নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

সে থাকে তার কাছে সে থাকে কার কাছে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬



১.

হে সদা প্রভু আমাকে তোমার মরুতপ্ত পাঁজরের হাড় থেকে এক টুকরা উত্তাপ দাও। আমাকে আগুন দাও। টেবিলের তল থেকে টেনে খুলে দাও এমন কাঠ!হে ভাগ্য প্রভু যেন আগুনে পোড়াতে পারি আরো কিছু সবুজ বোতাম।

আমার স্মৃতিরা ছবি হয়ে গেছে ছবিরা ছাই।

এ ঘুম থেকে অন্যান্য পাতাদের জাগিয়ে রাখা ভীষন অন্যায়।

এ কূলপ্রভু আমাকে ঘুম দাও একটু আগুন!



২.

উড়ে যায় আকাশি পাখি বিষাদ যার পূর্বনাম অপূর্ব উপায়ে। আমার গলার থেকে সোনার বল লকেট সে ছোঁ মেরে নিয়ে গেছে। মহামূর্খ মিথ্যেবাদি! সব বিকেলে পাড়ায় পাড়ায় বসে সারান্ধ ইঁট আলোচনা। হাহ হারামজাদী তোর ঘর আগুনময় হোক। তুই আর তোর আগুনের ঘর রাত্রিতে মদাক্রান্ত। সেদ্ধ মটরশুটি গুলো জীবন্ত পাখি হয়ে পেটাব্দি ঘোরে।

গভীর রাতে আমার আঙ্গুল থেকে সোনা আর পাথর সে তুলে নেয়। খুলে খুলে ছোঁড়ে। নক্ষত্র বিশেষ অলৌকিক রাজহাঁস হয়ে দুলছিল নীল দিঘি জলে।

সে পাথরের আঘাতে রাজহাঁসেরা কাগজী লেবুর ফুল হল। ধরতেই পাপড়ি অভিমানে ভাঙা ঘর।

আমার চুলের কাঁটায় সে আঘাতপ্রাপ্ত ব্যাধ।

শিকারী যখন হয় শিকারের লক্ষ্য।হারামজাদী এখনো বুঝিসনি তোর কপালে অনেক দুঃখ?



৩.

আমি ভাল নেই স্বর্গ দ্বারের প্রহরী। আমি ভাল নেই। তোমার যুগল প্রশ্ন বন্দী জল দোটানার মাছ। আমি ভাল নেই শর্ত পতন অবিশ্বাসের নাচ! দরজা বন্ধ করে রাখো। পাহারায় থাকো। ওপাশে আমি এক নিঃসঙ্গ কাগজের পাখি। সাদাকালো হাটে গ্রন্থপিতার কড়ে আঙ্গুলে হাত রেখে ভাবি আপাতত কিছু গোধূলিতো পাওয়া গেলো। আপাতত কিছু ঘরের ভেতরে শুকনো মাটির দাগ। সাঁওতালি ফুল লাল দু বেনির রাগ ছড়িয়ে এলোমেলো । দস্যি সময় কথা বলে যায় সংঘাতে মাখামাখি!



৪.

বাক্যে বিন্যাসে দূরতিক্রম্য কল্পনায় সে থাকে মুহূর্ত। এ অরন্যে তার শ্বাপদ নখের দাগ মুহুর্মুহু চমকায়।সে থাকে দূরে। অন্তরে নীল বিষাদি পাখির ডাক। সে থাকে তার কাছে সে থাকে কার কাছে?



৫.

আর কবে ? আর কখনো হবেনা

আকাশের গায়ে পাখির প্রকৃতি।

রমনী রবেনা পুরুষের কাছে

পাখিদের চোখ আর ঘুমুবেনা

হবেনা হবেনা হবেনা

আর কবে? আর কখনো হবেনা

জ্ঞানদেব তার সুবাসের রীতি

এই হরতালে লুকিয়ে রাখবে

এই বৃষ্টিতে রোদ পুরুষেরা জেগে উঠবেনা।

মন্তব্য ৪৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ইনকগনিটো বলেছেন: আমার স্মৃতিরা ছবি হয়ে গেছে ছবিরা ছাই।


কিছুই বলার নাই।


:) শুভেচ্ছা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

মাহী ফ্লোরা বলেছেন: প্রতি শুভেচ্ছা অনেক বেশি। হলুদ চাদরের পুরোদস্তুর হিমু!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: হুম ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

মাহী ফ্লোরা বলেছেন: হুমস!

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লাগা নিয়েন।

রেডিও প্রোগ্রামের কোন লিংক আছে??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

মাহী ফ্লোরা বলেছেন: রেডিও প্রোগ্রামের লিংক মানে কি রেকর্ডেড ভাইয়া? ওটা লাইভ প্রোগ্রাম ছিল। রেকর্ড এখনো হাতে পাইনি। হাতে পেলে আপলোড করে দিব। :)

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

অর্ণব আর্ক বলেছেন: স্বপ্নশায়রে যখন ডানা মেলে এসে ভিড় করে মুক্ত বিহঙ্গের দল। অসাধারণ হৈচে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

মাহী ফ্লোরা বলেছেন: পাঠে ধন্যবাদ অর্ণব।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

শিপন মোল্লা বলেছেন: আমাই আরেকবার পড়ি খুব কঠিন মনে হল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

মাহী ফ্লোরা বলেছেন: কঠিন! আচ্ছা আবার পড়েন। বারবার পড়েন।বারবার পড়বেন এই আনন্দে এখন থেকে কঠিন করে লিখব। B-))

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

ফয়সাল হুদা বলেছেন:
ভালো লাগল খুব

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

সায়েম মুন বলেছেন: আবারও ভাললাগা কবি!

আমি ভাল নেই স্বর্গ দ্বারের প্রহরী। আমি ভাল নেই। তোমার যুগল প্রশ্ন বন্দী জল দোটানার মাছ। আমি ভাল নেই শর্ত পতন অবিশ্বাসের নাচ! দরজা বন্ধ করে রাখো। পাহারায় থাকো। ওপাশে আমি এক নিঃসঙ্গ কাগজের পাখি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

কামরুল হাসান শািহ বলেছেন: জ্বী রেকর্ড চাইতাছি। জানি তো আপনার আবৃত্তি ভালো হয় B-))

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা! বেশি ভাল হয়নি। যেহেতু প্রথম প্রোগ্রাম তাই মাইক্রোফোনের দূরত্ব বিষয়ক জটিলতা ছিল। ।

৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:০০

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাললাগা।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল সবগুলৈ !

আপনি কেমন আছেণ ?

আর কবে ? আর কখনো হবেনা
আকাশের গায়ে পাখির প্রকৃতি।
রমনী রবেনা পুরুষের কাছে
পাখিদের চোখ আর ঘুমুবেনা
হবেনা হবেনা হবেনা

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

ভাল আছি।

১১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

১২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১৫

ফারিয়া বলেছেন: লেখাটা পড়তে পরতে মনে হল খুব উত্তপ্ত হয়ে লেখেছেন। তবে ভিষন ভালো লেগেছে আমার। B:-/

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: মুখ ব্যাঁকা ক্যান গো সুন্দরী? :#)

১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৪

নাঈম আহমেদ আকাশ বলেছেন: ভালো লেগেছে । :)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১০

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন!

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ

১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার... মুগ্ধপাঠ :)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ

১৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ

১৭| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

ইখতামিন বলেছেন:
১৫ তম সুন্দর.

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হ্যাঁ, আমি একটু বিস্তারিত আলোচনায় যাবো।

প্রথম দুই তিন লাইন পড়ে কেন জানি শেষ কবিতায় (৫) চলে এলাম। কেন এলাম? আমি আসলে কবিতার শিরোনাম খুঁজছিলাম। এটা বহুল ব্যবহৃত যে কবিতার নাম, কবিতার লাইন থেকেই উঠে আসে। এখানে পেলাম না, তবে পেলাম একটি লাইন-

এই বৃষ্টিতে রোদ পুরুষেরা জেগে উঠবেনা।

একটু উপরে উঠেই পেয়ে গেলাম কবিতার শিরোনাম। সে থাকে তার কাছে সে থাকে কার কাছে? (৪) এ।

এইক্ষণে আমি বুঝে গেছি আমি আরো কিছু খুঁজছি। আমি আরো কিছু চাইছি। আমি আরো কিছু আবিস্কার করতে চাই। এ যেন খনি, খনির ভেতর থেকে হীরা খুঁড়ে বের করার মতো। আরো একটু উপরে উঠে পড়ে ফেললাম, (৩)। আমি ভাল নেই স্বর্গ দ্বারের প্রহরী। আমি ভাল নেই। পড়তেই মনে পড়ে গেল মহাদেব সাহার সেই বিখ্যাত কবিতা, মন ভালো নেই।

আর পেলাম- সাঁওতালি ফুল লাল দু বেনির রাগ ছড়িয়ে এলোমেলো। দু বেনির রাগ আমাকে বিমোহিত করে! আমি আবেগে আরো উপরে উঠে আসি, পড়ি (২)। এখানে কোন লাইন ছেড়ে কোন লাইনকে বলি?

নক্ষত্র বিশেষ অলৌকিক রাজহাঁস হয়ে দুলছিল নীল দিঘি জলে।

শিকারী যখন হয় শিকারের লক্ষ্য।হারামজাদী এখনো বুঝিসনি তোর কপালে অনেক দুঃখ?

আমি বিচলিত হয়ে ফের প্রথম থেকে পড়ি। পড়তেই থাকি-

হে সদা প্রভু আমাকে তোমার মরুতপ্ত পাঁজরের হাড় থেকে এক টুকরা উত্তাপ দাও। আমাকে আগুন দাও।

..............................
..............................
..............................

এই বৃষ্টিতে রোদ পুরুষেরা জেগে উঠবেনা।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: এত চমৎকার মন্তব্য দেখি আমার বলার মত কিছুই নেই।

কৃতজ্ঞতা মনোযোগী পাঠে।

১৯| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

ভুল উচ্ছাস বলেছেন: সুন্দর আরো সুন্দর। :) :)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: আচ্ছা আচ্ছা!

২০| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

ভুল উচ্ছাস বলেছেন: রমনী রবেনা পুরুষের কাছে
পাখিদের চোখ আর ঘুমুবেনা
হবেনা হবেনা হবেনা
আর কবে?



একটা কথা কইতে মিস করছি, রমনী পুরুষের কাছে না রহিলে পুরুষেরা মন হয় বাচিয়া যাইত। /:) /:)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

মাহী ফ্লোরা বলেছেন: এহ ! আসছে বীরপুরুষ ! :|

২১| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মুনসী১৬১২ বলেছেন: আহা শব্দচাক ছন্দ বাক
ঝরছে মধু হৃদয় ভরাক

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে !

২২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

ফালতু বালক বলেছেন: হজম করতে কষ্ট হইছে।
খুব ভালো, আপু।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: thanks!

২৩| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কঠিন শব্দের কঠিন গাঁথুনি ।
যতই কঠিন হোক , আমিও ছাড়বার পাত্র নই , প্রয়োজনে ১০ বার পড়বো । =p~ =p~
যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ আপনার বাড়ি আছি , চা-নাস্তা রেডি করেন । =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.