নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

সে মুখ চুরি গেছে জলরতীমন

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

১.



চিঠিটা চিত্রা হরিনের মুখ হয়ে ছুটে গেল অরন্যে। সেই থেকে মেয়েটির কঠিন অসুখ!

ছেলেটি বুঝুক তার সাধ, স্বপ্নের কালো কালো বীজ। ভালবাসা বুনে দিয়ে যাক ধোঁয়া রং কফির মগে। অসুখে মেয়েটির ক্যানো য্যানো ঘুম থেকে উঠে আজ খুব ভাল লাগে।

কুয়াশা পিঠ ঘষে জানালার কাছে। দিনে তার চিত্রল মুখ মনে পড়ে, সে মুখ চুরি গেছে জলরতীমন

কতদিন কথা নেই চিঠি নেই কতদিন শীত নেই হৃদয়ের ওম! মেয়েটির চোখে আজ কতদিন নেই কাঁচা গোলাপের ঘুম!



২.

ভুতুম পাখি এসো আনন্দিত আনারসঝোপে! তুমি কষ্ট ভালবাসো। কাঁটা ভালবাসে যে পাখির ঠোঁট, তাকে রূপবতী ব্যাথা দিয়া যায় অনন্তকাল । আনন্দ ব্যাথার আপন!

বারবার চলে গিয়ে শ্যামপোকা ভুলে যায়। কি করে প্রতিজ্ঞা করে মানুষের মন!

সব সত্য ভাবতে ইচ্ছে করে! পাখিটাকে টের পাই স্বঘোষিত উদ্যানে! আমার কেমন তীব্র ক্ষুধার মত রাগ হয়। প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে। ভুলে গেছে প্রতিজ্ঞা! যদি সে ভুলে যায় বিচ্ছেদ অনুমানে!

এসব জেদের বশে ঘাস থেকে ঘাসে ছুটে গেল সবুজ ফড়িং! আমার মন ক্যামন করে!



৩.

দিনরাত কি বিস্ময় নিয়ে ঘুরছি ব্যাগের ভেতর! নিঃশ্বাসে এক নদী নিয়ে দুলে যাচ্ছি। ঝুলে যাচ্ছি পাবলিক বাসে। রাস্তার চা দোকানে বসে আছি সেদিন। টুপ করে চায়ের ভেতর অপেক্ষা ঝরে গেলো। দোকানী হেসে বললেন, দ্যান চায়ের কাপটা বদলায়া দি!



৪.

আমড়া গাছের শুকনো হলুদ পাতা

উড়তেছে আর শীতের মাটি ধরতেছে তার বুকের মাঝে

বিবর্ন সুখ মরা ঘাসে! ধুলো পথে রোদের আলো পাখির ছায়া

দু চারটে কাক পাখায় পাখায়

কিছু মানুষ দু চোখ ভরে কালো মায়া।

মাটির কলসি বুড়ো চাচা খেজুর রসে কাঁচের গেলাস,

ব্যস্ত পথে নতুন বছর নতুন শীতে নতুন কেলাস।



গতর নাড়ায় ঘুমের শেষে খসখসিয়ে হুলো বেড়াল।

ভিজে ভিজে গাছের পাতা

এখন এমন শীতের সকাল!

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

ব্যানার বলেছেন: পুত্থম+

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ব্যানার।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস কি যে ভাল লাগলো,,,,,,,তা কেমন করে বলি,,,,,,,,,,,
কেমন আছ আপুনি????

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মাহী ফ্লোরা বলেছেন: আমি ভাল আছি আপু। আপনি? :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

লেখোয়াড় বলেছেন:
ইহা একটি টি এস সি মার্কা লেখা।
এখন পড়তে ভাল লাগল, কিন্তু রোদ উঠলেই রেশ কেটে যাবে।

মাহী ফ্লোরা একটু এদিকে চেয়ে দেখেন ।
আপনি এখন ফুরিয়ে যাওয়ার দলে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা অনেক ধন্যবাদ লেখোয়াড়।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

নেক্সাস বলেছেন: গল্পটা বেশ ভালো লাগলো। +++

মাহী ফ্লোরাকে নেক্সাসের চা দোকানে দেখা যায়না

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

মাহী ফ্লোরা বলেছেন: কোন গল্প নেক্সাস?

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

নেক্সাস বলেছেন: তবে অনুগল্প না গদ্যকবিতা ঠিক ঠাহর করতে পারলামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

শহিদুল ইসলাম বলেছেন: ভুতুম পাখি এসো আনন্দিত আনারসঝোপে!

হুম :(

অনেক অনেক সুন্দর !

খুব ভালো লাগছে !

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মাহী ফ্লোরা বলেছেন: হুম ভুতুম পাখি!


ধন্যবাদ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মুনসী১৬১২ বলেছেন: কাশ্মীরি ওম আছে শব্দ চাদরে

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাহী ফ্লোরা বলেছেন: বাহ!

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, ভুতুম পাখি যেন কোনটা?

আপু, ৪নং এ উড়তেছে, ধরতেছে পড়তে ভাল্লাগছে না!

ভালো লাগা রইল!

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাহী ফ্লোরা বলেছেন: ভুতুম পাখি আছে একটা! :P

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

রাতুল_শাহ বলেছেন: ভাল লাগল।

কাচের গিলাসে কি শুকান গাছের খেজুরের রস না পানি মিশানো খেজুরের রস ?

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মাহী ফ্লোরা বলেছেন: আমি সেদিন খেজুর রস খাইসি! :D

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুব ভালো লাগলো। কিছু গাঁথুনি আলাদা করে তুলে দিলাম -

চিত্রা হরিনের মুখ হয়ে ছুটে গেল অরন্যে।
কুয়াশা পিঠ ঘষে জানালার কাছে।
মুখ চুরি গেছে জলরতীমন
কাঁচা গোলাপের ঘুম!

ভুতুম পাখি, আনন্দিত আনারসঝোপ!
তীব্র ক্ষুধার মত রাগ,

বিস্ময় নিয়ে ঘুরছি ব্যাগের ভেতর!
নিঃশ্বাসে এক নদী নিয়ে দুলে যাচ্ছি।
চায়ের ভেতর অপেক্ষা ঝরে গেলো।


চমতকার।
শুভকামনা রইলো

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ ফ্রাস্টেটেড!

পাঠে আনন্দ পেয়েছি।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

রাতুল_শাহ বলেছেন: গত ৩ বছর ধরে খাওয়ার সুযোগ হয় না।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

মাহী ফ্লোরা বলেছেন: আমার হয়। B:-/

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

রেজোওয়ানা বলেছেন: ৪ নম্বরে জীবু বাবু, জীবু বাবু ভাব পেলুম!

ভাল্লাগসে এইটা......

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: জীবু কি জীবনানন্দ? :(

নাআআআআআআআআআআআআআ এ হতে পারেনা! :((

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৪নং নিয়ে আমি যা লিখলাম তা মনে হয় খেয়াল করেন নাই! এখন রেজোওয়ানা আপুও বলল! ;) B-))

ভুতুম পাখি আসলে আপনি চেনেন না! তাই কিচ্ছু বলেন নাই :#)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

মাহী ফ্লোরা বলেছেন: আরে ভাল্লাগছেনা এক কথা আর আরেকজনের মত আরেক কথা! :#)

ভাল তো না লাগতেই পারে। কিন্তু আরেকজনের মত হলে তো ভাল কথা না! :-&

ভুতুম পাখি তো আদরের পাখি। আপনারে কেমনে চিনাই? B:-/

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

লোনলিফাইটার বলেছেন: ৫ নাম্বার ভালো লাগা রইলো । :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে! :)

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

আরজু পনি বলেছেন:

কতদিন কথা নেই চিঠি নেই কতদিন শীত নেই হৃদয়ের ওম! মেয়েটির চোখে আজ কতদিন নেই কাঁচা গোলাপের ঘুম!............! :|

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

মাহী ফ্লোরা বলেছেন: আপু! কিছু তো বলেন! :(

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সহজ শব্দের কঠিন গাঁথুনি ।( স্বীয় জ্ঞ্যানের সিমাবদ্ধতা হেতু ) কিছু বিষয় মাথার উপর দিয়ে গেছে ।
B-) B-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

মাহী ফ্লোরা বলেছেন: এত বিষয় বুঝে কেউ কবিতা পড়ে নাকি? X(

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

ইনকগনিটো বলেছেন: মুগ্ধ আমি!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: শুনে খুব ভাল লাগছে।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

সানজিদা হোসেন বলেছেন: লাইনগুলো এত আনমনা কেন?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: বাহ দারুন বলেছেন তো আনমনা!

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

ভিয়েনাস বলেছেন: টুপ করে চায়ের ভেতর অপেক্ষা ঝরে গেলো। দোকানী হেসে বললেন, দ্যান চায়ের কাপটা বদলায়া দি! ... চায়ের কাপ বদলিয়ে নিয়েছিলেন নিশ্চয় :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

মাহী ফ্লোরা বলেছেন: হা হা !

অপেক্ষা ঝরতেই থাকলো আর থাকলো!

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

সায়েম মুন বলেছেন: চায়ের কাপে অপেক্ষা ঝরে যাওয়া বেশ কষ্টের বোধয়!

একটা কষ্ট পাখি আপনার দাওয়ায় নিত্যদিন ছটফটাচ্ছে। এইবার পাখিটার একটু সেবা শুশ্রূষা করুন। :P

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

মাহী ফ্লোরা বলেছেন: আমার সেবা কে করছে? B:-/ /:) :P

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

স্বপনবাজ বলেছেন: অনেক ভালো লাগলো আপু !

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ!

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভাল লাগছে

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

মাহী ফ্লোরা বলেছেন: শুনে ভাল লাগছে।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

গদ্য কবিতা গুলো পড়ার পর নেক্সাস ভাইয়ের মন্তব্য পড়ে মনে হলো, কিছুই পড়িনি। উনি বললেন, গল্পের কথা :)
হা হা হা!

ভালো লাগলো কবি।
নিয়মিত হোন। ব্লগ শুধু লেখালেখির চর্চা কেন্দ্র হলে দোষ কি?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

মাহী ফ্লোরা বলেছেন: ভেবেছিলাম এই তেরো তে ঝাপায়ে পড়ে ব্লগিং করবো। কেন যেন কিছুতেই হচ্ছেনা।

নিয়মিত হতে ইচ্ছে করে। তবু কেন যে হচ্ছেনা! :(

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

ঘুমকাতুর বলেছেন: ৩নং টার জন্য পরে আরেকটা প্লাস দিমু B-))

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

মাহী ফ্লোরা বলেছেন: হা হা ধন্যবাদ। :)

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

অনীনদিতা বলেছেন: কতদিন খেজুরের রস খাইনা:(
ভালো থেকো আপু।ভালো লাগা দিয়ে গেলাম:)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনিও ভাল থাকবেন। :)

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো। তিন নম্বরটা বেস্ট।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

ভিয়েনাস বলেছেন: অপেক্ষার কাজই তো এই শুধু ঝরতেই থাকে...... ঝরতেই থাকে :D

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

মাহী ফ্লোরা বলেছেন: তা ঠিক তা ঠিক! :)

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

টুকিঝা বলেছেন: সে মুখ চুরি গেছে জলরতীমন
কতদিন কথা নেই চিঠি নেই কতদিন শীত নেই হৃদয়ের ওম!

আমার কেমন তীব্র ক্ষুধার মত রাগ হয়। প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে।

এই লাইন গুলো খুব বেশী ভাল লাগলো!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে আপু।

ভাল থাকা হোক।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

অদৃশ্য বলেছেন:



কবি

প্রথম তিনটা খুব ভালো লেগেছে...


শুভকামনা....

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো পাঠে।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

ফয়সাল হুদা বলেছেন:
টেট্টা কবিতায় টেট্টা প্লাস.....

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ ফয়সাল হুদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.