নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

মুসলিম বিদ্বেষী এক পিশাচের মিথ্যাচারের নমুনা!

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

মিয়ানমানের যখন নির্মমভাবে রোহিংগাদের হত্যা করছে বার্মিজ বাহিনী, বাদ পড়ছে না নারী শিশুও, তখন এক পিশাচ পোস্ট দিল মুসলমানদের দোষ দিয়ে এই বলে, তারা যেখানেই থাকে না কেন, অন্য ধর্মের লোকদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। ব্লগের আরো মানুষরুপী কিছু অমানুষ তাকে সমর্থন জানিয়ে পিঠ চাপড়াল এই বলে, মুসলমানদের আগে মানুষ হতে হবে। ব্লগের অনুকুল পরিবেশ হারানোর ভয়ে এ সকল মুসলিম বিদ্বেষীদের বিরুদ্ধে কিছু বলতেও ভয় পায় অনেক ব্লগার, অথচ আমরা এই বাংগালী জাতিই অন্যায়ের বিরুদ্ধে অকাতরে প্রান দিতে পিছু হটিনি।

এখন আসি ব্লগের মূল বক্তব্যে।

মায়ানমারে কাচিন কারা -

প্রায় ১০ লক্ষ কাচিনের বাস ভারত এবং চীনের সীমান্তে, এরা জিংফো গোত্রের অধিবাসি। একটি সুত্রের মতে দুই তৃতীয়াংশ খ্রীস্টান ধর্মালম্বী, মায়ানমার সরকারী হিসাবে ৬৪% বৌদ্ধ ৩৪% খ্রীস্টান।


কাচিন দ্বন্দ্ব বা কাচিন যুদ্ধ -

একাধিক দ্বন্দ্বেক সম্মিলিতভাবে কাচিন দ্বন্দ্ব বলে উল্লেখ করা হয়।

কাচিন স্বাধীনতা বাহিনী ও সরকারি সৈন্যদের মধ্যে লড়াই শুরু হয় জুন ২০১১ সালে। সাম্প্রতিক সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়, এবং ১00,000 এর বেশি মানুষ পালিয়ে যায় চীনে। উভয় পক্ষের বিরুদ্ধে ভূমি মাইনের ব্যাপক ব্যবহার, শিশু সৈন্যের ব্যবহার, নিয়মানুগ ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

বার্মিজ আর্মি ৪০ ডলার বা এক ব্যাগ চাল বা এক ক্যান পেট্রলের বিনিময়ে একটি শিশুকে কিনে শিশু সৈন্য হিসাবে কাজে লাগায়।

কাচিন এবং সরকারের মধ্যে অং সান সু চিকে মধ্যস্থতা করার জন্য আহ্বান জানালে অং সান সু চি বলেন যে তিনি সরকার থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ না করেই আলোচনায় অগ্রসর হতে পারবেন না।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে এনজিও কাচিন উইমেনস এসোসিয়েশন থাইল্যান্ড (কেউইএটি) জানায় যে এই যুদ্ধে ১00,000 শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ২০১১ সাল থেকে ৩৬৪ টি গ্রাম সম্পূর্ণ বা আংশিকভাবে পরিত্যক্ত হয়েছে। সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বার্মা আর্মি ইচ্ছাকৃতভাবে শরণার্থী শিবিরে এবং গ্রামগুলিতে আক্রমণ করে এবং নাগরিকদের ধর্ষণ ও হত্যার মতো "যুদ্ধাপরাধ" করে।


উপরে উল্লেখিত ঐ পিশাচের কাছে আমার প্রশ্ন মায়ানমার বৌদ্ধদের দেশ হয়েও কিভাবে তার অন্য বৌদ্ধ বা খ্রীস্টান নাগরিককে নির্বিচারে হত্যা করছে।

মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

মাহিরাহি বলেছেন: https://en.wikipedia.org/wiki/Kachin_conflict

২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

মাহিরাহি বলেছেন: https://en.wikipedia.org/wiki/Kachin_people

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

চুলবুল পান্ডে বলেছেন: মুসলিমবিরোধী লেখা সবসময় এখানে প্রমোট করা হয়।কর্তায় ইচ্ছায় কর্ম।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১২

মাহিরাহি বলেছেন: বহু বছর ধরে তাই দেখছি।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

অনল চৌধুরী বলেছেন: কর্তা কে?

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

মাহিরাহি বলেছেন: উত্তর আপনার জানার কথা

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭

মাহিরাহি বলেছেন: ষ্পষ্ট করে বললে সা ইন কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে।

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২

চুলবুল পান্ডে বলেছেন: জানের ভয় কার না আছে !

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

মাহিরাহি বলেছেন: ঐ পক্ষেরও জানের ভয় আছে

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

মাহিরাহি বলেছেন: সবারই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, অতএব জানের ভয় বা মৃত্যুভয় সবারই আছে।

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মুসলমানরা কি ওদের খাওয়া-পড়ায় বাধা দিছে নাকি যে সবসময় লেগেই থাকে?

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

মাহিরাহি বলেছেন: মুসলিম বিদ্বেষীদের কাছে এর উত্তর নেই।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৩

স্বতু সাঁই বলেছেন: কে মুসলমান?

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

মাহিরাহি বলেছেন: আমি মুসলমান, রোহিংগারা মুসলমান।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

টারজান০০০০৭ বলেছেন: বিচি বড় হইয়া লাউয়ের মত ঝুলিতে থাকিলে কেউ বৈরাগী হয় কেউ সাঁই বাবা হয় ,কেউ বোষ্টম হয়, কেউ আবার বালবৈশাখী হইয়া ঝড় বহাইতে থাকে, কেউ বালবাগানে বইসা আটি বান্ধে !
এইসব পাঁঠাদের কথা বাদ দেন ! এদের মগজও বিচিতে ঝুলিতে থাকে !
এদের পাছায় চালুনির মত অজস্র ফুটো , কিন্তু এরা আছে সুইয়ের পাছায় ফুটো কেন তাহা লইয়া ! X( X(( X((

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

মাহিরাহি বলেছেন: এদের মগজ শয়তানের অবাধ বিচরন ক্ষেত্র।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: ০০০০০০

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

মাহিরাহি বলেছেন: অর্থ কি!

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১

কূকরা বলেছেন: পাঁদগাজী এখনো আসে নাই !!!! :-*

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯

মাহিরাহি বলেছেন: মুসলিম বিদ্বেষী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.