নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

ভাবতেছি আমিও একখান রিভিউ লিখমু নাকি :-0

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

হ্যা ঠিকি ধরেছেন। আইজ শুক্রবার। বাসার মধ্যে অস্থির লাগছিলো। জামাই রে কইলাম আইজকার দিনটা ইয়াদগার রাখতে চাও?

পরে বাইর হইলাম। বাবুরে বলতেই লাফ দিসে। একমাত্র হাওয়া খাওনের জায়গা পদ্মার ধার।

যাইতে যাইতে ইলেট্রিকের খাম্বায় দেখি আঠা মারা চুরাবালি চলিতেছে রাজতিলকে। এইখানে কওয়া ভাল রাজশাহীতে সব সিনেমা হল গুলা ভাইঙ্গা বড় বড় দালান বানাইতেছে। শহর ছাইড়া কাঁটাখালি যাওন লাগবো। কি মুসিবত। তারপর ও একটা চান্স নিয়া বললাম চোরাবালি দেখতে যাই চলো?:-/



জামাই কয় আরে নাহ। বাবু যাবেনা। আমি বাবুরে কানে কানে ফিসফিসায়া কইলাম বাবু মুভি দেখবা?

সেতো মুভি মানেই জানে কার্টুন মুভি।:D



এর পরে দশ মিনিট তার লাফানি ছিল দেখার মত। বাবা তাড়াতাড়ি চলো। মুভি শেষ হয়ে যাবে।B-)



গেলাম রাস্তার টি স্টল থাইকা চা খাইলাম। টিকিট কাটলাম। মনটা পুরা ফুরফুরা। হাত ছড়ায়া উড়তে উড়তে কইতে মন চাইলো আহ বিন্দাস!

ঘটনা সেটা না ঘটনা হইলো মুভি স্টার্ট করনের আগে জাতীয় পতাকা দেখাইলোনা আমার সোনার বাংলা হইলো না। সিনেমা হলের মধ্যে বইয়া প্রযেক্টরে সিনেমা দেখলাম। এইটা কুনু লাইফ হইলো ধুরX((। কে জানি একজন ল্যাটপট নিয়া বইসা রইছে তারপর ক্লিকায়া ক্লিকায়া গান দিল আর তারপর সিনেমা শুরু হইলো। :((



দূর্যোধনের রিভিউ এ টু জেড খুব্বি মনুযোগ দিয়া পড়সিলাম। সিনেমা দেখতে কুনুই প্রব হয় নাই। সকল কথা স্পষ্ট শুনছি।B-)

পুরা সিনেমা ছিলো মারাত্মক এনজয়েবল। শেষে মনে হইসে পুরা পয়সা উসুল।



আইটেম সং যখন শুরু হইলো সবাই শুরু করসে সিঠি বাজানো। বাবু দেখি আঙ্গুল মুখে ঢুকায়া নানা কসরত করতেসে। আহা বেচারা সিঠি দিতে এখুনো শিখে নাই!:P



আর যখন ই খুন হইতেছিলো পটাপট মুড়িমুড়কির মত। বেচারা চোখ ঢাইকা কয় নেহিইইইইইইইই!



যাই হোক মোদ্দা কথা দারুন এনজয় করসি। সিনেমা শেষ হওয়া মাত্র রেদওয়ান রনির জন্য তালিও বাজাইছি। বাঁইচা থাকো বাবা তোমরাই আমাগো ফিল্ম ইন্ডাস্ট্রিরে কিছু দিবা বুঝতে পারতেছি। :#>



রিভিউ কেউ পড়তে চাইলে চোরাবালি পড়লেই হইব। এত কষ্ট হইরা লিখতে পারুম না। B:-/

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

মিষ্টেরিয়াস বয় বলেছেন: ইয়াদগারমানে কি?

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

মাহী ফ্লোরা বলেছেন: স্মরনীয়! :P

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

পণ্ডিত মশাই বলেছেন: এইডা কি রিভিও?!
টিনের চালে কাক, আমিতো অবাক B:-) B:-) B:-)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

মাহী ফ্লোরা বলেছেন: পন্ডিত মশাই আপনি জানেন আমি কত অলস? X(( X((

লিখমু ভাবসিলাম লিখতে বইসা আর ইচ্ছা করলোনা। /:)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

পণ্ডিত মশাই বলেছেন: ছেলেবেলায় তো পণ্ডিত মশাই পরিয়েছিল-

আলস্য সকল দোষের আকড়।

ভুলে গেলে চলবে? :P :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

মাহী ফ্লোরা বলেছেন: ছেলেবেলায় পন্ডিত মশাই বলেছিলেন কি না সেটাও তো আলস্যের চোটে ভুইলা গেছি। :#)

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

উণ্মাদ তন্ময় বলেছেন:
ইস পোস্টকো সামুপে ইয়ার
চিপকালে ভাইয়া ফেভিকলসে
:P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: মে কাবসে হু রেডি ত্যায়ার! :-P

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: চুরাবালি দেখেছেন? :-0

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

মামুন রশিদ বলেছেন: হাত ছড়ায়া উড়তে উড়তে কইতে মন চাইলো আহ বিন্দাস! ;)




এইডা এই কয়দিন আগেও কি ভাবা সম্ভব ছিলো যে বাংগালী পুরো পরিবার নিয়া সিনেমা হলে গিয়া বাংলা সিনেমা দেইখা আনন্দে লাফালাফি করছে । বাংলা সিনেমার এই জয় জয়কারে আমার খুশিতে একটা চিক্কুর দিতে ইচ্ছা হইতেছে । B-) B-)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

মাহী ফ্লোরা বলেছেন: এইটা খাটি সত্য। আজ খুবি আনন্দ পেয়েছি। B-) B-)

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অল্প বাজেটের ভালো প্রয়াস।
গল্পে নতুনত্ব না থাকলে ও দেখতে খারাপ ছিলো না।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: আমার কাছে উপস্থাপন ভাল লেগেছে। সবচেয়ে বড় কথা যখন ভাবছিলাম আমার দেশের মুভি তখন এমনিতেই ভাল লাগছিলো।

ইন্দ্রনীল যখন হাত বাঁধা জয়াকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিলো খুব সামান্য ব্যাপার অথচ দর্শক রা এত মজা পাচ্ছিলো! হা হা

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মারুফ মুকতাদীর বলেছেন: হাহাহাহ, বাবুকে অতিসত্বর সিটি বাজানো শিখানো হোক।
আমিও বাজাইতে পারি না। :(

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: ভাল শিক্ষক দরকার। আমিও পারিনা। :(

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

ফারজুল আরেফিন বলেছেন: /:) :|| 8-| B:-/ #:-S

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

মাহী ফ্লোরা বলেছেন: এত প্রকার ইমোর সমাবেশ কেন? B:-/ B:-/

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

লোনলিফাইটার বলেছেন: ;) ;) B-)) :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

মাহী ফ্লোরা বলেছেন: ইমুর দুকানদার! ভাই ইমুর হালি কত? :-P

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

ফারজুল আরেফিন বলেছেন: নতুন একটা বিষয় চোখে পড়লো তাই.... ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

মাহী ফ্লোরা বলেছেন: চাইপা যান। ;)

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

নোমান নমি বলেছেন: ভালো রিভিউ ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

মাহী ফ্লোরা বলেছেন: ভালো হইছে না? আমার ও তাই মনে হইছে। জটিল একখান রিভিউ লেখছি। /:) ;) ;)

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

মাহবু১৫৪ বলেছেন: B-)) B-)) B-))

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

মাহী ফ্লোরা বলেছেন: মাহবু ভাই অনেকদিন পর! কেমন ছিলেন? B-)

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

ঘুমকাতুর বলেছেন: সত্যি জাতীয় পতাকা দেখায় নাই?? :||

জামাই মিয়া আইটেম সং দেখছে এইটা মনে রাইখেন। ঝগড়ার সময় কামে দিবো ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

মাহী ফ্লোরা বলেছেন: শুধু জামাই? পোলাও দেখছে! ;)

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

নক্ষত্রচারী বলেছেন:
চোরাবালির ইন্ডিংটা নাকি পরে পালটানো হইসে ?

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

মাহী ফ্লোরা বলেছেন: আমিতো আগের এন্ডিংটা জানিনা।

তবে এন্ডিং ভাল লেগেছে। 8-|

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

সায়েম মুন বলেছেন: সিনেমা হলে এখন প্রজেক্টর দিয়া সিনেমা B-))

সেই রকম এনজয়েবল রিভিউ। মুভিটা না দেখলেও চলপে। /:)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

মাহী ফ্লোরা বলেছেন: খিকখিক! সত্য সত্যই মুহূর্তটা অন্নেক ভাল কাটসে। B-))

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

অপু তানভীর বলেছেন: =p~=p~=p~

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মাহী ফ্লোরা বলেছেন: চোরাবালি দেখেছো ভাইয়া? :-/

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

হাসান মাহবুব বলেছেন: এইডাই সেরা রিভিউ হৈসে B-))

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

মাহী ফ্লোরা বলেছেন: আমাকে নুবেল দেয়া হোক হোক হোক। :-/ :-/

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
সুন্দর রিভিউ :-P :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

মাহী ফ্লোরা বলেছেন: জ্বি আমার সুন্দর ছাড়া লিখিনা! /:) :-P

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

লোনলিফাইটার বলেছেন: লেখক বলেছেন: ইমুর দুকানদার! ভাই ইমুর হালি কত?

মাগনা ;) B-)) :P সারাদিন ইনবক্সে কথা কইতে কইতে আমি টায়ার্ড।তাই সামুতে খালি ইমো মারি :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মাহী ফ্লোরা বলেছেন: হায় হায় এখন তো অতুরিক্ত কথা কইয়া ফালাইছেন! আমার কাছে আবার উল্টা চার্জ দাবি কইরেন না! :#)

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

মামুন হতভাগা বলেছেন: B:-)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মাহী ফ্লোরা বলেছেন: এত অবাক হবার কি আছে মামুন ভাই? B:-/

২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহাহা, এতদিন সিনেমার রিভিউ পড়সি। আজকা পরলাম, সিনেমা দেখতে যাওনের রিভিউ !!!

চরম !!

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মাহী ফ্লোরা বলেছেন: রিভিউ লিখব বলেই বসেছিলাম। আলসির চোটে লিখতে পারিনাই! B:-/

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম । অনেকদিন পর। কেমন ছিলাম তা জানি না তবে এখন আছি কোনরকম। আপনার খবর কি?

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: এইতো!

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৮

বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: মারেয়াত্মক রিভিউ মাহীপু। এই রিভিউ পইড়া আমি পুরাই "রিভিউ"টার মতই এক্সপ্রেশন দিতেসি :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: এ্‌ই রিভিউ বছরে একবার ই আসে! :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.