নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

আমার মা

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

কাছাকাছি খুব কাছাকাছি আজ হৃদয় পোড়ার গন্ধ পাই। হাওয়ার সাথে আচল ধরে হৃদয় পোড়া উড়ে উড়ে গ্যালো।



এই মেঘ মন্থনে কার হৃদয় পোড়ার গন্ধ । গ্রন্থের ভেতরে ডুবে গেল অবসাদে। এখানে গ্রন্থ প্রচ্ছদেরা রাজকুমারীর মত চুল বিছিয়ে রেখেছিলো কোনদিন। নাগরিক কামারের আগুনে পা ডুবিয়ে রাখা মেঘ। এখানে কার বৃষ্টি এসে বসেছিলো চুপ করে! আগুনে মেঘ; তাই বৃষ্টি নামেনি কোনদিন।



ম্রিয়মান আলোয় ডুবে গেল ডালিয়া বাগান! বাগানে রোজ আত্মহননে ব্যস্ত থাকে ফুলেরা। কোমল ফুলেরা! ধোঁয়ায় ধোঁয়ায় এক ছককাটা সোয়েটার বুনে যায় প্রতিদিন দুটো হাত। নরম উলেরা তার সাথে খেলে। আমার মা বিদ্যা মেপে মেপে এগোয়।



আজ আমার মন খারাপ ছিল। আজ আমি বাবার সাথে কথা বলিনি। আমার মায়ের সাথে কথা বলিনি। চালকের প্যাডেলে শীতের বাতাস হু হু করে হৃদয়ের ভেতর ঢুকে গ্যাছে। কি জানি কিসে তার লোভ! রঙীন উলের ভেতর জড়াজড়ি করে আমার মায়ের মমতা। চিকন সুতোয় বোনা কাল। ফিনফিনে সুতো। আমাকে মা বলেছিলো এ্যাত বড় হয়েছিস তুই?



কি হয় বড় হলে? বড় হলে কি হয়! এত অপেক্ষার পর। হৃদয় পুড়ে যায়। হাওয়া আর বাগানের পাখি ঠোঁটে করে বয়ে নেয় বুনো কলি ফুল!

বড় হলে এইসব হয়। সম্পর্ক সমাপ্তি!



এখন অন্তত মেঘ বনে ঝড় হোক।বৃষ্টি বাদল! হৃদয় পুড়ে গ্যাছে যাক। আমার মায়ের কষ্ট হবে।

তবে হোক!

মন্তব্য ৭০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

স্বপনবাজ বলেছেন: ভালোলাগা দিয়ে গেলাম !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

সায়েম মুন বলেছেন: এখন অন্তত মেঘ বনে ঝড় হোক।বৃষ্টি বাদল! হৃদয় পুড়ে গ্যাছে যাক। আমার মায়ের কষ্ট হবে।
তবে হোক!

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

মাহী ফ্লোরা বলেছেন: হু!

কি অবস্থা? ভাল আছেন? :(

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: ভাল নেই কবি। দৌঁড়ের উপর আছি। :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

মাহী ফ্লোরা বলেছেন: আহারে! :(

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

অর্ধ বলেছেন: বাগানে রোজ আত্মহননে ব্যস্ত থাকে ফুলেরা। কোমল ফুলেরা!


সুন্দর! অনেক সুন্দর! আর বিষণ্ণ! :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

মাহী ফ্লোরা বলেছেন: অর্ধ আপনাকে অনেক ধন্যবাদ পাঠে।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

মাকে নিয়ে যেকোন লেখাতেই মাকে বড্ড বেশিই মিস করি :(

ভালো লাগা রইল মাহি।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। :(

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

স্বাধীনচেতা মানবী বলেছেন: মনটা খারাপ হল একটু । ভাল লেগেছে । :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ স্বাধীনচেতা মানবী।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

মন খারাপ করা লেখা।
দারুন।।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

সুপান্থ সুরাহী বলেছেন:
বড় হলে এইসব হয়। সম্পর্ক সমাপ্তি!
বড় হ্য়াটা এত নিষ্ঠুরতম কেন?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

মাহী ফ্লোরা বলেছেন: বড় হওয়া ভাল না। :(

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

মামুন রশিদ বলেছেন: এতো সুন্দর করে লিখেছেন, মুগ্ধতায় ছুঁয়ে গেলো হৃদয় মন ।



মায়ের জন্য ভালোবাসা ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ৬৫৩!

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

পাগলমন২০১১ বলেছেন: ছোট্ট লেখায় বিশাল ভালো লাগা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাগলমন! কেমন আছেন? :)

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার মায়ের কষ্ট হবে। তবে হোক!

এইটা কি কইলেন !!!!!! সাউন্ড টা কেমন নিস্টুর শুনালো!!!!!

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

মাহী ফ্লোরা বলেছেন: নিষ্ঠুর হয়েই বলেছি। :(

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

শান্তা273 বলেছেন: বড় হলে এইসব হয়। সম্পর্ক সমাপ্তি!

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ভালো লাগা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

আশিক মাসুম বলেছেন: হৃদয় পোড়ার গন্ধ !!

লেখাটা সুন্দর হয়েছে। পড়তে পড়তে প্রিতমের একটা গ্যাং মনে পরে গেল। আসলে জীবনটা কেন সুন্দর যানেন আমরা কষ্ট গুলুকে খুব গুছিয়ে উপভোগ করতে পারি তাই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

ত্রিভুবন বলেছেন: কিছু না লিখে সোজা প্রিয়তে নিলাম।সময়ের কল্পনাগুলো অসাধারণ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন কাব্যিক ছন্দ ভাল লাগা +

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

ফয়সাল হুদা বলেছেন:
'মা' অনুভূতিতে হারিয়ে গেলাম মাহী....
ধন্যবাদ এই অনুভূতি উপহার দেওয়ার জন্য

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

পাগলমন২০১১ বলেছেন: হুম ভা.

ফেবুতে মেসেজ লিখে জবাব পাইনা। ভাবি, ব্লগের মাহি আর বাস্তবের মাহি এক নয়।

আমার ধারনা হ্য়ত ভুল কি জানি।

সরি, অপ্রাসংগিক মন্তব্যের জন্য।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: ভালো লাগা রইল অনেক।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

নেক্সাস বলেছেন: আপনি কি শব্দের যাদুকর?

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

মাহী ফ্লোরা বলেছেন: এই যাদুটা যদি সত্যি হয়ে যেত তাহলে আমি তা শিখে নিতাম!

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

প্রত্যাবর্তন@ বলেছেন: হৃদয়গ্রাহী লেখা

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারন অসাধারন অসাধারন!!

আমার মা কে খুব মিস করছিলাম, নিজেও একটি লিখলাম, দুটি লেখাও পেলাম! ভাল লাগছে খুব। ++

সময় পেলে জানাবেন যদি ভাল লাগেঃ ♣"প্রিয় মায়ের প্রতি লেখা যে চিঠিটি কোনোদিনও পোস্ট করা হয়না....."♣

ভাল থাকবেন! অনেক শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

মাহী ফ্লোরা বলেছেন: আপনিও ভাল থাকবেন।

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

স্পাইসিস্পাই001 বলেছেন: ভালো লাগা রইল

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

একজন আরমান বলেছেন:
কি হয় বড় হলে? বড় হলে কি হয়! এত অপেক্ষার পর। হৃদয় পুড়ে যায়। হাওয়া আর বাগানের পাখি ঠোঁটে করে বয়ে নেয় বুনো কলি ফুল!
বড় হলে এইসব হয়। সম্পর্ক সমাপ্তি!


আত্মদহন ই বা কম কিসে?

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

মাহী ফ্লোরা বলেছেন: সারাজীবন শুধু আত্মদহন!

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট লেখাটায় অনুভূতির অবাধ প্রসার। চমৎকার।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সাহিদা আশরাফি বলেছেন: ছোট্ট একটা লেখা কিন্তু মনটাকে একদম ভিতর থেকে ছুয়ে গেল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো আপু।

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

অদৃশ্য বলেছেন:




উত্তপ্ত মেঘ
ফুলেদের আত্বহনন
ভালোবাসার বুনন
অতিবাহিত সময়
দগ্ধহৃদয়....... আহা মা তুমি কষ্ট পেয় না...
__________________________

কবি

কবিতাটি কিছুটা বড় মনে হলেও বহমান ছিলো, ভেসে যাওয়া গেলো....


শুভকামনা....

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য।

শুভকামরা রইলো।

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

আমি ইহতিব বলেছেন: দারুন শব্দাবলীর গাঁথামালা। দারুন লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

রাতুল_শাহ বলেছেন: হুম

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: হুম!

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

নস্টালজিক বলেছেন: কি হয় বড় হলে? বড় হলে কি হয়! এত অপেক্ষার পর। হৃদয় পুড়ে যায়। হাওয়া আর বাগানের পাখি ঠোঁটে করে বয়ে নেয় বুনো কলি ফুল!
বড় হলে এইসব হয়।



শব্দচয়নে এইসব সুন্দর!

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে। খুশি হয়ে গ্যাছি। :)

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

রাফা বলেছেন: বড় হোলে মা'কে হারাতে হয়।সম্পর্কের সমাপ্তি!

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

মামুন হতভাগা বলেছেন: :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: :)

৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জলঝিরি বলেছেন: সুন্দর +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.