নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে এক আশ্চর্য জলপ্রপাত...

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

মাহী ফ্লোরা

আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!

মাহী ফ্লোরা › বিস্তারিত পোস্টঃ

হে কুয়াশা

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

হে কুয়াশা

এখন আমরা কেউ কারো নই বুঝতে
পারি;
নৌকোবিহীন শুকনো নদী-
হে কুয়াশা!
কেমন ছিল জলের কাছে আহাজারি?
এখন আমরা কেউ কারো নই
সাত টা বছর।
শীত পেরুলেই শীতের পাখি
হে কুয়াশা-
কোথায় পাবে? সামলে রাখো বুকের
ভেতর আরেকটু জোর!

এখন আমরা জোড়ামাছি
অন্ধকারে
এখন অতীত হামলে পড়ে
বারেবারে
হে কুয়াশা!

মন্তব্য ৬৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর কথাগুলো মন ছুঁয়ে গেল।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অতীত হারালে আর ফিরে না, এবারের কুয়াশায় যেরকম আছি পরের বার সেরকম থাকবো না ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ! :-)

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

মাহী ফ্লোরা বলেছেন: অতীত ফেরেনা আবার হামলে পড়ে। খুব মুশকিল। ধন্যবাদ পাঠে।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: Nice one. +

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২

হাসান মাহবুব বলেছেন: কুয়াশাবৃত সম্পর্কই ভালো। রহস্যময়। আটপৌরে প্রেম, সংসার, সঙ্গম, চুম্বন থেকে পালিয়ে গিয়ে কুয়াশায় নিজেকে সমর্পণ করে দেওয়াই যায়!

তো আপনার খবর কী? ভালো ছিলেন, আছেন?

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: শীতের আগমনী বার্তায় কুয়াশায় বানানো কবিতা ভাল লেগেছে ।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

মাহী ফ্লোরা বলেছেন: থ্যাংকিউ!

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

মাহী ফ্লোরা বলেছেন: আরেহ না সকল কিছু কুয়াশা হইবার আগে আটপৌরে প্রেম সংসার চুম্বন সঙ্গম জরুরী! নাইলে অতীত পাইবেন কই?

কেমনে কেমনে বছর চইলা গেল! আমি অবাক। ভীষণ অবাক।
আপনি ভাল ছিলেন?

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

মাহী ফ্লোরা বলেছেন: কুয়াশায় বানানো কবিতা নাকি কবিতায় বানানো কুয়াশা! থাক না হয় পড়ুক আরেকটু শীত। ধন্যবাদ!

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: কুয়াশায় বানানো কবিতা নাকি কবিতায় বানানো কুয়াশা! থাক না হয় পড়ুক আরেকটু শীত। ধন্যবাদ!

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: দু'টোই !!!

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ঠান্ডা!

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সময় অতীত হলেও স্মৃতির কুয়াশা হামলে পড়ে ।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩১

রুদ্র জাহেদ বলেছেন: হে কুয়াশা,
দারুণ ভালো লাগলো কবিতা।ভালো থাকুন সবসময় সুপ্রিয় কবি

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কেমন আছেন ?

কবিতায় ভাল লাগা রইলো।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

তিমিরবিলাসী বলেছেন: অন্যরকম লাগলো। +

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর। ভাল লাগল পড়ে।।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

ইমিনা বলেছেন: সহজ কথাগুলোতে জড়িয়ে আছে মুগ্ধতার আবেশ :)
অনেক ভালো লাগলো :) :)

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

নেক্সাস বলেছেন: ...................................

হে প্রিয় কবি মাহিফ্লোরা
কোন ভুবনে কয়েকটা দিন
গেছে কেটে হিম কুয়াশায়-
কেমন ছিল নির্লিপ্ত সময়
শূন্যতার ঘুমপোড়া ছাই
কেটে গেছে ধুসর দিন
মাহি ছাড়া সামহয়্যারইন।


আপনার কবিতা ভিন্ন রকম স্বাদ। সামহয়্যারইনের মননশীল পাঠক আপনাকে নিত্য আশা করে....

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

মেহবুবা বলেছেন: সম্পর্কের শীতলতা কুয়াশাময় ।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১

কবির ইয়াহু বলেছেন: এখন আমরা জোড়ামাছি অন্ধকারে
এখন অতীত হামলে পড়ে বারেবারে।

অন্যরকম ভাললাগা।।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

ভারসাম্য বলেছেন: কত দিন পর এবং যথারীতি সুন্দর!!!

কবিতাটির অর্থ বুঝি নি ভাল কিংবা বুঝেছি কুয়াশার মতই। কুয়াশাও সুন্দর। :D

+++++++++

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক অনেকদিন পর মাহি আপু!
আপনার কবিতা মানেই ভাল লাগা।

তো আপু আমাদের কবিতাকাগজ পয়ার। আসছে ফেব্রুয়ারিতে দ্বিতীয় সংখ্যা আসছে। আপনার পাঁচটা কবিতা দেন। চেষ্টা করব পাঁচটাই দিতে। নইলে তিনটা মাস্ট।
[email protected]

২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

নাতাশা মজুমদার বলেছেন: এখন আমরা জোড়ামাছি
অন্ধকারে
এখন অতীত হামলে পড়ে
বারেবারে।



দারুণ হয়েছে :)

২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

মাহী ফ্লোরা বলেছেন: মন্তব্য দেখি ডাবল! :-D

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

লেখোয়াড়. বলেছেন:
ভাল আছি।
ভাল ছিলেন?

আপনার কবিতায় সেই সুগন্ধই ছড়ালো!!

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

মাহী ফ্লোরা বলেছেন: খুব!

@মুন

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: হ্যা সেটাই ভাবছিলাম!

@ ডাঃ

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

মাহী ফ্লোরা বলেছেন: সুপ্রিয় রুদ্র ধন্যবাদ আপনাকে!

৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

মাহী ফ্লোরা বলেছেন: ভাল ভাল! :-D

আপনার খবর কি কান্ডারি?

৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

মাহী ফ্লোরা বলেছেন: অন্যরকম ধন্যবাদ!

@ তিমির

৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

মাহী ফ্লোরা বলেছেন: মায়াবী ছায়া! সুন্দর!

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

মাহী ফ্লোরা বলেছেন: মন্তব্যে ভালোলাগা! ইমিনা!

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: মাহী মাহী! বানানটা ভুইলা গেলে কেম্নে কি! দুঃখ লাগেনা আমার?
নেক্সাস! এত্ত সুন্দর ছড়া। কি খুশি লাগছে! :-D

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: হ্যা ঠিক তাই আপু। @ মেহবুবা

৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: ভালোলাগায় কৃতজ্ঞতা!
@ কবির

৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: বেশ! ধন্যবাদ...
@পথিক

৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

মাহী ফ্লোরা বলেছেন: না বুঝলে নাই আমার কি! হুহ! :-/
@ভারসাম্য

৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

মাহী ফ্লোরা বলেছেন: মাহী বানান ভুল লিখছেন ভাইয়া। ব্যথা লাগছে কিন্তু হু :-/
@সুপান্থ

৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ নাতাশা!

৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

মাহী ফ্লোরা বলেছেন: কোন সুগন্ধ! পুরনো? @ লেখোয়াড়

৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: ভালোলাগায় কৃতজ্ঞতা!
@ কবির

৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: হ্যা সেটাই ভাবছিলাম!

@ ডাঃ

৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: খুব!

@মুন

৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: সুপ্রিয় রুদ্র ধন্যবাদ আপনাকে!

৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: কুয়াশায় বানানো কবিতা নাকি কবিতায় বানানো কুয়াশা! থাক না হয় পড়ুক আরেকটু শীত। ধন্যবাদ!

৪৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: আরেহ না সকল কিছু কুয়াশা হইবার আগে আটপৌরে প্রেম সংসার চুম্বন সঙ্গম জরুরী! নাইলে অতীত পাইবেন কই?

কেমনে কেমনে বছর চইলা গেল! আমি অবাক। ভীষণ অবাক।
আপনি ভাল ছিলেন?

৫০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মাহী ফ্লোরা বলেছেন: অতীত ফেরেনা আবার হামলে পড়ে। খুব মুশকিল। ধন্যবাদ পাঠে।

৫১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

সুপান্থ সুরাহী বলেছেন: স্যরি ফর বানান ভুল। :)

৫২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

মাহী ফ্লোরা বলেছেন: হেহ হে :D

৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এখন আমরা জোড়ামাছি
অন্ধকারে
এখন অতীত হামলে পড়ে
বারেবারে
হে কুয়াশা

লাইনগুলো ভালো লেগেছে কবি

৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

কিরমানী লিটন বলেছেন: চমৎকার হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা, বিজয়ের শুভেচ্ছা রইলো প্রিয় মাহী ফ্লোরা...

৫৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

বর্ণিল হিমু বলেছেন: হে কুয়াশা
আমি নাইকো কারো আমি..... :)

৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধপাঠ! ভালো লাগলো।

৫৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

বাইতুল্লাহর মুসাফির বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ

৫৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ মজুমদার!

৫৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

মাহী ফ্লোরা বলেছেন: শুভেচ্ছা আপনাকেও লিটন!

৬০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০০

মাহী ফ্লোরা বলেছেন: আপনি নিজের আমি থাকেন হিমু!

৬১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ পাঠে হৃদয়।

৬২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

মাহী ফ্লোরা বলেছেন: ধন্যবাদ মুসাফির।

৬৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

মাহী ফ্লোরা বলেছেন: আপনি নিজের আমি থাকেন হিমু!

৬৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

মাহী ফ্লোরা বলেছেন: শুভেচ্ছা আপনাকেও লিটন!

৬৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ মজুমদার!

৬৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতা ভালো লেগেছে, নিয়মিত লিখবেন আশা করি। আমার এক বন্ধুর কাছে আপনার লেখার খুব প্রশংসা শুনেছি, অনুসরণে আছি, বেশী বেশী লেখা পাবার আশায়, আপনারর কাছ থেকে।

অটঃ প্রতিত্তর কমেন্টে কেন?

৬৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা বরাবর পড়ে, না বুঝে মুগ্ধতা জানাই; কারণ জানি ভাল লেগেছে, কেন ভাল লেগেছে তা বলতে পারি না।

ভাল থাকবেন।

৬৮| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: আপনি কি এখন আর সামুতে আসেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.