নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

আমাকে ভুলিয়ে রাখে

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০





একটি মৃত্যু তোমাকে দূরে নিয়ে যায়। ছোট ছোট অসংখ্য বার মরে গেছি টের পেয়ে যারা আমাকে ছেড়েছে। ভাবো তাদের কি করে বলি নক্ষত্রের দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে!



আজ বিদ্যুতের মেঘ হয়ে তুমি দূরে থাকো। ঘুমিও সাগরের জল। আমার মরে যাওয়া শেষে ওপারে তাকাবো। হেঁটে হেঁটে মরে গেছি বাসের চাকায়। মরে গেছি একদিন গনধর্ষনে। ভুল রক্ত শরীরে নিয়ে মরে গেছি অথবা ডাক্তারের অবহেলায়। কি হয়! ওসব মরে যাওয়া আমাকে তোমার আরো বেশি কাছে আনে। আমাকে ভুলিয়ে রাখে শখ পরাভয়!



সমুদ্র জ্বলে যায় চাঁদের আলোয়। তোমার মৃত্যু আমাকে দিয়ে গেলো বিদগ্ধ অবসাদ। আমাকে ব্যাথা বলো বরফের হয়ে।একদিন ছিলে সকল ঐশ্বর্য দুহাতে ধরে আজ তবে পরিশ্রান্ত শিশুর মত ঘুমিয়ে রইলে ভালোই!

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

নেক্সাস বলেছেন: ভাবটা পুরোপুরি ধরতে পারলামনা মাহী।

দ্বিতীয় প্যারাটা সুন্দর। মনে হয়েছে সমসাময়িক নগরিক যন্ত্রানর বহিঃপ্রকাশ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

মাহী ফ্লোরা বলেছেন: প্রিয় ইমন জুবায়ের এর মৃত্যু খুব নাড়িয়ে গেছে নেক্সাস।

আমাদের প্রতিদিন ই টুকরো টুকরো মৃত্যু হয়। অথচ এই মৃত্যু মানতে খুব কষ্ট!

ভাল থাকবেন।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

সায়েম মুন বলেছেন: মনে হচ্ছে ইমন ভাই চলে যাওয়ার পর লিখেছেন। আবার ভুল বললাম নাকি!

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

মাহী ফ্লোরা বলেছেন: হ্যা ইমন ভাই চলে যাবার পর গতকাল রাতে লেখা।

পাঠে ধন্যবাদ সায়েম।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই সব মৃত্যু নিয়ে পড়তে ভাল্লাগে না :(

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

মাহী ফ্লোরা বলেছেন: ভাল না লাগলে না পড়াই ভাল।

:(

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: আজ তবে পরিশ্রান্ত শিশুর মত ঘুমিয়ে রইলে ভালোই...
:(

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: আমরা তো প্রতিদিনই একটু একটু করে মারা যাচ্ছি মাহীপু। বাঁচার মত করে বেঁচে থাকা এখন বিলাসিতা।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: হু :(

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

অদৃশ্য বলেছেন:



ভাবছিলাম এ জীবনে কতবার মরে গেছি.... আরও কতবার মারা যাব... সেই সব ছোটছোট মৃত্যু নিয়ে বোধকরি আমাদের ভাবা প্রয়োজন.... ভাবা প্রয়োজন প্রিয়জনরা হারিয়ে গেলে কেন এত ব্যথা লাগে.... ভাবা প্রয়োজন এতোসব আনন্দের পরেও আমরা অবসাদগ্রস্থ হয়ে পড়ি কেন... আর কেনই বা আমাদের হৃদয় বিদগ্ধ হয়....

আমি প্রায়শই ভাবি.... এই জন্মটা আসলে আমাদের আনন্দ করবার জন্য নয়... কেননা প্রতিটি আনন্দের পরই আমরা দুঃখের মুখটি দেখতে পাই...

শুধুমাত্র দুঃখকে ভুলে থাকবার জন্যই আমরা আনন্দের আশ্রয় প্রার্থি হই... স্রেফ ক্ষনিকের জন্য... ক্ষনিকের জন্য...

কবি...
শুভকামনা......

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: খুব সুন্দর মন্তব্য!

অনেক ধন্যবাদ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

দূর্যোধন বলেছেন: :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

মাহী ফ্লোরা বলেছেন: :(

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

ফারজুল আরেফিন বলেছেন: :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

মাহী ফ্লোরা বলেছেন: :(

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

এম হুসাইন বলেছেন: মন খারাপ করা ভালোলাগা!

ভালো থাকবেন আপু!

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

বাকাট্টা বলেছেন: :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: :(

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

কালীদাস বলেছেন: নতুন বছর কেমন কাটছে কবির? :P

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: নতুন বছর কেবল শুরু তাই কাটছে কেমন বুঝতে বুঝতেই বছর চলে যাবে তখন বলবো! ;) :P

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

লোনলিফাইটার বলেছেন: :( :( :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: :(

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

মাহী ফ্লোরা বলেছেন: :(

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

শহিদুল ইসলাম বলেছেন: হুম !

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

মাহী ফ্লোরা বলেছেন: হুম!

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।+++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!


১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মনখারাপ করা ভালো লেগেছে .......







ইমন ভাই.......................

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যিক বিষাদ । |-) |-) |-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

শামীম শরীফ সুষম বলেছেন: ঘুমিয়ে পড়ার আগে , সমুদ্রস্নানে দু'হাতে কুড়োব ফসফরাসের বারুদ

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: ঘুমিয়ে গেছে তারা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.