নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

যে আল্লাহকে অস্বীকার করে তার সাথে আমার কোন সখ্যতা নেই।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

১ম বন্ধু: দোস্ত আমি এক পাকিস্তানিকে চিনি, যে কিনা মানুষ হিসাবে খুবই ভাল। পরোপকারী, বিবেকবান মিথ্যা বলে না। আমি বাংগালি তারপরও আমার উপকার করতে পিছপা হয়নি। কিন্তু একটা সমস্যা আছে।

২য় বন্ধু: কি সেই সমস্যা?

১ম বন্ধু: বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না। সে মনে করে পাকিস্তান বিভক্ত না হলেই ভাল হত।

২য় বন্ধু: ওরকম ভাল মানুষের আমার দরকার নেই। যে বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না সে যতই ভাল হোক না কেন, তার ভাল মানুষির কোন দাম নেই।

কয়দিন পর।

২য় বন্ধু: জানিস, রবিন মানুষ হিসাবে খুবই ভাল। পরোপকারী, বিবেকবান মিথ্যা বলে না। আমি আস্তিক তারপরও আমার উপকার করতে পিছপা হয়নি। যদিও সে নাস্তিক। অথচ আস্তিক হয়েও অনেকে মিথ্যাচার করছে, মানুষের অপকার করছে।

১ম বন্ধু: যে বাংলাদেশের জন্মে বিশ্বাস করে না, তার ভাল মানুষির কোন মূল্যই তোর কাছে নেই। আর যে তোর সৃষ্টিকর্তা আল্লাহকে অবিশ্বাস করে, তার ভাল মানুষিতে তুই আবেগে আপ্লুত হচ্ছিস।


নাস্তিকেরা যতই ভাল মানুষ হোক না কেন, তার ভাল মানুষির কোন দাম নেই।

কেননা আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এবং তার কাছেই আমাকে ফিরে যেতে হবে, তাকে যে অস্বীকার করে তার সাথে আমার কোন সখ্যতা নেই।



মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, ভাল থাকুন।

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮

সেয়ানা পাগল বলেছেন: কিসের সাথে কি, পান্তা ভাতএ ঘি !

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪

মাহিরাহি বলেছেন: বুঝিয়ে বলুন।

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পোষ্ট ++++

ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫

chondrobhuk বলেছেন: সেয়ানাছাগল কিন্ত মাইরী ওপাড়ের মশাই। আতেঁ ঘা লাগে।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

মাহিরাহি বলেছেন: ভারতীয়?

৬| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যদিও যে নাস্তিক, এই লাইনে যদিও সে নাস্তিক হবে। ভাল লেগেছে।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য।

যদিও যে নাস্তিক, এই লাইনে যদিও সে নাস্তিক হবে।

আরেকটু বুঝিয়ে বলবেন কি?

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩

প্রামানিক বলেছেন: সুন্দর উপমা।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার পোস্ট অবশ্যই যুক্তিযুক্ত। কিন্তু অসহিষ্ণুতা কখনই ভাল কিছু বয়ে আনে না। সেটা ধর্মীয় অসহিষ্ণুতা কিংবা জাতিগত অসহিষ্ণুতা যাই হোক না কেন।

পাকিস্তানিদের মধ্যে যারা বাংলাদেশের প্রতি ঘৃনাযুক্ত, তাদের সাথে চাইলেই আমরা মিশতে পারব না। তারাই আমাদের দূরে সরিয়ে দেবে। বিদ্বেষ যারা লালন করে তারা নিজেদের ক্ষতি করে সবচেয়ে বেশী। কিন্তু সেরকম মানুষের সংখ্যা অতিশয় অল্প। বেশীর ভাগ পাকিস্তানীর জন্য বাংলাদেশ চাপ্টারটি দুঃখজনক হলেও বাস্তব। বাংলাদেশ জন্মে নিজেদের দায়ভারকে তারা অস্বীকার করে না।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

বিষাদ সময় বলেছেন: নাস্তিকেরা যতই ভাল মানুষ হোক না কেন, তার ভাল মানুষির কোন দাম নেই।

কেননা আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এবং তার কাছেই আমাকে ফিরে যেতে হবে, তাকে যে অস্বীকার করে তার সাথে আমার কোন সখ্যতা নেই।


আপনার যুক্তিতেই আপনার কথা হাস্যকর।

এখানে আপনি যদি বলতেন,
মুসলিম ব্যতিত অন্যরা যতই ভাল মানুষ হোক না কেন, তাদের ভাল মানুষির কোন দাম নেই।

এটা বললে কথাটি যুক্তি যুক্ত হতো । কেননা সে ক্ষেত্রে আপনার পরবর্তী কথার সাথে প্রথম উক্তিটি ম্যাচ করতো। ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

মাহিরাহি বলেছেন: পাঠকদের বেশিরভাগই মুসলিম।

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

মেরিনার বলেছেন: You will not find any people who believe in Allah and the Last Day, making friendship with those who oppose Allah and His Messenger, even though they were their fathers or their sons or their brothers or their kindred.(Qur'an 58.22)

১১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

১২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর পোস্ট

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

এ আর ১৫ বলেছেন: আপনি তো নিজেকে পাকি লাভার আস্তিক রুপে নিজেকে প্রমাণ করলেন !!! আপনি--- ভালো মানুষ কিন্তু নাস্তিক তাই তাকে ঘৃণা করেন কিন্তু একজন পাকি ভালো মানুষ কিন্তু বাংলাদেশ বিদ্বেষি তাকে পছন্দ করেন । আপনার পোষ্টিং পড়ে তাই মনে হোল :) :) :)

আপনি রাজনৈতিক চয়েসের সাথে ধর্মীয় বিশ্বাষের চয়েসকে এক পাল্লায় নিয়ে এসে ওজন করছেন সেটা কি গ্রহণ যোগ্য ??? নাস্তিকদের বিরুদ্ধে মানবতা বিরুধী গণ হত্যার কোন অভিযোগ নাই কিন্তু আস্তিকদের বিরুদ্ধে আছে ।
এইটা মহা কৌতুক একজন আল্লাহ অবিশ্বাষির সাথে একজন পাকি বাংলাদেশ বিদ্বেষিকে এক পাল্লায় ওজন করা :) :) :)

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

মাহিরাহি বলেছেন: Mass killings under Communist regimes

কমিউনিস্ট শাসনের অধীনে গণহত্যা

https://en.wikipedia.org/wiki/Mass_killings_under_Communist_regimes

১৫| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: নাস্তিকদের বিরুদ্ধে মানবতা বিরুধী গণ হত্যার কোন অভিযোগ নাই কিন্তু আস্তিকদের বিরুদ্ধে আছে ।

না, নাস্তিকদের বিরূদ্ধে গনহত্যার হাজারোটা অভিশাপ রয়েছে। এক কম্যুনিস্ট রাশিয়ার অতীতের দিকে চোখ ফেরানোই যথেষ্ঠ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

মাহিরাহি বলেছেন: In his summary of the estimates in the Black Book of Communism, Martin Malia suggested a death toll of between 85 and 100 million people

ব্ল্যাক বুক অফ কমিউনিজমের আনুমানিক সমীক্ষায়, মার্টিন মালিয়া মনে করেন সাড়ে আট কোটি থেকে দশ কোটি লোক কমিউনিষ্ট তথা নাস্তিকদের হাতে মৃত্যুবরণ করেছেন।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

এ আর ১৫ বলেছেন: না, নাস্তিকদের বিরূদ্ধে গনহত্যার হাজারোটা অভিশাপ রয়েছে। এক কম্যুনিস্ট রাশিয়ার অতীতের দিকে চোখ ফেরানোই যথেষ্ঠ।
কমুনিস্টরা কবে গণ হ্ত্যা করেছে ??? হ্যা তারা অনেক হত্যা করেছে তাই বলে সে গুলো গণ হত্যা নহে । গণ হত্যা বা জেনসাইড কাকে বলে সেটা আগে জানুন !!!! @ উম্মু আবদুল্লাহ
the deliberate and systematic extermination of a national, racial, political, or cultural group. ... The deliberate destruction of an entire race or nation. The Holocaust conducted by the Nazis in Germany and the Rwandan genocide are examples of attempts at genocide.

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৮

মাহিরাহি বলেছেন: Communist holocaust — the United States Congress has referred to the mass killings collectively as "an unprecedented imperial communist holocaust"[18][19] while the Victims of Communism Memorial Foundation established by the United States Congress refers to this subject as the "Communist holocaust".[20] The term "Red Holocaust" has been used by German historian Horst Möller; Steven Rosefielde has published a book on this subject titled Red Holocaust.[21][22]

১৭| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

সেয়ানা পাগল বলেছেন: @এ আর ১৫ ভাই এর সাথে সহমত।

১৮| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২

এ আর ১৫ বলেছেন: আমার কমেন্ট নং ১৬ মূল প্রশ্ন ছিল -- এইটা মহা কৌতুক একজন আল্লাহ অবিশ্বাষের সাথে একজন পাকি বাংলাদেশ বিদ্বেষিকে এক পাল্লায় ওজন করা
সেটা ধারে কাছে দিয়ে না গিয়ে উম্মু আবদুল্লাহর তুলা প্রশ্ন নিয়ে তাল বাহানা শুরু করেছেন কেন ??? আপনাকে যা জিঙ্গাসা করা হয়েছে তার জবাব দিন । গণ হত্যার সংগা কি ??? কমুনিষ্টদের হাতে যারা মারা গেছে সেটা কি গণ হত্যা পর্যায় পড়ে ??? তারা কি কোন জাতি বা ধর্মের বা গোত্রের সমগ্র জনগন কে সুপরিকলপিত ভাবে হত্যা করেছিল । যুদ্ধে যারা খুন হয়েছিল সেগুলো যুদ্ধের কারনে তারা কি হিটলারের মত একটি ধর্মের লোকদের বা পাকিদের মত একটি জাতীর মানুষদের হত্যা করেছিল ???
মূল বিষয় গণ হত্যা নহে । মূল প্রশ্নের জবাব দিন --- এইটা মহা কৌতুক একজন আল্লাহ অবিশ্বাষির সাথে একজন পাকি বাংলাদেশ বিদ্বেষিকে এক পাল্লায় ওজন করা
কি কারনে দুটা ভিন্ন চরিত্রের বিষয়কে এক পাল্লায় এনে ওজন করেছেন ???? আপনি এটার উত্তর দিবেন গণ হত্যার বিষয় নহে । গণ হত্যার বিষয়ে কিছু বলার থাকলে উম্মা আবদুল্লাহ করতে পারে । কমোনিষ্ট হোলে যে সে নাস্তিক সেই ফরমুলা কোথায় পেলেন --- কমোনিস্ট রাসেদ খান মেনন বা হাসানুল হক ইনু তো হজ্জ পর্যন্ত করেছে । কমোনিস্ট ফরহাদ মাজাহারকে বা শফিক রেহমান কে তো কোন দিন কোন মোল্লা বা হুজুর নাস্তিক বলে নি । কমোনিস্টরা নাস্তিক বা আস্তিক এই বিষয়ে আপনার কোন উত্তর দেওয়ার প্রয়োজন নেই আপনি শুধু উত্তর দিবেন এই প্রশ্নের -- এইটা মহা কৌতুক একজন আল্লাহ অবিশ্বাষির সাথে একজন পাকি বাংলাদেশ বিদ্বেষিকে এক পাল্লায় ওজন করা

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬

মেরিনার বলেছেন: কম্যুনিস্টরা কি করেছে জানতে দেখুন:
view this link

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ২য় বন্ধু: জানিস, রবিন মানুষ হিসাবে খুবই ভাল। পরোপকারী, বিবেকবান মিথ্যা বলে না। আমি আস্তিক তারপরও আমার উপকার করতে পিছপা হয়নি। যদিও যে নাস্তিক। অথচ আস্তিক হয়েও অনেকে মিথ্যাচার করছে, মানুষের অপকার করছে।

যদিও সে নাস্তিক হবে আন্ডারলাইন করা জায়গায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

মাহিরাহি বলেছেন: ঠিক করে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.