নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

এই বৈশাখ

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪



১.

তোমাকে নেশায় পেয়েছে। তুমি দেখছো এ চৈত্র ক্যামন মাতাল রসের মতন সারাদিন। তোমাকে টেনে নিয়ে যায় তোমাকে টেনে নিয়ে গ্যাছে বৈশাখের কাছে। তুমিও কি আর ভাল আছো!



যতক্ষন তোমার কাছে বিদ্রোহ আসেনি। না বিদ্রোহ না বিদেহী অনুশাষন। তুমি প্রজন্ম থেকে প্রজন্মের দিকে গ্যাছো। বর্ষ থেকে বরষার দিকে।

একদিন পল্লবে আমরাই জনতা। বিচ্ছেদের কাছে হাঁটু গেড়ে বসে যাই। ভুলে যাই বিচারের দাবি তুলে সমস্ত ভালবাসা একত্র করে তুমি কেঁদেছো।

ভুলে গেছি আজ চৈত্রের শেষে তুমিও কি আর ভালো আছো!



কি এমন আহবানে এসেছে নতুন বৈশাখ। তিনদিন তিনরাত্রি পরে যদি মেঘেদের না চাওয়া থেকে ঝড় আসে, শুধু ঝড়। এ বৈশাখে তুমিতো জানোই কি এমন আর হবে যতটা হয়েছে তার থেকে কি এমন আর বেশি? তোমাকে দূরেই রাখে সমস্ত জল আর শান্তি থেকে। কতদিন ধরে তোমাকে বলেনি নতুন সকাল আসে। যত জরা আর কষ্টের পরে ক্লান্তির পরে। তুমিও কি আর ভাল থাকো যখন তোমার থেকে বিদেহী মানবতা যায় দূরে সরে!



কেউ কেউ জানে তোমাকে নেশায় পেয়ে গেলে শুকনো নদীতে ওঠে জনতার ঢেউ!



২.



ভুলে যাই পাখিবিশ্বাসে। বিষন্ন বটের গুড়ির মত চৈত্রের এই দিনকাল। আগুনের ঘুম সারাদিন কৃষ্ণচূড়া ফুল। আজ বিকেলে ডাকছো নদী। গ্রীক দেবী ইশতার আরো কত নাম! সৌন্দর্য্য পুড়িয়ে গেল ভুলো দুটি চোখ ।



তুমিও কি মেঘনিশি সারা সংসারে?



আগুনের ফুল গুঁজে বুকপকেটে জলের পথে খোঁজো ব্যাচেলর মেস। প্রশ্নে প্রশ্নে প্রেয়সীর হাত। পুড়ে যাচ্ছো চৈত্রে।

ভুলে যাই ভালবাসা তোমাকে পুড়িয়ে দিচ্ছে প্রেম প্রসন্নতায়!

মন্তব্য ২১ টি রেটিং +১২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন:
তুমিও কি মেঘনিশি সারা সংসারে?


সুন্দর!

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

আমিনুর রহমান বলেছেন:

সুন্দর +++

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ++

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি ৩য় ভাল লাগা।

কেউ কেউ জানে তোমাকে নেশায় পেয়ে গেলে শুকনো নদীতে ওঠে জনতার ঢেউ! সুন্দর।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

shfikul বলেছেন: ভালো লেগেছে।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

সোহাগ সকাল বলেছেন: কেউ কেউ জানে তোমাকে নেশায় পেয়ে গেলে শুকনো নদীতে ওঠে জনতার ঢেউ!

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

আশিক মাসুম বলেছেন: অসাধারন __+++

৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

শোশমিতা বলেছেন: সুন্দর!

শুভ নববর্ষ আপু :)
কেমন আছো?

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

সায়েম মুন বলেছেন: বিষন্ন বটের গুড়ির মত চৈত্রের এই দিনকাল।---এই একটা লাইন মোহগ্রস্থ করে রাখে। বাকীগুলো নাইবা বললাম কবি। ভাল থাকুন। লেখায় থাকুন।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর, কবি।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক সুন্দর লিখা আপুনি :)

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর!

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: বিষণ্ণতা ! সুন্দর !

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

নস্টালজিক বলেছেন: পাখিবিশ্বাস! সুন্দর কথাটা!

মানে কি?


শুভেচ্ছা নিরন্তর, ফ্লোরা!

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ফারিয়া বলেছেন: অনেক ভালো লাগলো! :)

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

রাতুল_শাহ বলেছেন: ভাল লাগলো জি আপা।

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

কয়েস সামী বলেছেন: +++

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মুনসী১৬১২ বলেছেন: শুভ কবিতা

২০| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

হুপফূলফরইভার বলেছেন: যথারীতি আগের মতই শব্দব্যাঞ্জনায় কিছু অদ্ভুতরকমের ডুবিয়ে রাখা সুন্দর শব্দযোজনে মোহিত করেছেন কবি!

আরো কিছু দিয়ে গেলাম: 'চৈত্রের দাহকালেও ম্যাসবাসী কেউ কেউ বুকপকেটে গুজে রাখে একটা আস্ত কুটকুটে লাল বুনোফূল! সে চৈত্রেই হোক, হোক ভরা বর্ষায় সেইসবের কি আর খোজ রাখে কেউ?'

২১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

শাহেদ খান বলেছেন:

কেউ কেউ জানে তোমাকে নেশায় পেয়ে গেলে শুকনো নদীতে ওঠে জনতার ঢেউ!

দারুণ !

২য়টাতেও ভাল লাগা !

[** "ইশতার" গ্রীক দেবী না তো। মেসোপটেমিয়া সভ্যতার (সুমেরীয়-ব্যবিলনীয়) দেবী ছিল !]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.