নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

মেঘের মেয়ে

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

-কি করছো?এই শোনো, রাত্রিটাকে দেখো। আমাদের কান্নাগুলো এ অন্ধকারে কেমন বেতসলতার মত ঝুলছে!



কদিন ধরেই ঘুমের ভেতর এসে এই মেয়েটা জ্বালিয়ে যাচ্ছে গালিব কে। মেয়েটাকে সেদিন এক পশলা বৃষ্টির ভেতর থেকে উঠিয়ে আনা ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। এখন এই কৃতজ্ঞতা বোধের ঠেলায় তার সংসারে যখন তখন ঝামেলা হচ্ছে।সেদিন তো ঘুমের ঘোরে কি বলেছে না বলেছে নিতু সকাল বেলায় উঠেই ঝগড়া শুরু করে দিল।

-মেঘের মেয়েটা কে?

-জানিনাতো!

রাতে খুব তো ডাকছিলা

কি যন্ত্রনা! নিতুর সাথে তার গত চার বছরের সংসার। কখনো এমন হয়নি। মেয়েটা যখন তখন হানা দিচ্ছে। চেতন অবচেতনে আসে নানা রকম প্রশ্ন করে আর গভীর রাতে ঝিঁঝিঁর ডাকের মত একটানা হাসতে থাকে।



-এই জানো, আজ কি হলো? রোদ্দুর এসে আমাকে কেমন অবুঝ হয়ে খুব পোড়ালো! আমি কাঁদলাম, আমি পালিয়ে এলাম ঘর।

-মানে?

-এই যে তোমার একনিষ্ঠ ফুল ফোটা বাগানে!



মেয়েটার মাথা খারাপ সত্যি মাথা খারাপ।মেঘের মেয়েরা এমন হয় জানলে গালিব এই ভুল করতোনা। কখনো করতোনা। সেদিন বাড়ি ফেরার সময় কি কুক্ষণেই মেঘের মেয়েটাকে মাথায় করে এনেছিলো গালিব!



কিছু চরিত্র গালিব কে মাঝে মাঝে বিরক্ত করে এটা সত্য। খেতে বসলে গলার কাছে খাবার ঠেলে উঠতে থাকে। ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে ডালের বাটি। নিতু সামনে বসে খুব যত্ন করে খাওয়ায়। ইচ্ছে উচ্ছন্নে যাক। নিতু সামনে থাকে বলেই ডালের বাটি ছুঁড়ে ফেলা যায়না। এই যেমন ঘুম থেকে উঠতেই জানালার পাশে যে কাকটা এসে শুভ সকাল বলে যায় রোজ তার গলা টিপে ধরতে ইচ্ছে করছে ইদানীং।

সেদিন এসে কাকটা কি গম্ভীর হয়ে তাকে বললো, শহরে কি গরম পড়েছে দেখেছেন? কদিন ধরে ইচ্ছে করছে মাটির নিচে ঘর করে থাকি।আন্ডারগ্রাউন্ডে চলে যাই। এই হরতাল অবরোধে রোজ রোজ নিয়ম করে আর আপনার জানালায় আসতে ভাল লাগেনা। রাস্তার ওপারের শিমুল গাছটায় একটা কাকনী থাকতো, আপনার জানালা থেকে হাই হেলো বলতে সুবিধে হত। দুদিন ধরে আর দেখছিনা। দিনকাল যা হয়েছে কেউ ধরে টরে নিয়ে গেল কি না কে জানে! চলেই যাব বুঝছেন?

গালিবের ইচ্ছে করলো উঠে কাকটারে একটা চটকানা দিতে। চোখ কান বন্ধ করে তার আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছিলো ওদিকে কাকটা আপন মনে বকে যেতে লাগলো,বুঝলেন গালিব সাহেব সেদিন যে লুঙ্গিটা গোসল করার জন্য চেয়ে নিয়েছিলাম ওটার এক কোনা ছিঁড়ে গেছে, ঘরে তো আর বৌ নেই যে সেলাই টেলাই করে দেবে!এরকম একটানা বকবক শুনতে শুনতেই গালিব ঘুমিয়ে পড়তে পারে। কিন্তু এবার বিষয়টা খুব জটিল হয়ে যাচ্ছে। মেঘের মেয়েটা মনে হচ্ছে পণ করে আছে সঙসার না ভেঙে ছাড়বেনা। এমন হলেতো মুশকিল বাবা।



দুপুরের প্রখর রৌদ্র সেদিন হঠাৎ করে কালো হতে থাকে । ঝড়ো বাতাস আর মেঘে মেঘে হাওয়া। মেয়েটা কানের কাছে এসে ফিসফিস করে বলে,



-ধরো এখানে আমি নেই। আমার মত আর কেউ বৈরী বাতাস হয়ে গায়ে লাগছে!



গালিব জানে এই যে উঠতে বসতে মেয়েটা প্রজাপতির মত ছটফট করছে,তার এখন শব্দের তৃষ্ণা।শব্দে শব্দে মাতাল গন্ধ আর মেয়েটির ছবি হয়ে ওঠা। মেয়েটি এভাবে আসবে গালিব ভাবেনি। সামনে নিতুর ডায়রীটা পড়ে ছিল, এক ঝটকায় লিখে ফেলে প্রথম লাইনটা। মেঘের মেয়ে তোমার মনে মেঘ ঢেলেছো কত!...



মেয়েটা আর আসেনা। স্বপ্নের ভেতরও না। খুব অসহায় লাগে গালিবের। বিরক্তিটা এমন নেশায় টানবে তাকে কে জানতো।



গালিবের এই প্রথম খুব বলতে ইচ্ছে করছে,'' মেঘের মেয়ে, হেলায় এসব অবহেলা আর না করো..

আতরে আতরে গন্ধে গন্ধে! ''



মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

পাঠক১৯৭১ বলেছেন: পড়ে সময় নস্ট।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: আহারে বেচারা!

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে। চালিয়ে চান, আশা করি সামনে আরও সুন্দর সুন্দর লেখা পাব।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: চালিয়ে কোন দিকে যাব যদি একটু বলতেন! :#>

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আবজাব লিখতে হেব্বি মজা ;মাহী ফ্লোরা

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

মাহী ফ্লোরা বলেছেন: হু হেব্বি মজা! :P :P

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

পেন্সিল চোর বলেছেন: :| :| :|

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: :#) :#)

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

কালীদাস বলেছেন: আহ! কবি ফ্লুয়েন্টলি আবার গল্প টাইপ করা শুরু করেছেন :)
লাইকিট :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: নজর লাগাই দিছেন স্যার :!>

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিদের গল্পের ধরণই ভিন্ন, কিছু কিছু লাইন কবিতার মত।
গল্প ভাল্লাগছে।
ঝরঝরে বর্ণনা, মেদহীন। এইরকম বয়ানে গল্প ভালো লাগে।
আবার অনেক উপমাবিশিষ্ট গল্প ও।

শুভকামনা, কবি।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: এত্ত প্রশংসা করলা! এখন হজমি বড়ি লাগবে। B-))

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কবিতা কবিতা দোলা পুরো গল্পে । +

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: দোলাতেই চেয়েছিলাম। ধন্যবাদ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

সায়েম মুন বলেছেন: কবিতার মত করে লিখেছেন। মাঝারি প্রকৃতির লাইক ইট। #:-S

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: ইট টা দিয়া আমার মাথায় একটা বাড়ি দ্যানতো ! :-P

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

সোজা কথা বলেছেন: ভালোই লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

তাসজিদ বলেছেন: আপু, নিয়মিত সামুতে আসেন না কেন?

লেখায় +++++++++++++++++++++++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: আসতে ইচ্ছে হয় আসা হয়না। :(

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো আপু !

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লেগেছে। কবিতা গল্পের সমন্বয়ে দারুণ টেস্টি। সুন্দর +

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

হাসান মাহবুব বলেছেন: আবজাব লেখা মোটামুটি লাগলো।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: মোটামোটি থ্যাংকস তাইলে! :P

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: ভাল লাগল!!

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

আরাফাত হিমু বলেছেন: সুন্দর... সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ!

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন । সার্বিক সাফল্য কামনা করছি ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



অন্যরকম কেমন যেনো গল্পটা...!

ভালো লেগেছে!!
কবিতার গন্ধ গন্ধ মাখা গল্পের বেশভূষণে... :) দারুণ!

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ পাঠে।:)

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

কালোপরী বলেছেন: :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মাহী ফ্লোরা বলেছেন: :)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

ইখতামিন বলেছেন:
মেঘের মেয়ে, হেলায় এসব অবহেলা আর না করো.. নতুন লেখা পোস্ট করো..

নতুন পোস্ট কই ? :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

মাহী ফ্লোরা বলেছেন: শুভ দিন দেখে দিয়া দিমু একটা পুষ্ট! :P

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

অরুদ্ধ সকাল বলেছেন:
দেখিবার সাধ জাগে উহারে..

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মাহী ফ্লোরা বলেছেন: দেখা যায় তো!

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মুনেম আহমেদ বলেছেন: হয়তো উচ্চশ্রেনীর লিখা। তাই সাধারন পাঠক হয়ে মজা পেলাম না :D

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

মাহী ফ্লোরা বলেছেন: খুবই নিম্নমানের লেখা আপনি অসাধারন পাঠক তাই মজা পেলেন না! :D

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগে কোন দিন পড়েছি কি না মনে পড়ছে না । তবে আজ ভালই লাগল। ভাল লাগা রইল।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

মাহী ফ্লোরা বলেছেন: শুনে খুশি হলাম। ধন্যবাদ।

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

আমিনুল ইসলাম বলেছেন: সুন্দর

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.