নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

কিছ ব্লগার নামতে নামতে আর কত নিচে নামবে!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০

এক অর্ধশিক্ষিত বাংগালী গেছে বিদেশে চাকুরি করতে, সাদা চামড়ার দেশে। এক সাদা চামড়া বাংলাদেশে জংগিবাদের প্রসংগ তুললে, সাদা চামড়াকে তুষ্ট করার জন্য, এবং নিজের বড়াই জাহির করার জন্য, সেই বাংগালি তাকে জংগিদের সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা চালালো।

জান সব মুসলিমরা জংগি না, বেশির ভাগ জংগি মধ্য প্রাচ্যের।

একটু পরে।

সত্যি বলতে কি, জংগিদের বড় অংশ আফগানিস্তান, পাকিস্তানের। ইদানিং রোহিংরা যে বাংলাদেশে আসছে, তারাও জংগি টাইপের।
বড় ধরনের নাশকতার প্লান আছে তাদের।

আর একটু পরে।

আরো সঠিক ভাবে বললে, বাংলাদেশিরা ছাড়া আর সব মুসলিমরাই উগ্র স্বভাবের।

কিছুক্ষণ বিরতি নিয়ে।

বাংলাদেশেও আমি যে জেলায় আমি থাকি, সেটি ছাড়া আর সব জেলার লোকই জংগি টাইপের।

একটু দম নিয়ে।

বাংলাদেশের যে গ্রামে আমি থাকি , সেটি বাদে আমার জেলার আর সবাই চুপি চুপি জংগিবাদের সমর্থক।

এবার সাদা চামড়ার কানে কানে-

চুপি চুপি বলি আমার গ্রামের একমাত্র আমিই মডারেট মুসলিম, আর সবাই কট্টর স্বভাবের।

এবার সাদা চামড়া নিরবতা ভেংগে বলল, তুমি মডারেট ঠিকই, পাশাপাশি পাগলও।

এমন পাগল সা ইনেও আছে।

নিজেরে বড় করার জন্য অন্যরে ছোট করার স্বভাব এখন মানুষের যায় নাই বলে মনে হয়।




কাল্পনিক একটা লেখা।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কাল্পনিক তবে প্রাসংগিক বটে!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, আপনাকেও।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২

বিদেশে কামলা খাটি বলেছেন: এবার বাংলাদেশ দূতাবাসে ঢুকতে প্রবেশ ফি!

মালয়েশিয়াতে বাংলাদেশের একটি দূতাবাস আছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। কিন্তু আপনারা অনেকেই যে তথ্যটি জানেন না তা হলো যে, এই দূতাবাসে আপনি কোন কাজের জন্য প্রবেশ করতে চাইলে টিকিট কেটে প্রবেশ করতে হবে। যেমন করে বাংলাদেশে সিনেমা হলে টিকিট কেটে ঢুকতেন। তবে এখানে সিনেমা হলের মতো ডিসি, প্রথম শ্রেণী না থাকায় খুবই সুবিধা হয়েছে। কেননা, সবাইকেই মাত্র ২ রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হয়। আজকের বাজার দর অনুসারে, ২ রিঙ্গিত = ৩৮ বাংলাদেশী টাকা।

পৃথিবীর কোন দেশের কোন দূতাবাসে প্রবেশ করতে প্রায় ৪০ টাকা প্রবেশ ফি দিয়ে ঢুকতে হয় এটা আমার জানা নেই। আপনার জানা থাকলে আমাকে জানান প্লিজ। খুব অশান্তি অনুভব করছি ব্যাপারটা নিয়ে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

মাহিরাহি বলেছেন: দূতাবাসগুলোর কাজ আপনাদের সেবা করার।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: মাহিরাহি ,




নামতে নামতে যদ্দুর নীচে নামা যায় নামবে কারণ বাঙালীরা নীচে নামতেই জানে , উপরে উঠতে জানেনা ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

মাহিরাহি বলেছেন: একজন আরেক জনেরে নিচে ধরে টানে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



অভিযোগের শেষ নেই, যা মাথায় আসে, লিখে দেন; বাংগালী শব্দের প্রতিশব্দ মনে হয়, "অভিযোগকারী"।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬

মাহিরাহি বলেছেন: যা মাথায় আসে, তাই তা মানুষ লেখে।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

রায়হানুল এফ রাজ বলেছেন: কিছু মানুষ এমনই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

মানিজার বলেছেন: কে কে এমুন কাম করছে কইতে পারেন না ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মাহিরাহি বলেছেন: কে কে!

৮| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: এসব নিয়েই বাঙালী, ভাল মন্দ সবই আছে। আপনি যা যা বলেছেন, তা মুদ্রার এক পিঠ। অন্য পিঠও আছে। নেতিবাচক দিকগুলোই বেশী দৃষ্টিগোচর হয়, ইতিবাচকগুলো চোখের আড়ালেই বেশীরভাগ ঘটে যায়।
বিদেশে কামলা খাটি এর ৩ নং মন্তব্য প্রসঙ্গেঃ
আমার মনে হয় না আমাদের কোন বিদেশস্থ দুতাবাসে প্রবাসী নাগরিকদের প্রবেশের জন্য কোন প্রবেশ মূল্য সরকার কর্তৃক নির্ধারিত আছে। আপনি বিষয়টি চিঠি বা ই মেইলের মাধ্যমে মান্যবর রাষ্ট্রদূতের গোচরে আনতে পারেন। উনি হয়তো জানেনও না যে ওনার দূতাবাসে এসব ঘটে চলেছে। এতে কাজ না হলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লিখুন।

১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

মাহিরাহি বলেছেন: ইতিবাচক দিকগুলো যেন নেতিবাচক দিকগুলোকে শতগুনে ছাড়িয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.