নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

তুমি একটি কবিতার নাম বললাম তোমাকেই বললাম ভালবাসি!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

০.



এই অপেক্ষা তোমার কাছে বৃষ্টি লাগে আটকে পড়া সৃষ্টিছাড়া খুব সোহাগে একটু দূরে শিরীষ বনে কাদের রাগে পড়ছে বোমা এ মনটা ঠিক মানছেনা!

এই অপেক্ষা আমার কাছে খুব চেনা



১.

এমন দূরত্ব কাঁটা গোলাপে না দিও

গালের বকুলে গাল ছুঁয়ে

চিনিও আমার বুনোপ্রিয়কে চিনিও



এমন দূরত্ব ঢেউ সাগরে না দিও

সারসের ঠোঁটে সাগরের মাছ

হৃদয় ছিঁড়িয়া তার নাম রাখিয়ো।



আমি কতদিন তার মুখ দেখিনি

স্বপ্নেরো আগে কেন আমার প্রিয়?

এমন দুরত্ব মেঘ আকাশে না দিও

এমন দুরত্ব মেঘ আকাশে না দিও।





২.

কত দূরত্বে গেলে টের পাও ভালবাসা আছে? ঘূর্ণী মেঘ কতটুকু গেলে পাও সমুদ্র জল। আমাদের চোখ তারো চেয়ে কাছে!



৩.

আমার হাতে দেয়নি তুলে নীল ময়ূরী নথ

তাহার সাথে নিত্য আমার মিথ্যে বেচাকেনা

হলদিঘাটের হাটে আবার নতুন পরিচয়

তাহার সাথে মন পাতানোর মিথ্যে জোরাজুরি।



আমার ভাল লাগছেনা আবার ভাল লাগছেনা।



৪.

তোমার চক্ষু আমায় চেনেনি এমন কখনো হবেনা

কয়েক লক্ষ ভীড়ের মাঝে

যুদ্ধাহত বীরের মাঝে

অথবা ঠিক শান্ত মিছিলে

ধীর পায়ে যারা হাঁটে

তাদের মাঝে তোমার চোখের

আমায় না চেনা হবেনা।

ছেড়ে যেতে চাও বহুদূর যাবে

খুব ভাল থাকা হবেনা

তোমার চক্ষু আমায় না চিনে কখনোই ভাল রবেনা।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫

সোহাগ সকাল বলেছেন: প্রথমেই আমার নাম দেখিতে পাইয়া পুলকিত হইলাম।

প্রথম ভালোলাগা।। :)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা! ধন্যবাদ।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

কস্কি বলেছেন: হয় নাই!!

প্রথম প্লাস আমি দিয়াই ভাগিয়াছি!!



:)

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মাহী ফ্লোরা বলেছেন: তাই!

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

তাসজিদ বলেছেন: কবিতা পড়লে আমার মন খারাপ হয়ে যায়।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মাহী ফ্লোরা বলেছেন: হু!

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগলো কবিতাটা :)

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মাহী ফ্লোরা বলেছেন: :)

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

িনহাজ রিমন বলেছেন: আমি কতদিন তার মুখ দেখিনি
স্বপ্নেরো আগে কেন আমার প্রিয়?
এমন দুরত্ব মেঘ আকাশে না দিও
এমন দুরত্ব মেঘ আকাশে না দিও।
ভালা লাগা রইলো।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

সায়েম মুন বলেছেন: ১ আর ৪ খুব ভাল লাগছে। বাকী কটাও সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

অপু তানভীর বলেছেন: কত দূরত্বে গেলে টের পাও ভালবাসা আছে? ঘূর্ণী মেঘ কতটুকু গেলে পাও সমুদ্র জল। আমাদের চোখ তারো চেয়ে কাছে!

আহা ! আহা !!
আমাদের চোখ তারো চেয়ে কাছে !!

:) :)

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মাহী ফ্লোরা বলেছেন: আমাদের চোখ তারো চেয়ে কাছে! :)

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

শিপন মোল্লা বলেছেন: চমৎকার।
+++

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

জোবায়ের নিয়ন বলেছেন: ২ আর ৪ এ ভাল লাগাটা একটু বেশিই রইলো। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

শেরজা তপন বলেছেন: পুরোটই দারুন -তবে এইটুকু বেশী মনে ধরল 'কত দূরত্বে গেলে টের পাও ভালবাসা আছে? ঘূর্ণী মেঘ কতটুকু গেলে পাও সমুদ্র জল। আমাদের চোখ তারো চেয়ে কাছে!'

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইলো।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লাগছে

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রথমটা বেশি ++ সবগুলোই সুন্দর আপু... কবিতা গুলো মনখারাপ করে দিল...

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫

উপপাদ্য বলেছেন: বেশি বেশি সিরাম হৈছে

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০২

মাহী ফ্লোরা বলেছেন: বেশি বেশি থেঙকু।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগা

২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৮

মাহী ফ্লোরা বলেছেন: thank u so much

১৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুই টা বেশি ভাল লেগেছে , অন্য গুলিও ।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৯

মাহী ফ্লোরা বলেছেন: accha!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.