নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশাচ্ছন্ন রাত

নির্ঝরের স্বপ্নভঙ্গ

কালো কুয়াশা

জীবন সংক্ষিপ্ত। তাই প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণে রাখুন আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহন করুন।

কালো কুয়াশা › বিস্তারিত পোস্টঃ

ওয়ারফেজ - সত্য

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২

ওয়ারফেজের সত্য। বের হয়েছে কয়েক মাস হয়ে গেল। শুনতে শুনতে সবগুলা পুরা মুখস্থ। আমার কাছে পুরা অ্যালবামটাই অস্থির ভালো লাগছে। প্রতিটা গানই অসাধারণ।







কাল অর্ণবের 'রোদ বলেছে হবে' অ্যালবামের সব লিরিক্স দিয়েছিলাম। আজ ওয়ারফেজের সত্য অ্যালবামের সবগুলা গানের লিরিক্স দিলাম। যথারীতি আমার সবচেয়ে ভালো লাগা দুটো গানের লিরিক্স এখানে এবং বাকি গুলোর লিংক।



১। শিরোনামঃ প্রতীক্ষা

কথাঃ কমল

সুরঃ কমল

কন্ঠঃ মিজান

ব্যান্ডঃ ওয়ারফেজ

অ্যালবামঃ সত্য






দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়

জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়

জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার

নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারি



এক ঝিম ধরা দিবা স্বপনে

আনাগোনা সন্দেহে

আমি একা মেতে উঠি

পুণ্যে বিকশিত

পাপের খেলায়, কারাগারের অবহেলায়

পচন ধরে মনে, শরীরে

কবে আসবে ফিরে ভালোবাসা

কবে আসবে ফিরে ভালোবাসা



জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে

ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো

স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন

তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়



এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে

দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়, ভালোবাসার

প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়....

কবে আসবে ফিরে ভালোবাসা

কবে আসবে ফিরে ভালোবাসা





২। শিরোনামঃ রূপকথা

কথাঃ কমল

সুরঃ কমল

কন্ঠঃ মিজান

ব্যান্ডঃ ওয়ারফেজ

অ্যালবামঃ সত্য






শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়

হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয়

এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়

রূপকথার মত

ভালবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে

স্বর্গেরই প্রতিরূপ

বলেছিলে খুঁজনা আমায় আমি যদি কভু হারিয়ে যাই

যেতে দিও আমায়

এলো সেদিন, তুমি হারিয়ে গেলে

মনে এলো, বলেছিলে তুমি হারিয়ে যাবে সে

শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়

কষ্ট আর বুঝিনা, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে

ব্যর্থ আমি হবোনা, তুমি যে আমার স্বত্তাসঙ্গিনী

শান্তিগুলো সব আমার তোমার হৃদয় মাঝে।



মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে

কখনো ভাবিনি তুমি চলে যাবে

এভাবে রেখে আমায় একাকী



আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে

খুঁজে তোমায় পেতেই হবে, অস্তিত্ব তুমি আমার

যদি কেউ শোন এ গান আমার

যদি কেউ খুঁজে পাও ওকে, শুনিও এই গান



আমি খুঁজেছি তোমায় আজও পাহাড় চূড়াতে

সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাইনা

রূপকথার সমাপ্তি হয়, হয় না তো সুখের বাসরে, দুঃখ আমারই।





এছাড়াও অ্যালবামে আরো সাতটি গান রয়েছে। লিরিক্সের লিংক দিয়ে দিলাম।



৩। আগামী

৪। না

৫। পূর্ণতা

৬। যেদিন

৭। সত্য

৮। প্রজন্ম ২০১২

৯। জনস্রোত



মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

হাসান মাহবুব বলেছেন: রূপকথা গানটা দেখি সবারই পছন্দের। গানটা রূপকথার মতই সুন্দর।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

কালো কুয়াশা বলেছেন: ঠিক :)

২| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৩

রাজসোহান বলেছেন: ওয়ারফেজের এলবাম যেদিন বের হয় তারপরের দিনই সব লিরিক অন লাইনে এসে গেছিলো

এমনকি নতুন শিরোনামহীনের সব লিরিকই সবার আগে প্রকাশিত হয়েছে

:) :)

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

কালো কুয়াশা বলেছেন: হ্যাঁ হয়েছে। তবে একটা জিনিস নাইঃ নাম-ঠিকানা। কে লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন- এইসব নাই। উদ্যোগ ভালো, তবে অসম্পূর্ণ।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

রাজসোহান বলেছেন: আপনার উদ্যোগ মহৎ, অসাধারণ, সম্পূর্ণ তবে ব্যবসায়িক। ব্লগে নিজ ওয়েব সাইটের লিঙ্ক বিতরণ করাকে স্প্যামিং বলে যেটা আপনি সবগুলো পোষ্টেই করছেন, এটা না করে ওয়েবে পয়সা খরচ করে বিজ্ঞাপণ দিন, ভিজিটর বেশী পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.