নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

একটি শিশুর জন্য সাহায্যের আবেদন

১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

আড়াই বছরের একটি শিশু নিশান, গ্যাসের চুলার আগুন থেকে আগুন লেগে শরীলের প্রায় অনেকটা অংশ পুড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশুটি। ছেলেটির বাবা দরিদ্র বিধায়, সন্তানের চিকিৎসার খরচ চালানো তার জন্য প্রায় অসম্ভব। তাই অবুঝ শিশুটির জন্য সাহায্যের আবেদন করা হচ্ছে।

একটি অসহায় অবুঝ শিশুকে বাঁচাতে এগিয়ে আসুন


সংবাদটি rtnn এ ছাপানো হয়েছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


এ ধরণের ঘটনা ঘটছে প্রতিদিনই; গরীব রোগী আসছে প্রতিদিনই; ঢাকা মেডিক্যালের উচিত ফান্ড রেইজিং করা

১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মাহিরাহি বলেছেন: আমাদের মত গরীব দেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কটি আমাদের পারষ্পরিক মায়া ময়তায় গড়ে উঠে। সরকারের ফান্ড ম্যানেজমেন্টে বিশ্বাস রাখে না বেশির ভাগ মানুষই।

২| ১২ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


ডাক্তার ও ম্যানেজমেন্টের লোকগুলো মোটামুটি ইডিয়ট; সেজন্য গরীব রোগীরা সাহায্য পায় না।

৩| ১২ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে
জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে

মানুষ মানুষের জন্যে জবীন জীবনের জন্যে চেতনায় সচ্ছল সক্ষম ব্যক্তিগণ আশা করি সাড়া দেবেন আন্তরিকতায়

++++++

৪| ১২ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

অতি বিনয়ের সাথেই বলছি, পোস্টটিতে প্লাস আশা করছিনা, আশা করছি শিশুটি ভাল হয়ে উঠুক, মহান আল্লাহর দয়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.