নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ৯০% মানুষ খারাপ, অন্য কোন জাতির সাথে একসাথে বসবাস করার যোগ্য নয়!

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

বেশির ভাগ বাংগালীদের দৃস্টিভংগি সীমিত, এরা অন্যদের সহ্য করে না, অন্য সংস্কৃতিতে বসবাস করেও তাদের সংস্কৃতিকে হেয় চোখে দেখে, সেখানেই সমস্যা; আরো বড় সমস্যা হলো, পড়ালেখায় সবার পেছনে হওয়ায়, তাল মিলাতে না পেরে অন্যের ঘাঁড়ে দোষ চাপাতে চায়।

বাংগালীদের এই পৃথিবীটা দিয়ে যদি অন্য সকল মানুষ অন্য গ্রহে চলে যায়, তাহলে বাংগালীরা কি শান্তিতে থাকবে? কখনোই না । নিজেদের মধ্যে মারামারি করে আরও আগেই ধ্বংস হয়ে যাবে ।

যুক্তিবিদ্যা -

রহিম মানুষ
মানুষ মরনশীল
রহিম মরনশীল

বাংলাদেশের ৯০% মানুষ মুসলমান

মুসলমানেরা খারাপ

বাংলাদেশের ৯০% খারাপ।

ভুল-ভ্রান্তি শোধরে নিজেদের মুসলমান নয়, মানুষ হিসেবে গড়তে হবে।

উপরোক্ত শিরোনামে একটি পোষ্টের বক্তব্য এবং মন্তব্যই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হল।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


মন্তব্যগুলোতে "বাংগালী" শব্দটা ছিলো, নাকি "মুসলমান" শব্দটি ছিলো?

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

মাহিরাহি বলেছেন: রহিম মানুষ
মানুষ মরনশীল
রহিম মরনশীল

বাংলাদেশের ৯০% মানুষ মুসলমান

মুসলমানেরা খারাপ

বাংলাদেশের ৯০% খারাপ।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:

ব্লগার অনিকেত বৈরাগীর পোস্টে করা আসল মন্তব্য:

"মুসলমানদের দৃস্টিভংগি সীমিত, এরা অন্যদের সহ্য করে না, অন্য সংস্কৃতিতে বসবাস করেও তাদের সংস্কৃতিকে হেয় চোখে দেখে, সেখানেই সমস্যা; আরো বড় সমস্যা হলো, পড়ালেখায় সবার পেছনে হওয়ায়, তাল মিলাতে না পেরে অন্যের ঘাঁড়ে দোষ চাপাতে চায়। "

-আপনি তো সঠিকভাবে মন্তব্যটিকে তুলে ধরেননি!

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: মাহিরাহি ,



ভুল-ভ্রান্তি শোধরে নিজেদের মুসলমান নয়, মানুষ হিসেবে গড়তে হবে।

আপনার নিকের ছবিতে - "ষ্টপ জেনোসাইড ইন গাজা" লেখা । এর সাথে "ষ্টপ জেনোসাইড ইন মায়ানমার" লিখে দিন ।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, ঐ রকম ছবি নেটে আছে কি?

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

মাহিরাহি বলেছেন: "মুসলমানদের দৃস্টিভংগি সীমিত, এরা অন্যদের সহ্য করে না, অন্য সংস্কৃতিতে বসবাস করেও তাদের সংস্কৃতিকে হেয় চোখে দেখে, সেখানেই সমস্যা; আরো বড় সমস্যা হলো, পড়ালেখায় সবার পেছনে হওয়ায়, তাল মিলাতে না পেরে অন্যের ঘাঁড়ে দোষ চাপাতে চায়। "

বাংগালী বা বাংলাদেশি = ৯০% মুসলমান

মুসলমানদের দৃস্টিভংগি সীমিত =
৯০% বাংগালী বা বাংলাদেশির দৃস্টিভংগি সীমিত

একটা স্কুলের একটা ক্লাসে মনে করেন ১০ জন্য শিক্ষার্থী আছে

তার মধ্যে ৮ জন মেয়ে।

আপনি যদি বলেন ঐ স্কুলের সব মেয়েই বোকা।

তাহলে ঐ ক্লাসটির সবাই প্রায় সবাই (৮০%) বোকা বলে সাব্যস্ত হবে।

৫| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনার কথাবার্তার লেজ মাথা ঠিক নেই!

৬| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি কি বলতে চান, তা আগে কনফার্ম হয়ে নিন

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

মাহিরাহি বলেছেন: সহজ কথা না বুঝলে কিছুই করার নাই।

কেউ বলল বাংগালিরা সবাই খারাপ।

বাংলাদেশের ৯৯% বাংগালি।

তাহলে বাংলাদেশের ৯৯% খারাপ বলে গণ্য হবে।

এ কথাটি না বুঝার কি আছে।

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মাথায় একটা কথা আসলো, চিন্তা-ভাবনা ছাড়াই পোস্টায়ে দিলেন!

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২

মাহিরাহি বলেছেন: ভুলটা ধরিয়ে দিলে কৃতার্থ হব।

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০

টারজান০০০০৭ বলেছেন: এহেন উর্বর নসিহত মগজ নহে , লাউয়ের লাহান বড় বিচি হইতে উৎপন্ন হইলেই সম্ভব ! আর সাধের লাউই আফনেরে বৈরাগী বানাইছে কিনা !

চালুনি বলে সুঁই তোর পাছায় ফুটো !
জি ! নিজের পাছার ফুটোর দিকে তাকান !

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

টারজান০০০০৭ বলেছেন:
সরি , কমেন্ট ভুল জায়গায় গিয়াছে , মুছিয়া দিয়েন ভাইডি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.