নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

তুমি নেই। কদমে লেগে আছে কদমের রেনু...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬



১.

তোমার মুখটাকে ঐ রাস্তার মোড়ে ফেলে এলে ছন্দা! এভাবে মুখ রেখে কেউ ঘোরে? মুখে মুখে তর্ক করে? যেদিন থেকে তোমার বৃষ্টি ভাল লাগে সেদিন থেকেই আকাশ মাটি জল বড্ড কোলাহলে পুরুষ হয়ে গেল। তবুতো ধুলো বালি কাদা কত কিছু লেগে থাকে ছন্দা! তোমার মুখ গড়াগড়ি খায়, তুমি হেঁটে চলে গেলে সারা বিশ্বে দেখা যায় ইচ্ছেমন্দা, কখনো কখনো বৃষ্টিও হয়...







২.

আমিতো জানতাম, আমাকে জানিয়েছিলো বুকখোলা ধারালো এক গ্রাম, পথ পেয়ে গেছে যদি বিষন্ন দুটি পা, তারা হেঁটেছিলো ছলছল ভীরু নদীটির পার ঘেষে, নদীটা গ্রামের হাতে ভার দিয়েছিলো তার, আর যতসব মাছেরা, মাঝে মাঝে তারা জল মরে গেলে, কড়ির অতিথি, সর্ষে ক্ষেতের ভেতর যেদিন, যেসব অসময় আমি আমাকে দিয়ে হাঁটছিলাম, আমাকে জানিয়েছিলো এক গ্রাম, তুমি পাতা কাঁপানো দুঃখী একটি পাখি!



৩.

শেষ চিহ্নে তাঁকে আর খুঁজলাম না। যদি দেখি হারিয়ে গেছে!



প্রেম শেষে পাতে পড়ে থাকে কিছু উচ্ছিষ্ট হাড়। চোখ বন্ধ করো। দূর্বার আনন্দ করো। তোমাকে যেন দেখতে না হয় বারবার, প্রেম শেষ হয়ে যায়।

তোমার আক্ষেপ হয়। তুমি চিরে যেতে থাকো কাঠ করাতের হাতে। তোমাকে স্বপ্ন দেখায় কোনো সত্যিকারের শিশু, তোমাকে স্বপ্ন কাঁদায় অন্ধকারের রাতে।

তুমি ডুকরে কাঁদো, তোমার চোখে চোখ রেখে হাসে রেলিঙে বসা দাঁড়কাক। তুমিতো জানতে যে শিশুটিকে গলাচাপা দিলে তার ইতিহাস চাপা পড়ে গেছে। মাছরাঙাটির ঠোঁটে আছে কিছু, থাক!





মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩

বেলা শেষে বলেছেন: তুমি নেই। কদমে লেগে আছে কদমের রেনু...
ভালো লেগেছে....

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রেম শেষে পাতে পড়ে থাকে কিছু উচ্ছিষ্ট হাড়।

খুব সুন্দর।

ফাগুন শুভেচ্ছা, কবি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

মাহী ফ্লোরা বলেছেন: প্রতিশুভেচ্ছা দূর্জয়কেও।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুক্তগদ্য খুবই ভালো লাগল! ফাল্গুনের শুভেচ্ছা রইল আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

মাহী ফ্লোরা বলেছেন: ভাল থাকবেন কাল্পনিক ভালবাসা আপু। শুভেচ্ছা।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৪

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ভাল লাগা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: :)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

সকাল রয় বলেছেন:

প্রথমটা সবটাই ভালো লাগলো বুঝতে পেলাম বলে
তবে হঠাৎ আটকে গেলাম-আকাশ মাটি জল বড্ড কোলাহলে পুরুষ হয়ে গেল। :(

আবার থেমে গেলাম-সর্ষে ক্ষেতের ভেতর যেদিন, যেসব অসময় আমি আমাকে দিয়ে হাঁটছিলাম,


আমি মনে হয় বেবুঝ পাঠক। কিছুতেই মেলাতে পারিনা। কবি বলবেন অত কিছু মেলাতে নেই! আমি মাথায় নিতে পারিনা- কবি বলবেন সব কিছু মাথায় নিতে নেই। কবি ভাবলেন এ পাঠক অকারণ!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: হা হা কবি ভাবলেন এ পাঠক অকারণ!....

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

এম মশিউর বলেছেন: কি পড়লাম বুঝলাম না; তবে পড়তে বেশ ভালো লাগছিল।
ধীরে ধীরে দুইবার পড়লাম। অনেক উচ্চমার্গীয় লেখা। B:-)


জটিল বিষয়গুলো কেন জানি মাথায় ঢোকে না। :-B

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: তাই!

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

উজবুক ইশতি বলেছেন: তুমি ডুকরে কাঁদো, তোমার চোখে চোখ রেখে হাসে রেলিঙে বসা দাঁড়কাক। তুমিতো জানতে যে শিশুটিকে গলাচাপা দিলে তার ইতিহাস চাপা পড়ে গেছে। মাছরাঙাটির ঠোঁটে আছে কিছু, থাক!
খুব ভালো লাগল পড়ে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এই মেয়ে ! এত সুন্দর কি করে লেখো ! :#>

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

মাহী ফ্লোরা বলেছেন: এইটা কি বললা! :#>

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

বশর সিদ্দিকী বলেছেন: আসলেই খুব সুন্দর করে লিখেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

মাহী ফ্লোরা বলেছেন: কথা সত্য! :P

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৬

রাসেলহাসান বলেছেন: ভ্যালেন্টাইন শুভেচ্ছা!
খুব ভালো হয়েছ।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দুর্দান্ত লাগলো আপু , খাপখোলা !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: মাহী ফ্লোরা ,



সুন্দর ।
গ্রামের মাটির সোঁদা গন্ধমাখা লেখা ।

কিন্তু বলি ...... সে গ্রাম কি আছে এখোনও ? একখানা বুকখোলা ধারালো গ্রাম, পাশে বয়ে চলা ছলছল ভীরু নদীটি কোথা জানি যায়, আছে কি ? অসময়ে তার পাড় ঘেসে হলুদ সর্ষে ক্ষেতের আলপথ দিয়ে হাটে কি কেউ ? দেখে মাছেদের ?

কে জানে...! জানিনে বলেই কাঠ করাতের মতো চিরে চিরে যেতে হয়.... যেতে হয় দিগন্ত বরাবর ....

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

রূপা কর বলেছেন: তোমাকে স্বপ্ন দেখায় কোনো সত্যিকারের শিশু, তোমাকে স্বপ্ন কাঁদায় অন্ধকারের রাতে।
অসাধারন +++্

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

সঞ্জয় মুখার্জী বলেছেন: তুমি পাতা কাঁপানো দুঃখী একটি পাখি!

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে। আপনার লেখায় ভাবনারা গেঁথে যায়.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.