নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

সারাবেলা বন্ধ জানালা

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১৮

গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে। হিমুর মন খারাপ। শুধু খারাপ বললে কম ই বলা হয়। মরে যেতে ইচ্ছে করছে। ছেলে মানুষের মন খারাপের কথা কাওকে বলতে নেই। এটাই নিয়ম। নিয়ম ভঙ্গ করে হিমুর সবাইকে ডেকে ডেকে বলতে ইচ্ছে করছে আমার মন খারাপ। আমার খুব মন খারাপ।

ছোট রুমটার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বই।

হিমুর একসময় বই পড়তে ভাল লাগতো। নেশা ছিল একটাই। নতুন বই এর ভেতর নাক গুঁজে বসে থাকা। শ্যামা দেখে খুব হাসতো। আর কদিন পর পরই নতুন বই কিনে এনে হাতে ধরিয়ে দিত হিমুর এই পাগলামীটা দেখার জন্য। শ্যামা একটা পাখির নাম। হ্যা পাখিই তো। শ্যামার শুধু ডানাই ছিলনা। তবুওতো তাকে সমগ্র পাখির প্রতিক হিসেবেই হিমু দেখেছে আজীবন। অবশ্য আজীবন বললে খুব বড় বড় শোনায়। তার আর বয়স কত!

ঠিক আজকের মত তার মন খারাপ গত দু বছর আগে একবার হয়েছিল। প্রচন্ড খেটে খুটে পরীক্ষা দেবার পর যখন হিমুর মেডিকেলে চান্স হলনা।

আর এখন যে সে মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র এতেও হিমু অবাক হয়না। সে সময় পুরো একটা বছর হিমুকে সাহস জুগিয়ে গেছে শ্যামা। সেই পাখিটা। সেই মিষ্টি পাখিটাই শ্যামা।

আব্বু তো সরাসরিই বলেছিলো তোমাকে দিয়ে হবেনা। ভার্সিটি তে ভর্তি হয়ে যাও। পরের বার ট্রাই করবা না হলে দরকার নাই। কিন্তু হিমুর জেদ ছিল। হিমুর এখনো মনে হয় ডাক্তারের অবহেলাতেই মারা গেছে তার মা।



বৃষ্টির ছাঁট আসছিলো জানালা দিয়ে। হিমু উঠে গিয়ে কাঠের পাল্লাটা শক্ত করে লাগালো। এ ঘরে আর বৃষ্টি নাই আসুক। আজ হিমু কাঁদবে। খুব কাঁদবে। এ কান্নার কথা কোনদিন কাওকে বলা যাবেনা্ কারন পুরুষ মানুষের কাঁদতে নেই। এটাও নিয়মের বাইরে!



আচ্ছা হিমু কি সত্যিই এই দিনটির কথা জানতোনা? এরকম একটা দিন আসবে। খুব অপেক্ষাও কি ছিলনা তার গোপন মনে?

গত রাতে শ্যামার বিয়ে হয়েছে। খুব খাটুনি গেছে হিমুর। মন খারাপ করার সময় ও পায়নি। এই যে এখন তার শ্যামার জন্য মন খারাপ। খুব আদর করে একটা পাখি বলে শ্যামাকে ভাবছে এই ভাবনাটার কথা হিমু কোনদিন বলতেই পারেনি। তাহলে আর এর চে বেশি কি হত!

হিমুরা যেদিন প্রথম এই বাসায় আসে সে সময় গুলো ছিল অন্যরকম। হিমু ছটফটে এক কিশোর। চার বছরের বড় শ্যামাকে দেখেই সে আম্মু আব্বুর সামনে বলেছিলো, এই যে শোনো, আমি এত সুন্দরী কাউকে আপনি বলতে পারবোনা। আপুও বলতে পারবোনা। আচ্ছা আম্মু বলতো, বিয়েতে শুধু ছেলেরা বড় হবে আর মেয়েরা ছোট এরকম কেন?

আব্বু হাসতে হাসতে উঠে গিয়েছিলো। আর আম্মু বলেছিলো, মার খাবি হিমু। এসব কি!



হিমু ছড়ানো বই গুলোকে গুছিয়ে গুছিয়ে কাছে টানতে গিয়ে টের পেল শ্যামা তাকে দূর্দান্ত ভারী একটা জীবন দিয়ে গেছে! বিকেলে রিভোট্রিলের একটা পাতা নিয়ে এসেছে। সে জানে মাত্র দশটা ঘুমের ওষুধ খেয়ে কেও মরেনা। তবু কেন যেন তার সাহস হচ্ছেনা। অথচ শ্যামাকে জানানো খুব জরুরী তার জন্য মরে যেতে ইচ্ছে করছে আজ হিমুর।



কোন একটা উপন্যাসে হিমু পড়েছিলো মৃত্যুর আগে মানুষের চোখ নাকি চকচক করে ওঠে যদি সে মাতাল হয়! যখন সে ঘুমে ঢলে পড়বে তখন তার চোখ চকচক করবেনা, যদিও সে মাতাল ঘুমে তখন। আব্বু কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে যখন শুনবে। আর আম্মুকে যেদিন মাটি দিয়ে এলো হিমু ,সেদিনের পর থেকে সে অসংখ্য বার স্বপ্নে দেখেছে সে মরে গেছে। আর আব্বু ব্যাকুল হয়ে তার খাটিয়া ধরে কাঁদছে। স্বপ্নটা সে যতবার দেখেছে ততবারগলার কাছে প্রচন্ড কান্না নিয়ে তার ঘুম ভাঙে। আব্বুর জন্য প্রচন্ড কষ্ট হয়।

আচ্ছা! মৃত্যুর পরে যদি সত্যিই জগত থাকে তবে আম্মুর তো খুশিই হবার কথা। ওহ কি যে সব ভাবছে হিমু। এলোমেলো হয়ে যাচ্ছে সব।



শ্যামা কি তার ছিমছিমে পাখির মত শরীরটা নিয়ে উড়ে আসবে তার কাছে? কোলের উপর মাথাটা তুলে নিয়ে নায়িকাদের মত বলবে তুই এত বোকা কেন হিমু?

নাহ নায়িকারা এভাবে বলেনা। নায়িকারা বলে আমাকে ছেড়ে তুমি যেতে পারোনা। কিছুতেই যেতে পারোনা।

গতকাল রাতেই কি হিমুর উচিত ছিল না সমস্ত হলুদের ফুল ছিঁড়ে ফেলে দেয়া? কেন শ্যামা সাজবে্ কেন শ্যামা অন্যের জন্য হলুদের পিঁড়িতে বসে থাকবে লজ্জা লজ্জা মুখ নিয়ে!

কেন শ্যামার মনে হলনা সেদিনের কথা? আঠারো তম জন্মদিনে যখন শ্যামা এসে হেলান দিয়ে টেবিলের ওপাশে দাঁড়িয়ে ছিল। আর জিজ্ঞেস করলো হিমু আমার কাছে কি চাস বল? হিমু বসে বসে তখন তার হাতটা ধরে বলেছিলো শুধু চাই তুমি আমাকে বলো, হিমু আমার জন্য একশো একটা নীলপদ্ম এনে দাও!



শ্যামা হাত ছাড়িয়ে খিল খিল করে হেসে গড়িয়ে গেল আর বললো তোর পাগলামী কমবেনা হিমু?



ঠিক আছে তখন না হয় পাগলামীই ছিল। আর গত দুটো বছর যে হিমু উন্মাদের মত ভেতরে লালন করছে বয়সে বড় এই মেয়েটির জন্য অসম্ভব ভালবাসা, সে কিছু না? এর জন্য কি শ্যামার মমত্ব দায়ী না? এত কেয়ার কোন মানুষ করে?

হিমু যখন এক সপ্তাহ আগে শ্যামাকে গিয়ে বললো, তুমি আমাকে বোঝো? তোকে আমি বুঝি হিমু। বলেই চুলগুলো এলোমেলো করে দিলো শ্যামা। হিমু খেপে গিয়ে বললো এটা কি হল? আমি কেবল চুল আঁচড়িয়ে ভদ্র হয়ে তোমার সামনে এলাম! শ্যামা খুব হাসলো।

তুমি আমাকে কচু বোঝো শ্যামা পাখি। তুমি বুঝলে আমার একা হয়ে যাওয়ার কষ্ট টা টের পেতে। কেন বোঝো বলে বড়াই দেখালে।

কিছুই বোঝোনা আমাকে।



হাতে এক গাদা স্লিপিং পিল নিয়ে বসে থাকার মজাই আলাদা। এমনিতেই ঘোর ঘোর লাগে। স্টিরিওতে খুব জোরে জোরে বাজছে, চলে যদি যাবি দূরে স্বার্থপর,আমাকে কেন জোছনা দেখালি...

হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি!



বাইরে এখনো বৃষ্টি হচ্ছে! খুব বৃষ্টি!





মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

রাইসুল সাগর বলেছেন: আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা
অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা!
তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া
সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা।

তোমার কথাই তোমাকে দিলাম ফিরিয়ে। শুভকামনা নিরন্তর।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মাহী ফ্লোরা বলেছেন: এটা ব্লগার মহাবিশ্বের লেখা আমার জন্মদিনে পাওয়া অন্যতম সেরা গিফট!

ধন্যবাদ!

২| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রথম লাইক দিতে পেরে ভাল লাগছে।

০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

মাহী ফ্লোরা বলেছেন: হা হা !

৩| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:০০

রোজেল০০৭ বলেছেন: ২য় ভালো লাগা।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১০

মাহী ফ্লোরা বলেছেন: thanks!

৪| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৪৯

হাসান মাহবুব বলেছেন: বেশি ভালো লাগে নাই। অভ্যাসবশত প্লাস দিয়া ফেলসি।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৩

মাহী ফ্লোরা বলেছেন: হা হা! গল্পটি লেখার সময় মাথায় রাখতে হয়েছে পাঠ করার ব্যাপারটা। একটা রেডিও তে গল্প টি পড়া হবে হামা!

প্লাস ফেরত দিমুনাআআআআআআআ! :P

৫| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:০১

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো ! ছটফটে হিমুর গল্প ! পুরুষ মানুষের কান্না করা এবং আরেকজন দেখা ফেলাটা বোধ হয় অনেকের কাছেই লজ্জার লাগে তাই তারা কমই কাঁদে মনে হয় ।

শুভেচ্ছা রইলো

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৪

মাহী ফ্লোরা বলেছেন: thanks roilo!

৬| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৩৯

সায়েম মুন বলেছেন: রিভোট্রিল খেতে হবে। আমারও গত কদিন ঘুম হচ্ছে না ঠিক মত। মুখটা দেখতে তালপাতার মত হয়েছে। আমি অবশ্য ঘুমের ঔষধ বলতে আর একটা ট্যাবলেট বুঝি। টানা কিছুদিন খেয়েছিলাম। নাম বলবো না। কিছু মেয়ে খুব বদমেজাজী। সোয়ামী/ প্রেমিকের সাথে রাগ করে এক পাতা গিলে ফেলে লঙ্কাকান্ড ঘটিয়ে ফেলে। সম্প্রতি এরকম একটা ঘটনা শুনেছি বলে কথাটা বলে ফেললাম। এত কিছু ফাউল কথার ভীরে আসল কথাটাই বলা হয়নি। গল্প তেমন একটা জমলো না। :/

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৫

মাহী ফ্লোরা বলেছেন: গল্প কি বরফ যে জম্বে? :-P

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: হিমু'র গপ মোটামোটি লাগছে

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: গল্পটা ভালো লেগেছে আপু। প্লাস দিলাম।

" ছেলে মানুষের মন খারাপের কথা কাউকে বলতে নেই। এটাই নিয়ম।"

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ রইল!

৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৩৮

শাহেদ খান বলেছেন: গল্পের কোথাও এসে মাহী'র টাইপের একটা চমক পাবো আশা করেছিলাম ! এক্সপেক্টেশন বাড়ানো'টা লেখকেরই দোষ, পাঠকের না !

কাহিনী যেমনই হোক, লেখার স্টাইল যথারীতি ভাল লাগার। :)

আরেকটা কথা, ছেলেদের এটা করা যাবে না, ওটা বলা যাবে না - এতসব নিয়ম কে বানালো? মন খারাপও কাওকে বলা যাবে না? আমি তো এখন দেখি মানুষজন ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে পর্যন্ত বসে থাকে ! :P

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:২৮

মাহী ফ্লোরা বলেছেন: জি না কোন চমক নাই! plain golpo. golper hat e porar jonno lekha shahed!

cheleder eta kora jabena ota kora jabena eta himu vabche ami na. huh! :-P

১০| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:২৬

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ছেলেরা চোখের পানি দেখতে দিতে চায় না, কথা সত্য।

আপনার গল্পের হিমুর চরিত্রের অস্থির রূপ দেখা যাচ্ছে। সামাজিক বাধার কারণে অনেক ভাল লাগা অঙ্কুরেই বিনষ্ট হয়।

খুব এলোমেলো মন্তব্য করলাম।

যাই হোক, ভাল লাগল আপনার পোস্ট।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪০

নস্টালজিক বলেছেন: গল্প কথন সুন্দর!

রেডিওতে পাঠ করলে চমৎকার লাগার কথা! ভালো কেউ পাঠ করলে, পাঠিয়ে দিও! শুনবো!


শুভেচ্ছা, ফ্লোরা!

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: গল্প টা পড়া হয়ে গেছে শেরা! আমি রেকরড টা পেলে আপনাকে দিব।

১২| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৩০

মুনসী১৬১২ বলেছেন: সাদামাঠা সুন্দর

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

মাহী ফ্লোরা বলেছেন: :)

১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: সাদামাঠা স্বর্ণলতার হঠাৎ অগোছালো সাহসে মন ছুঁয়ে দেওয়া!

ভালো লাগল।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মাহী ফ্লোরা বলেছেন: :)

১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:২৬

মামুন রশিদ বলেছেন: তবু ভালো মাহীফ্লোরার একটা গল্প পেলাম অনেকদিন পর । হিমু'র দুঃখ যদিও খুব একটা মন ছুঁয়ে যায়নি ।

প্লাস+

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নীরব 009 বলেছেন: চলে যদি যাবি দূরে স্বার্থপর,আমাকে কেন জোছনা দেখালি...
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি!

:)

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মাহী ফ্লোরা বলেছেন: :)

১৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:১০

শশী হিমু বলেছেন: গল্পটা কী আমাকে নিয়া লেখা? :!> :!>

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: :#> :#>

১৭| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগলো ।ভালো থাকুন আপু ।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ আপু।

১৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


অনেক ভালো লাগ্ল আপি :) ...

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: thank u apu.:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.