নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশাচ্ছন্ন রাত

নির্ঝরের স্বপ্নভঙ্গ

কালো কুয়াশা

জীবন সংক্ষিপ্ত। তাই প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণে রাখুন আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহন করুন।

কালো কুয়াশা › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসে কয়েকটি গানের লিরিক্স

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

সকলকে বাবা দিবসের শুভেচ্ছা। কয়েকটি প্রিয় গানের লিরিক্স দিলাম।



শিরোনামঃ বাবা
কন্ঠঃ জেমস
কথাঃ প্রিন্স মাহমুদ
সুরঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ হারজিৎ
ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=ZDRhhXJXF-k


ছেলে আমার বড় হবে
মাকে বলতো সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলতো ও খোকা
যখন আমি থাকব না
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলে না তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক কোথায় আমার
ওরে বুকে আয়।

চশমাটা তেমনি আছে
আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজি চেয়ারটাও আছে
নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আজানের ধ্বনি আজো শুনি
ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই
দরাজ কন্ঠে পড়া পবিত্র
কুরআনের বাণী।
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলে না মানিক কোথায় আমার
ওরে বুকে আয়।

-----------------------------------------------------------------


শিরোনামঃ আমার বাবার মুখে প্রথম যেদিন
কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথাঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
মুভিঃ নয়নের আলো
ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=elFePXoHeyw


আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

-----------------------------------------------------------------


শিরোনামঃ বাবা বলে ছেলে নাম করবে
কন্ঠঃ আগুন
কথাঃ মনিরুজ্জামান মনির
সুরঃ আলম খান
মুভিঃ কেয়ামত থেকে কেয়ামত
ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=uSafIIc6dtE


বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।।
বাবা বলে ছেলে নাম করবে

এখানে যত বন্ধুরা আছে
একই আশা সবার বুকে।।
আজ ওরা ভাবেন
কাল কে কি হবে
একই স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে
শুধু এ কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে

আমারই স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা।।
গালেতে গোলাপ নয়নে যাদু
রাঙা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমারি চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে

------------------------------------------------------------------------------

শিরোনামঃ আয় খুকু আয়
শিল্পীঃ হেমন্ত মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ ভি বালসারা
ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=8TgAzq7BICQ

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছূই যখন ভাল লাগবেনা তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছূঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

আয়রে আমার সাথে আয় এক্ষুনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়
আরশিতে যখন এই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

আয়রে আমার কাছে আয় মা-মণি
সবার আগে আমি দেখি তোকে
দেখিতো কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…
আয় খুকু আয়…

আয়রে আমার পাশে আয় মা-মণি
এহাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয়…
আয় খুকু আয়…


--------------------------------------------------------------------

আমাদের সাথে যুক্ত হনঃ Bangla Song Lyics FB Page লিরিক্স পেতে ঘুরে আসুনঃ Bangla Song Lyics

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ৪ টা গান ই খুব খুব প্রিয় !

পোস্টে ++++

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

কালো কুয়াশা বলেছেন: আমারও অনেক প্রিয়। প্লাসের জন্য ধন্যবাদ।

২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০২

আনোয়ার ভাই বলেছেন: বাবা মানে প্রখর রোদে ছায়ানীড় উঁচু বটবৃক্ষ
টিভি পর্দায় একটি বিজ্ঞাপনে দেখা যায় ‘শিশুটি খেলার এক পর্যায়ে বাবাকে খুঁজছে। কয়েকবার ডেকে না পেয়ে ভয়ে কান্না শুরু করে। বাবা সামনে আসতেই তার বুকে ঝাপটে পড়ে পরম নির্ভরতায়। যেন এক নিমিষেই পৃথিবীর সব ভয় জয় করে নিয়েছে এক লত্তি ওই শিশুটি। বাবাও তার বিশাল বুকে স্বস্নেহে আগলে রাখে পরম ধনকে। বাস্তবেও দেশসহ সারা পৃথিবীতে বাবা ও সন্তানের সম্পর্ক এমনই। বাবা মানে আপনজন, বাবা মানে নির্ভরতার প্রতীক, বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ।
ভাল করে কথা বলার আগেই সব শিশুই আধো আধো স্বরে বা-বা বলে ডাকতে শুরু করে মায়ের কোল থেকেই। সারা দিন পর কর্মস্থল থেকে বাবা ফিরলে জায়গা করে নেয় তার কোলে। তারপর হাত দিয়ে দেখিয়ে দেয় ঘরের বাইরে নিয়ে যেতে। ক্লান্ত বাবাও পরম আনন্দে মেনে নেয় শিশু সন্তানের আব্দার। এক পা দুই পা করে যখন হাটি হাটি হচ্ছে তখন বাবার হাত ধরে বাড়ির আঙ্গিনায় কিংবা পাশের সবুজ কোন মাঠে হাটতে বেড়োয়। প্রথম স্কুলের দিনেও অনেকেই বাবার সাথে যাওয়ার বায়না ধরে।
কবি ও সাংবাদিক নেতা রনজিৎ মোদক জানান, ছোট বেলা ভারতের বর্ধমানে পিসীর বাড়িতে বেড়াতে যাই। সেখানে আমার বাবা মধু সুদন মোদকের সাথে সমুদ্রগড় কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। আর সেখানেই আমার প্রথম হাতেখড়ি। বিয়ের পরেও অনেক দিন বাবার সাথে ঘুমিয়েছি। এখন আমিও বাবা। তবুও মাঝে মধ্যে মনে হয় আমার বাবা থাকলে ভাল হত। সমাজ বিজ্ঞানীদের মতে, বাবাকে হতে হয় দায়িত্বশীল। অনেক সংসারে মা মারা গেলে সন্তানকে আগলে রাখে বাবা। কেউ কেউ হয়ত বাধ্য হয়ে বিয়ে করে সন্তানের জন্য সৎ মা আনে। তবে এ সমাজে অধিকাংশ সৎ মাই সত্যিকারের সৎ হতে পারে না। তার চক্ষুশুল বাঁচাতে তখন বাবাকেই মুখ্য ভূমিকা রাখতে হয়। এমন ভাল বাবা যেমন আছেন তেমনি অনেক বাবা আছে যারা ব্যক্তিক্রম। নিজের স্বার্থ দেখতে গিয়ে তারা সংসার, সন্তানের দিকে তাকাতে ফুরসৎ পায় না। অনেক সন্তান আছে বাবাকে দেখেননি। তেমনই একজন কাজী আনিসুর রহমান। তার জন্মের আগেই মারা যায় তার পিতা দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘ মুখ ও মুখোশের’ অভিনেতা কাজী সেকান্দর আলী। ছোট বেলা অন্য শিশুরা যখন বাবা বাবা বলে আকাশ ফাটাতেন তখন তিনি চুপসে যেতেন আপনাআপনিই। কচি মন তখন বাবাকে খুঁজতো দূর আকাশের তারায়। বাবা মারা গেলে হঠাৎ নিজেকে খুব অসহায় মনে হয়। চারপাশ বদলে যায় খুব দ্রুত। বেদনাদায়ক সন্তানের মনে তখন বেজে উঠে জেমসের সেই বিখ্যাত গান ‘ বাবা কত দিন দেখিনি তোমায়- কেউ বলে না তোমার মতো - কোথায় খোকা ওরে ফিরে আয়’।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৭

কালো কুয়াশা বলেছেন: ভাল লাগল

৩| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:১৬

লিঙ্কনহুসাইন বলেছেন: বাবা বলে গেল আর কোন দিন গান করো না
কেন বলে গেল সেই কথাটি বলে গেল না।।

গান যদি পৃথিবীতে নাই থাকতো
সা রে গা মা পা দা নি সা কী করে হতো।

যে ছেলেটি গুলি খেয়ে মরে গিয়ে ছিল
তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো

চিরদিন সুরে কেন বলে মায়েরা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা
গান যদি পৃথিবীতে ………।।

অন্ধ যে লোকটা কেন বারে বারে
কেঁদে কেঁদে গান গায় ঘুরে দ্বারে দ্বারে

প্রতিদিন রাস্তায় মিটিং এ মিছিলে
চোখে কেন জল আসে গান গেয়ে গেলে
গান যদি পৃথিবীতে ………।।

পাখিরা বলে যদি গান গাব না
তবে যেন পৃথিবীতে ভোর হবে না
সব সুর মিলে যদি করে হরতাল
আমাদের দুঃখ রবে চিরকাল
গান যদি পৃথিবীতে ………।।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮

কালো কুয়াশা বলেছেন: + + +

৪| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:২৪

সুমন জেবা বলেছেন: বাবা বলতো
ও খোকা ..
যখন আমি থাকব না
কি করবি রে বোকা ..
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে

৫| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: দারুণ! আপনাদের পেইজে লাইক দিলাম।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭

কালো কুয়াশা বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.