নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

যেসব পাখিরা নিহত

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

১.

আমি তাকে পেয়েছি পেয়েছি তার কিছু দুঃস্বপ্নের মত যার হিয়ায় পেরেক পোঁতা বর্ষ ক্যালেন্ডার। আমি তাকে পাই ভাবি পেয়ে গেছি সুখ আর সব ধোঁয়ার সাথে হুইসেল ঘন্টি চলে যাবে শহুরে ট্রেন। বসন্ত ঘরে ফেরা বনেদী বিকেল হেলেদুলে হাঁটে কাকে চাই কাকে? দরজা খুলেছে এক স্নেহময়ী মিতা চাদরে ঢেকেছে মুখ চকচকে মেঝে কাগজে ঢেকেছে লতা বিবিধ আপনাকে!

আমি তাকে পেয়ে যাই শান্ত বিকেল ঘরমুখি নদী আর লাল সাইকেল চালিয়ে ফিরছে যত সাহসী তরুন। তাদের মধ্য থেকে রাজাবলি মন্দিরে মন্দিরে রক্তের গুন আমাকে শিখিয়ে গ্যাছে তাকে পাওয়া না পাওয়ার হিসেব দ্বিগুণ।

হত্যা ও যুদ্ধে যেসব পাখিরা নিহত তাকে ত্যাগ করে গ্যালো হরিনের মন।

হে ঝড় জঙ্গলের পাহারা শাবক আমি তাকে পাই অথবা হারাই ভাবি পেয়ে গেছি অচিন্ত্য আপন নিশুতি রাত ভোর জাগরুক অন্তর মালিক পিতাকে!





২.

আমার তৃষ্ণা তোমাকে চুমুকে চুমুকে পান করি অয়োময়!

ভাল থাকে কার মন। কে ডাকে কি তাকে কাঁপায় অগনন শীতে। তাহার তৃষ্ণা কেন বালির পিরিতে!



৩.

আমার সৃষ্টি আমাকে নিষ্ঠুর করেছে দেখো। আমাকে দেখো কি আনন্দে যাপন করছি বেদনা। পুরনো গান ভাবছি। পুরনো সুর! পুরনো স্মৃতি আর সুমধুর অমলান্তি!

আমাকে দেখো লুকিয়ে রেখেছি জড়তা। লুকিয়ে রেখেছি পলাশের রঙে প্রিয় কান্তিময়তা।



৪.

এই দূরত্বে কেউ পৌঁছুতে পারেনা, না রাত না কালো বৃষ্টির জল!

এই দূরত্ব আমাদের।

এসব রাত অথবা বৃষ্টির মুখ আমরা দেখেছি। প্রিয়েষু তোমার শিশু সন্তানের মুখে।

সেই মুখ দূরে সরে গেল। খুন হয়ে গেল আমাদের সম্মুখে!



৫.

প্রকারান্তরে নীল নির্বাসনই আমার ইচ্ছে। খড়ের মত আমার সন্তান পুড়ে যাচ্ছে আমার ইচ্ছের কাছে। আগন্তুকের মত বরফের ভেতরে আগুন এসে উসকে দিয়ে গেল গোল রুটির মায়া।

সারাজীবন একবারো ভালবাসি না বলেও কোন মানুষ বুঝতে পারে ঠিকই ভালবাসা ছিল। ভালবাসা ঘাপটি মেরে বসেছিলো ইচ্ছের ঘরে!



৬.

ভালবাসা এক দেয়াল লিখন। উচ্চ বিষাদের নাম। সামগ্রিক রেখাচিত্রের পরে উঠিয়ে ফেলা রং!ভাঙা চেয়ারের পায়ায় দুজনের মন। পানির বোতল উল্টে পড়ে আছে। কুঁচকো কাপড়ের মত বিশ্বাস পড়ে আছে ঘরের কোনায়! আহ কি কষ্ট তার! বাসা বদলের চলন্ত রাত কাঁদছে আর কাঁদছে। খুব ভোর কাঁদছে। পেছনে তাকিয়ে দেখে গল্পের হাত -

ফেলে আসা ঘরে রয়ে গেল একটা মিনিপ্যাক সংসার।



৭.

পুতুলটা ঘুমের পিঁড়িতে রেখেছে তার চোখ যার নামে কেনা ছিলো সহস্র ফুল সান্ধ্য অবকাশে ঝলমলে নীল শীতের চাদর জড়িয়ে রেখেছে গতি চলন্ত বাতাস জমে আছে কার চোখে সমুদ্র ত্রাস!

পুতুলের এক চোখ দূরত্বে সুখ পুতুলের চোখে ঘুম মুক্ত আকাশ।



৮.

মেয়েটি ঘুমিয়ে গ্যাছে চড়ুইএর ঠোঁট পথটুকু নুপুরের শব্দ আকার মহসীন বর্ষাতি মেয়েটির চোখ এ ক্যামন অসুস্থ্য শ্রাবন গ্যালো অকারন বিকেল ব্যালা মেয়েটির ঘুম রূপকথা ছুঁয়ে আছে রঙের কমলা!

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

ধান শালিক বলেছেন: পেছনে তাকিয়ে দেখে গল্পের হাত -
ফেলে আসা ঘরে রয়ে গেল একটা মিনিপ্যাক সংসার।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

জলঝিরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন মাহী ফ্লোরা । প্রতিটি অঙ্কন-ই মন-ছোয়া । ৩ পড়তে গিয়ে চোখ রিতিমত ঝাপসা হয়ে এল ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

মাহী ফ্লোরা বলেছেন: জলঝিরি আপনাকে ধন্যবাদ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

সায়েম মুন বলেছেন: এখন তারা বের হয়ে আসে জলঝাপি নিঙড়ে। বৃষ্টির ছাটে। টিপটিপ বর্ষায়। অঝরধারায়। তারা বের হয় অরণ্যের রাত্রি নির্ঘুমে। বিরানভূমে।

সূর্যের লাল টিপ ঝরানো সন্তান। যে সন্তান একদিন শোকানল এনে দিয়েছিল। সে আজ হাতের মুঠোয়। সান্তনা নেই। ভাষা নেই। দৃশ্যস্থিত বৃষ্টিতে। দৃশ্যান্তর সূর্যের ঠোঁটে। মায়ের হাসিতে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর বলেছেন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মামুন রশিদ বলেছেন: চলন্ত বাতাস জমে আছে কার চোখে সমুদ্র ত্রাস!
পুতুলের এক চোখ দূরত্বে সুখ পুতুলের চোখে ঘুম মুক্ত আকাশ।


দুর্দান্ত :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কি সুন্দর লেখো আপু !!!!!!!!!!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: আপু কেমন আছো? বই কেমন চলছে? :)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

মুনসী১৬১২ বলেছেন: মায়া আর মায়া যেন শব্দ ছায়া

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: পাঠে ধন্যবাদ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সৌন্দর্য হইসে, সবকটাই। :D :D

আমার তৃষ্ণা তোমাকে চুমুকে চুমুকে পান করি অয়োময়!

শুভ একুশ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

আমিভূত বলেছেন: মোহনীয় আবেগী লেখা । ৬নং এ ভালো লাগা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.