নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

সবুজ বোতাম এবং অন্যান্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

বই করার সিদ্ধান্ত খুব দেরীতে নেয়ায় বইটিও খুব দেরীতে আসছে। ব্লগ থেকে দূরে থাকায় জানাতেও পারিনি।



ত্রৈবিদ্য প্রকাশের ব্যানারে আমার সবুজ বোতাম এবং অন্যান্য নামের কাব্যগ্রন্থটি এখন বইমেলায় পাওয়া যাচ্চে ২৭৭ নং স্টলে।

এছাড়াও লিটিল ম্যাগ চত্তরে (অদ্রি) ৯ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছে চারু পিন্টু। বিনিময় মূল্য ধরা হয়েছে ৯০ টাকা।



আশা করছি বইটি আপনাদের ভাল লাগবে।



মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

সায়েম মুন বলেছেন: প্রচ্ছদটা এখানে দিয়ে দিতেন।
এখনো মেলায় যাওয়া হয়নি। সামনে এক দু দিনের মধ্যে যাবো। তখন নিয়ে নিবো বইটা।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

িনহাজ রিমন বলেছেন: শুক্রবারে জাব।তখন দেখবো।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বলেন কী !!!! আমি তো তিন অথবা চার তারিখের দিকেই দেখসিলাম... প্রত্যেকটা কবিতার উপ্রে একটা করে ছবি, বিয়াফুক সৌন্দর্‍্য !!! :D :D

পরে আরেকদিন গিয়ে খুঁজতে গিয়ে দেখি, স্টলের নাম ভুলে গেসি। আচ্ছা এইবার পাইলাম, যাবো দুই একদিনের মাঝেই।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন আবারো... :)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: jara itimoddhe boiti songroho korechen doya kore boier procchod ta ekhane dia jan. :(


@ samu joldi boita kenen. :D

@ Rimon onk thanks.

@Frastreted apni amr prothom boita dekhechen. eta notun boi. ager boita porobasi stall e paua jabar kotha.

@ Johir vaia boi kine ager barer moto akta post dye den. ;)

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


গত পরশু কিনলাম আপনার এই কবিতার বইটা।
দারুন হয়েছে।
পড়ে ভালো লাগতেছে...

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

সায়েম মুন বলেছেন: আপনি সম্ভবত মোবাইল থেকে ব্লগিং করছেন। যান কষ্ট কৈরা আমিই প্রচ্ছদটা এটাচ করে দিলাম। আমারে কিছু কমিশন দিয়েন কিন্তু। #:-S

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মাহী ফ্লোরা বলেছেন: thanku durjoy & sayem also. :(

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

শের শায়রী বলেছেন: ২৩ তারিখ দেশে এসেই বই মেলায় যাব অবশ্য ই এই বইটা আমার সংগ্রহে নেব। ভাল থাকবেন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

মাহী ফ্লোরা বলেছেন: শুনে খুবই ভাল লাগছে।:)

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাইলেতো আবারো আপনার অটোগ্রাফ দেওন লাগবো... ;) ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

মাহী ফ্লোরা বলেছেন: আগেরটা চালায়া দিবেন। বছর বছর অটোগ্রাফ লাগে নাকি? :#)

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

অপু তানভীর বলেছেন: আপু কবে যাবে বই মেলায় বলতো ? সেদিন যাবো ! তোমার একটা অটোগ্রাফ লাগবে তো !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: ভাইয়া আমি মনে হয় যাইতে পারবনা। তুমি বইটা কেনো। :!>

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

রাতুল_শাহ বলেছেন: অনেক অনেক অভিনন্দন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রাতুল।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

দূর্যোধন বলেছেন: /:) /:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: :)

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

অপু তানভীর বলেছেন: আপু আজকে গেলাম ! বই কিনলাম ! অপেক্ষা করলাম !
অপেক্ষাই করলাম কেবল !!
কিন্তু তোমার দেখা পেলাম না !! :(:(:(:(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: কোথায় অপেক্ষা করছিলা ভাইয়া? :(

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আমি তুমি আমরা বলেছেন: অভিনন্দন :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

আমিভূত বলেছেন: আপু আমি আপনার বইটি সংগ্রহ করতে পারছি না :(
২৭৭ নং স্টলটি তো পুড়ে গেছে :'(
আর ভুলে গেছিলাম অন্য স্টলটির কথা , রাজশাহীতে কি বইটি পাওয়া যাবে ? সাথে অটোগ্রাফ ? :!> :#>

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মাহী ফ্লোরা বলেছেন: মেলা শেষ হলে বইটা রাজশাহীতে পাওয়া যাবে ভূত!

আপনি রাজে থাকেন? তাহলে অটোগ্রাফ কেন নয়? :#>

১৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

খেয়া ঘাট বলেছেন: সবুজ বোতাম পাঠকের হৃদয়ে চিরসবুজ হয়ে থাকুক।

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

শহিদুল ইসলাম বলেছেন: কবিতা বই এর নামটা সুন্দর

সাথে কবিতা গুলোও

আমার করা এই বই এর প্রচ্ছদ টা আপনার ভাল লাগেনি ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.