নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

তর্জনী হয়ে যায় রেলের গাড়ি

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩



হৃৎপিন্ড বেরিয়ে আসতে চায় হৃদয় থেকে। কানের ভেতর দিয়ে রেলগাড়ির সুরের মত। একসময় তোমার তর্জনীকে দেখেছি রেলের গাড়ি হতে। তখন আমরা সপ্তাহ ধরে অপেক্ষা করতাম। মাস শেষ হলেই একটা রেলগাড়ি ঝমাঝম পা পিছলে .. আহ বাদ দি ওসব! কবেকার কথা। ওসব কথা এখন বনের ভেতরে বসে অরুনের আড়াল খোঁজে। কিন্তু এ তো সত্য! তোমার তর্জনী হয়ে যায় রেলের গাড়ি। ঘটি গরম ঘটি গরম বলে এক লোক ওঠে সার্কাসজোড়া পরে।

আমি কখন যে নিরভিসন্ধি কেঁপে উঠেছি অন্তরে অন্তরে!



মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

যুবায়ের বলেছেন: এসব পুরনো কথা মনে পড়লে অনেকটা ইমোশনাল হয়ে যাই!!..
ইশ! যদি ফিরে যেতে পেতাম সেই কৈশোরে...

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ যুবায়ের।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

বিষাদ সজল বলেছেন: হৃৎপিন্ড বেরিয়ে আসতে চায় হৃদয় থেকে
বেশ হৃদয়গ্রাহী কথা
দুখগুলো বুকে থাকে চেপে
তাইতো হৃদয়ে এত ব্যথা ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ বিষাদ সজল।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ঘুমকাতুর বলেছেন: আরও কয়েকবার পড়তে হবে :|

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: পড়েন। /:)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

শহিদুল ইসলাম বলেছেন: আমি কখন যে নিরভিসন্ধি কেঁপে উঠেছি অন্তরে অন্তরে!

খুব সুন্দর ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ!

আপনি আর লিখছেন না কেন? :-/

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব সুন্দর,,,,,,,,,,,,,ভাল লাগলো

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ রইলো পাঠে আপু।

শুভ রাত!

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন তো।
ফিরে যেতে পারলে কি দারুন ই হত।

ঘটি শব্দটা পর পর দু দিন এলো।
কাল পড়লাম ভারতীয় বাঙলা এক ম্যাগাজিনে। :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

মাহী ফ্লোরা বলেছেন: কিন্তু ট্রেনের ভেতর সত্যি এরকম ছিল এক লোক ঘটি গরম ঘটি গরম লাগবেএএএএ বলে হাতের ঘন্টি বাজাতো!

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কখন যে নিরভিসন্ধি কেঁপে উঠেছি অন্তরে অন্তরে!

সুন্দর।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো!

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

টুকিঝা বলেছেন: আপি, আপনার লেখার নাম দেখেই পড়ার লোভ হয়! কত ছোট্ট করে কত গুলো কথা বলে ফেললেন! ভাল লাগা বিশেষ করে এই লাইনটায়-

আমি কখন যে নিরভিসন্ধি কেঁপে উঠেছি অন্তরে অন্তরে!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছোট্ট আপি!

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

লোনলিফাইটার বলেছেন: অল্প কথায় অনেক কিছু ;) +++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

মাহী ফ্লোরা বলেছেন: তাই নাকি? ;) /:)

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

মুনসী১৬১২ বলেছেন: +++ শৈশব

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর ফ্লোরা আপু :) ||

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

মাহী ফ্লোরা বলেছেন: ফ্লোরা আপু সুন্দর? :-* :P

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

সপ্নাতুর আহসান বলেছেন: আপনি এত সুন্দর এত সংক্ষেপে মনের ভাবগুলো প্রকাশ করেন কি করে?
সময় হলে Click This Link ঢুঁ দিয়েন।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ স্বপ্নাতুর আহসান!সময় করে যাব অবশ্যই।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

অপু তানভীর বলেছেন: এই টুকু ক্যান ???? :P :P :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

মাহী ফ্লোরা বলেছেন: বেশি বড় লেখতে আলসি লাগে! ;) :#)

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগে নাই

X( X( X(

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

মাহী ফ্লোরা বলেছেন: কেন লাগে নাই? X(( X(( X((

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: ওসব কথা এখন বনের ভেতরে বসে অরুনের আড়াল খোঁজে। কিন্তু এ তো সত্য! তোমার তর্জনী হয়ে যায় রেলের গাড়ি।


বনের ভেতর যারা কখনো ঘর-বাড়ি বাঁধেনি, তারা সুখে আছে । ওসব কথা মনে এলে কার না হৃদপিন্ড বেরিয়ে আসে হৃদয় থেকে ।

কবিতা বলি কিংবা সত্য ভাষন, পুরোটাই অসাধারন । ভালো লাগা রইলো ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: এত সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা!

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

সায়েম মুন বলেছেন: :-0

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: :-P

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছোট কথায় আপনার অনুভূতি প্রকাশটা দারুন। গত পোস্টেও তাই দেখলাম। ভালো লাগা রইল আপু++++

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

নস্টালজিক বলেছেন: তর্জনী রেলগাড়ী হয়ে গেলে দারুন হতো কিন্তু! :-)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

মাহী ফ্লোরা বলেছেন: হয়ে যায় তো। তর্জনীর এক একটা দাগ রেলের এক একটা বগি! B-)

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

ভারসাম্য বলেছেন: ছোটবেলায় ট্রেনে ইশ্বরদী থেকে খুলনা যাওয়া হত। দর্শনা না যশোর কোথায় যেন লম্বা সময় থামত। আর আপনার লেখার "এইইই ঘটি গরম ঘটি গরম .........! " আরো কত কি!

এখন ঢাকাতেও আছে। কিন্তু সেই টেইষ্ট আর নাই। হয়তো স্বাদ আগের মতই আছে কিন্তু সেই সময়টা আর নাই।

তবে কি ছেলেবেলা... অনেক দূরে ... ফেলে এসেছিইইই ... /:)

লেখায় ++++ । ( বুঝিনাই কিন্তু :P )

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

মাহী ফ্লোরা বলেছেন: হা হা ছেলে বেলা ফেলে এলেও এখন যে বেলা চলছে তাও খারাপ না তাইনা ভারসাম্য? :)

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

িনহাজ রিমন বলেছেন: জটিল লিখেছেন আপা

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

সোমহেপি বলেছেন: ভাল লাগল ছ্যাকাগন্ধময় পদ্য।

শুভকামনা
শুভছ্যাকামনা :|

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

মাহী ফ্লোরা বলেছেন: খিকখিক! এইটা স্মৃতি হাতড়ানো নট ছ্যাকা সোমহেপি। B-))

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ভারসাম্য বলেছেন: নাহ, কোন বেলাই খারাপ না। তবে যখন বুঝতামনা তখন সেই সময়গুলো খারাপ মনে হত। এখন এইটুকু বুঝি যে, ভাল খারাপ আসলে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গীর উপর নির্ভরশীল। জীবন সম্পর্কে এখনকার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গী না থাকলে বর্তমান সময়টা ছেলেবেলার চাইতেও অনেক বেশি কষ্টকর মনে হতে পারত।

আরেকবার কমেন্ট করতে হল আপনার জবাবে আবার একটা প্রশ্ন থাকায়। জানেনইতো আমি আবার গুণে গুণে কমেন্ট করি। :P

ওহ্‌!!!! !!, আগেরবার প্লাসাইতে ভুলে গেছিলাম। :#>

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: এভাবে প্লাসাইতে ভুলে যাওয়া ঠিক না। ব্লগিং এ মনোযুগ নাই কিছু নাই! /:)

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১ম ২ লাইন কেমন জানি - ভাল লাগে নাই । পরের অংশ খারাপ লাগে নাই !

তর্জনী রেলগাড়ি হওয়াটা বেশ ইন্টারেস্টিং :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

মাহী ফ্লোরা বলেছেন: আমি পড়লেই খুশি হয়ে যাই। :)

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সোমহেপি বলেছেন: সেই স্মৃতিটাতো দুদিনের আগেরও হইতে পারে!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

মাহী ফ্লোরা বলেছেন: স্মৃতি তো দুদিন আগের ই হবে। এখন যা ঘটতেছে দুদিন পার হইলেই তা স্মৃতি!

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

অদৃশ্য বলেছেন:



আমার দু'দুটি জংশনে
দাড়িয়ে থাকে দশ দশটি রেলগাড়ি

শব্দহীন ও বেদনাহত।।

______________ চমৎকার হয়েছে এই কবিতাটিও...


শুভকামনা...



২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মাহী ফ্লোরা বলেছেন: দারুন! দারুন বলেছেন অদৃশ্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.