নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

এখন আর সময় নেই সূর্য্য ডুবে যাবে

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

সে কেন ওভাবে হাঁটে পিচ্ছল দিঘিটার ঘাট! নড়ে যায় চড়ে যায় দু পাখার ঢেউ। ঢেউ যদি উঠে আসে ময়ূরের ঘুম ভাঙা রাতে। ময়ূর টা অবুঝ আর নীল রং পাখি। পাখিরা কাতরায়। একদিন সন্ধ্যের আগে আগে ঝড় ওঠে মুখ কালো করে থাকা এ পাড়ার বেদেনীর মত। হা করে ছোটে ঝড়। বড় ভয় ভয় লাগে। সানসেটে পাখিদের ঘর ছোট্ট বাড়িটার ছাদ। আমাদের বাড়ি আমাদের ঘর কাঁপে! পাখিরা কাঁপে সে ঝড়ের উত্তাপে! গুহার মুখে বসে থাকে কার চোখ। সে সময় বিষাদের! চার অক্ষরে তার ক্ষয়।

সে কেন ওভাবে হাঁটে সূর্য্যাস্তের সময়?

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ২বার পড়লাম ভাল লাগা থেকেই ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

মাহী ফ্লোরা বলেছেন: শুনে খুব ভাল লাগছে!

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

শহিদুল ইসলাম বলেছেন: এত সুন্দর ! একটা বিষণ্ণ ভাব !

সে কেন ওভাবে হাটে ? কেন হাটে ?

চমৎকার !

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

মাহী ফ্লোরা বলেছেন: সে কেন ওভাবে হাঁটে সূর্য্যাস্তের সময়!!

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

সাহিদা আশরাফি বলেছেন: সে কেন ওভাবে হাঁটে সূর্য্যাস্তের সময়।


খুব ভাল লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ সাহিদা!

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতো কম লিখলেন কেন? /:)
চমৎকার লাগছিলো পড়তে!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

মাহী ফ্লোরা বলেছেন: আমি বেশি লিখতে পারিনা! B:-/

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

আরজু পনি বলেছেন:

অল্প কথায় কি দারুণ প্রকাশ!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনি পড়েছেন খুব খুশি হয়েছি।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শ।মসীর বলেছেন: সূর্য্য ডুবে গেছে.......:)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

মাহী ফ্লোরা বলেছেন: হ্যাঁ দেখুন ডুবেই গেল! ...

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সূর্যাস্ত কথা মালা
কার অপেক্ষায় তাকিয়ে হে বন্ধু
খুজে নিও তারে আবার নতুন সকাল বেলা ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু!

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

বটবৃক্ষ~ বলেছেন: চমতকার...ভাবাবেগ!++

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো বটবৃক্ষ!

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। সানসেট নাকি সানশেড হবে?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: হতে পারে। শব্দটা আমি ঠিক জানিনা। :(

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: এতো ছোট? :(

খুব সুন্দর হয়েছে।+

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব! :)

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম+++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ঘুমকাতুর বলেছেন: আগেই পড়ছি :-0

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মাহী ফ্লোরা বলেছেন: আরেকবার পড়েন! :-0

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

সায়েম মুন বলেছেন: আসলে সময় নেই। সূর্য ওঠে আর ডুবে। দিন রাত সব এক হয়ে গেছে।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

মাহী ফ্লোরা বলেছেন: হা হা অনেক ধন্যবাদ।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

অদৃশ্য বলেছেন:



সে সময় বিষাদের! চার অক্ষরে তার ক্ষয়।
সে কেন ওভাবে হাঁটে সূর্য্যাস্তের সময়?

________ সুন্দর হয়েছে কবি______


শুভকামনা....

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠে।

শুভকামনা।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

এম হুসাইন বলেছেন: এখন আর সময় নেই, সূর্য ডুবে যাবে...
ডুবে যাবে... ডুবে যাবে...



চিরচেনা আবেগের অসাদারণ প্রকাশ!
ভালো লাগলো আপু!

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মাহী ফ্লোরা বলেছেন: ভাইয়া আপনার কাজ না থাকলেই খালি পোষ্ট ড্রাফট করেন নাকি?

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

শাহেদ খান বলেছেন: প্রচন্ড গতিময় আর অনুভূতিপ্রবণ !

আমার অনেক ভাল লাগল !

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ শাহেদ।

নিয়মিত হও ব্লগে! :(

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

এম হুসাইন বলেছেন:
:P B-)

সরি আপু, আর করবো না, এখন থেকে নিয়মিত আছি ব্লগে।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

মাহী ফ্লোরা বলেছেন: মনে থাকে যেন! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.