নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচাইতে পুরোনো মসজিদগুলো

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮



অনেকের মতে মদিনায় অবস্থিত কুবা মসজিদটি পৃথিবীর প্রথম মসজিদ। (৬২২ সাল)





মসজিদ আল-হারাম কাবাকে ঘিরে অবস্থিত। মক্কা শহরে এর অবস্থান। (৬২২ সাল)


হুয়াইশেং মসজিদ চীনের গুয়াংচু শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে প্রাচীন মসজিদগুলির একটি। ১৩০০ বছরেরও বেশি পুরনো মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্সালাম) এর চাচা সাদ ইবন আবি ওয়াক্কাস (রাহমাতুল্লা আলাইহি) ৬৫০ সালে চীনে আসেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। (৬২৭ সাল)



ভারতের কেরালা প্রদেশের কডুঙগাল্লুর তাল্লুকের মেথেলায় চেরামন জুম্মা মসজিদ অবস্থিত। ভারতের প্রথম মসজিদ যেটি ৬২৯ সালে মালিক ইবন দিনার (রাহমাতুল্লা আলাইহি) নির্মাণ করেন|



কাইরুয়ান জামে মসজিদ বা উকবা মসজিদ তিউনিসিয়ার কাইরুয়ান নগরের একটি মসজিদ।
মসজিদটি ৬৭০ সালে আরব সেনানায়ক উকবা ইবনে নাফি (রাহমাতুল্লা আলাইহি) কর্তৃক কাইরুয়ান নগরীতে প্রতিষ্ঠিত হয়।



জেরুজালেমের মসজিদুল আকসা (আল-আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস ) ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। (৭০২ সাল)



উমাইয়া মসজিদ দামেস্কে অবস্থিত, যা বিশ্বের বৃহত্তম ও প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। (৭১৫ সাল)


আতিক মসজিদ। লিবিয়ায় অবস্থিত (১১০১ সাল





উত্তর বংগে অবস্থিত বাংলাদেশের পুরোনোতম মসজিদ। একজন বির্টিশ আর্কিউলজিস্টের মতে এটি হতে পারে দক্ষিন এশিয়ার সবচাইতে পুরোনোতম মসজিদ। সপ্তম শতাব্দিতে নির্মিত।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

মাহিরাহি বলেছেন:
ফাকরে আল দিন মসজিদটি সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত। (১২৬৯)

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

মাহিরাহি বলেছেন:
ষ্পেনের কর্ডোভায় অবস্থিত। (৭৮৪ সাল)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

মাহিরাহি বলেছেন:
Dzhuma মসজিদ, Derbent, দাগেস্তান, রাশিয়া (৭০০-৯০০)

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেকগুলো পুরানো মসজিদ এক সাথে দেখা হল।

বাংলাদেশের ষাট গম্ভুজ মসজিদ দিতে পারতেন।

পোস্টে +++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

ধারণা করা হয় ষাট গম্বুজ মসজিদটি ১৫শ শতাব্দীতে নির্মাণ করা হয়।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

মাহিরাহি বলেছেন:
মসজিদ মাজিন (ষষ্ঠ শতাব্দি)
মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্সালাম) এর জীবদ্দশায় মাজিন বেন গাদোবা প্রথম ওমানী হিসাব ইসলাম গ্রহণ করেন মসজিদটি প্রতিষ্ঠা করেন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

জাহিদ অনিক বলেছেন: ওয়াও ! সবগুলোই সুন্দর । দৃষ্টিনন্দন ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

কাছের-মানুষ বলেছেন: চমৎকার সব ছবি । মুগ্ধ হবার মত ।

+++++++

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩

বিলুনী বলেছেন: প্রসংসাযোগ্য প্রয়াসের জন্য ধন্যবাদ । নীচের কথাগুলোর বিষয়ে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি ।
Technically yes the madinite mosque is the 1st mosque but if one observe Qur'an closely, it says the 1st house of worship( mosque) is kabba build by Adam and later rebuilt and restored by Abraham and his son Ishmael.

One may dispute this as Islam started with Mohammad but Qur'an says/ proclaim that all prophets were believer ( Muslim). Then why not Kabba the first mosque in the world ?

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাল্লাহ অাপনাকে উত্তম প্রতিদান দিন।

সুন্দর হয়েছে

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ দোয়ার জন্য।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: স্থাপত্ত শৈলী অনেক উন্নত

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

মাহিরাহি বলেছেন: মক্কা শহরে কাবাকে ঘিরে অবস্থিত মসজিদ আল-হারামকে অনেকে প্রথম মসজিদ বলে মনে করেন।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: মাহিরাহি ,




শেয়ার করার জন্যে ধন্যবাদ । প্রশংসনীয় ।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ভাল লাগল, ইসলামের প্রাচীনতম মসজিদগুলো দেখলাম।
অনেক ধন্যবাদ সে জন্য।

আপনি মন্তব্যের ঘরে যে ছবিগুলো পোষ্ট করেছেন, সেগুলো আপনার মূল পোষ্ট এডিট করে সেখানে দিতে পারতেন।
এতে আপনার পোষ্টের সৌন্দর্য আরো বৃদ্ধি পেত।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

আপলোড করতে পারিনি, আপলোডের সর্বোচ্চ সীমা অতিক্রম করছিল বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.