নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

ওহে গুলঞ্চ শীত দেখো উত্তরে বইছে কেমন ঊনপঞ্চাশ বায়ু...

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১



১।

পথে কত অদ্ভুত চিত্র দেখি আট রাজহাঁস উল্টো ঝুলে পার হয় রাজপথ, মাথায় আয়না বেঁধে ঘোরে মাঝ বয়সি পুরুষ, অফিসে অফিসে চিত্রা আলোচ্য হলে মর্ত্যে নেমে আসে স্নান রতি বিজয়িনী!



২।

কেন আমি দূরে সরে যাই আনন্দতা তোমাকে ডুবিয়ে রাখি সরোবরে..

তারপর ক্রমে দূরে সরে যাই। আনন্দতা আমার কোমল কষ্টেরা আর রঙীন প্রবল ভুল একই রকম, একই রকম জানো? কেঁপে কেঁপে উঠি। শেষাবধি ভুলগুলো ভুলই রয়ে গেলো...



৩।

ছোট্ট কবিতার মত হঠাত্‍ কোন চিঠি চলেই আসে। সাইবেরিয়ায় খুব শীত। অথচ এবার নাকি আর আসছেনা কোন অতিথি পাখি!



সব প্রেম সমুদ্রে গেলে জলজ গাছেরা মৈনাক। থাক এভাবেই প্রেমেরা বেঁচে থাক নীল মাছি হয়ে।



হঠাত্‍ হঠাত্‍ কোন ছুটির সকালে গতকালের না পড়া চিঠিটা পড়লে বুঝতে পারি প্রেম ছিল আশেপাশের সরু গলিতে। মুখ ফিরিয়ে আছি। কাছাকাছি তবু প্রেম ছিল আছে থাকে!

অতীতের প্রেম অতিথি পাখি...



৪।

এ শহরে জন্ম নেবে নয়নতারা





বহুবার অলিগলির মুখগুলো বন্ধ হয়েছে স্বশরীরে। চোখ বন্ধ করলেই আমি দেখতাম অতীত। আমার যে অংশ পুড়ে গেছে আগুনে! মিছিলে মিছিলে এক রাতে। আমাকে বিছিয়ে দিলে পথ আমি শপথ নিয়েছি। উড়ে গেছি। তারপর এক মসজিদে বসে আমাকে বলেছে আমার বাবা ,খুন হয়ে গেছে তোর ছেলে, মরে গেছি আমি। রেলগেটের মাথার উপর তখন এক নীল রাত! ডুমো মাছি তারা হয়ে গেছে। তারারা ফুল!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

ধূর্ত উঁই বলেছেন: মোটামুটি লাগলো

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫

মাহী ফ্লোরা বলেছেন: আমার ও ! /:)

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

শুকনোপাতা০০৭ বলেছেন: এই গো...এতো কঠিন লাগলো ক্যান?!! B:-) B:-)

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

মাহী ফ্লোরা বলেছেন: কেনু কট্টিন কেনু! :|

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

সকাল রয় বলেছেন:

সব প্রেম সমুদ্রে গেলে জলজ গাছেরা মৈনাক। থাক এভাবেই প্রেমেরা বেঁচে থাক নীল মাছি হয়ে।

কাব্যং পাঠনং!
বেশ ঝাঝালো!

আগামীর সাহিত্য বেশ কাঠখোট্টা হবে আশাকরি। সেই পুরানা কালের মতো।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

মাহী ফ্লোরা বলেছেন: তাহলে আর নতুন কি হল? সেই পুরানা কাল ই চলিতেছে হয়ত।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭

সকাল রয় বলেছেন:
নতুন থেকেই পুরোনো আর সেই পুরনেোই নতুন


মনে পড়ে সেই পুরোনো লা্ইন

চলিতে চলিতে তার চলা হলো ভার
মাথাটি কাটিয়া দিলে চলিবে্ আবার

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০

সায়েম মুন বলেছেন: কয় দিন ধরে দাঁতের বেদনায় কাতর। আপনের কবিতা পড়তে গিয়ে বেদনা হয়ে গেল পাথর। :P

ক্যামনাছেন কবি?

ইদানীং আসেন আর পোস্ট দিয়ে কিছু দিন লাপাত্তা। #:-S

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: তিন নম্বরটা সবচেয়ে ভালো লাগলো।

শুভ শীতদুপুর।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শিরোনামটা বেশ চমৎকার হয়েছে। যদিও শিরোনামের অর্থটা ঠিক পরিষ্কার ভাবে বুঝি নি আপু।

আমার কাছে সবগুলো ভালো লেগেছে। তবে জোরে জোরে পড়ে আরাম পেয়েছি ৩ নাম্বারটায়।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
'আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায়
আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়
আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে...।।''

শিরোনাম দেখেই অনুপম রয়ের এই গান মনে পড়লো :)

৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে, ৩,৪ বেশি ভালো লাগছে

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সোনালী ডানার চিল বলেছেন:

দারুনকথন!!

১১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

কালীদাস বলেছেন: এইবার শীত পড়ছে না ঢাকায়। এখনও ফ্যান চালাই :|

আমি আছি এজ ইউজাল দৌড়ের উপর। আপনি কেমন? এবারের বইমেলায় কোন বই বের হওয়ার কথা আছে? :)

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

মাহী ফ্লোরা বলেছেন: Thanku sobaike :)

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

তাসজিদ বলেছেন: ঢাকায় শীত নেই। :|| :|| :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.