নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশাচ্ছন্ন রাত

নির্ঝরের স্বপ্নভঙ্গ

কালো কুয়াশা

জীবন সংক্ষিপ্ত। তাই প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণে রাখুন আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহন করুন।

কালো কুয়াশা › বিস্তারিত পোস্টঃ

"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "- গানটির কিছু তথ্য

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "- এই গানটি পছন্দ করেননা এরকম মানুষ এই বাংলায় পাওয়া মনে হয় কষ্টকর হবে। এই গানের কিছু তথ্য, লিরিক্স এবং গানের লিঙ্ক দিলাম।

এই গানটি অনেক বাউল/গায়ক গেয়েছেন। প্রত্যেকের লিরিক্সেই সামান্য পরিবর্তন রয়েছে। যে লিরিক্স দেয়া হয়েছে, তা লোপামুদ্রা মিত্রের গাওয়া ভার্সনের সাথে মিলে যাবে, শুধু প্রথম প্যারাটুকু বাদে। তাঁর ভার্সনে প্রথম প্যারার অংশটুকু নেই (অন্তত আমি যেটা শুনেছি তাতে নেই)। জনপ্রিয়তার দিক থেকে লোপামুদ্রা মিত্র, আনুশেহ আনাদিল, গৌতম বাউল, লক্ষণ দাস বাউল, বোলপুর ব্লুজ ব্যান্ড- এঁদের ভার্সনগুলো এগিয়ে আছে।

শিরোনামঃ হৃদ মাঝারে রাখিবো
কথাঃ দ্বিজ ভূষণ
সুরঃ বৈষ্ণব কীর্তন


কত লক্ষ জনম ঘুরে ঘুরে, মনরে......মনরে......
কত লক্ষ জনম ঘুরে ঘুরে, আমরা পেয়েছি ভাই মানব জনম
এ জনম চলে গেলে, এ জনম চলে গেলে আর পাবো না
না না না আর মিলবে না
তাই হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না" (২)
ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
না না না আর পাবো না
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "(২)

ভূবনো মোহনো গোরা, কোন মণিজনার মনোহরা
মণিজনার মনোহরা
ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌড়
ধূলায় যাই ভাই গড়াগড়ি
যেতে চাইলে যেতে দেবো না, না না না। (২)
যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে......
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

"যাবো ব্রজের কুলে কুলে" (২)
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
"ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে" (২)
চলে গেলে... চলে গেলে যেতে দেবো না,
না না... যেতে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌড় বলে, ওগো ভয় কিগো তার ব্রজের কুলে
যে ডাকে চাঁদ গৌড় বলে, ভয় কিগো তার ব্রজের কুলে
ভয় কি তার ব্রজের কুলে
"ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে" (২)
চরন ছেড়ে দেবো না, না না না......
ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে......
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আর পাব না না না না, আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে...


লোপামুদ্রা মিত্রের গাওয়াঃ



গৌতম বাউলের গাওয়াঃ



আনুশেহ আনাদিলের গাওয়াঃ



লক্ষণ দাস বাউলের গাওয়াঃ



বোলপুর ব্লুজ ব্যান্ডের গাওয়াঃ




-------------------------------------------------------
রিলেটেড আরো কিছু লেখাঃ

১। শেখ ইশতিয়াকঃ দ্য মেলোডি কিং

২। বন্ধু দিবসের গান সমগ্র

৩। "লাল পাহাড়ির দেশে যা"- একটি কবিতার গান হয়ে ওঠা
---------------------------------------------------------------
আমাদের সাথে যুক্ত হনঃ Bangla Song Lyics FB Page
আরো লিরিক্স পেতে ঘুরে আসুনঃ Bangla Song Lyics

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
'দোহার' ব্যান্ডের টা ভালো লাগে বেশি।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৩

কালো কুয়াশা বলেছেন: সবগুলো ভার্সনই সুন্দর :)

২| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

শাহ আলম বাদশাহ বলেছেন: খুব ভাল্লাগলো ভাই

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৫

কালো কুয়াশা বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৭

রাজিব বলেছেন: অনেক সুন্দর একটি গান তুলে ধরবার জন্য ধন্যবাদ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগল ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.