়ানক এবং জায়গায় জায়গায় ত্রুটি অর্থাৎ নড়বড়ে আর খুবই গভীর। বাতাস দিলেই সেতুটি দুলতে থাকে ভয়ানক ভাবে।

মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

সংশয়

২৮ শে নভেম্বর, ২০২১ রাত ২:০১



সংশয় নামক দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়ে পড়েছি।

এই সংশয় শুধুই তোমাকে হারিয়ে ফেলার, এই সংশয় চোখের সামনে তোমাকে অন্য কারো হয়ে যেতে দেখার।

তুমি কোনোদিন জানবে না এই সংশয় আমার মস্তিষ্ক কিভাবে দখল করে রেখেছে।

তুমি বুঝবে না কখনো, মস্তিস্ক শরীরের কোথাও কোনো সংকেতও পাঠাচ্ছে না ইদানীং।

সংশয় নামক দুরারোগ্য ব্যাধির আক্রমণে আমার মস্তিষ্ক ক্রমাগত বিকল আর শরীরের অঙ্গপ্রত্যঙ্গরা স্থবির হয়ে উঠছে।

আমি তো তোমাকে পাবো না ভেবে কোনো স্বপ্ন দেখিনি।

তুমি অন্যকারো হয়ে যাবে এমন কোনো কল্পনাও করিনি।

আমি যে পৃথিবীর স্বপ্ন দেখেছি সেখানে তুমি আমার ছিলে প্রতিটা মুহূর্ত।

আমি যে পৃথিবী মনে মনে সাজিয়েছি সেখানের সবচাইতে উজ্জলতর রঙ ছিলে তুমি।

সেই তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কীভাবে টিকে থাকবে বলো?

তোমাকে হারিয়ে ফেললে আমার বিলুপ্তি কেউ ঠেকাতে পারবে না৷

তোমার বিনিময়ে এক পৃথিবী হাতের মুঠোয় এনে দিলেও তোমার শূন্যতা পূরণ হবে না।

ঈশ্বর যদি বলতেন তোমাকে পাবো তবে তার কয়েক প্রহর পরেই আমার বিলুপ্তি ঘটবে আমি দ্বিতীয়বার না ভেবেই বলবো তবুও তোমাকে চাই।

প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমার তো একটাই প্রার্থনা, আমার বিলুপ্তি ঘটুক, মহাকাল আমাকে চিরতরে গ্রাস করে নিক তবুও আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো না হও৷

(সৈয়দ মাহফুজ আহমেদ)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আসলেই আপনি সংশয়ে আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.