নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

পরবর্তী শান্তির নোবেল প্রাইজ জুটছে কোন কসাইয়ের কপালে।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯



এবার হাজার হাজার কাচিনরা পালাচ্ছে চীনে - মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাচতে।

বিমান হামলা আর আরটিলারি ব্যবহার করছে মিয়ানমার সেনাবাহিনী কাচিনদের দমন করতে।

প্রায় ১০ লক্ষ কাচিনের বাস ভারত এবং চীনের সীমান্তে, এরা জিংফো গোত্রের অধিবাসি। একটি সুত্রের মতে দুই তৃতীয়াংশ খ্রীস্টান ধর্মালম্বী, মায়ানমার সরকারী হিসাবে ৬৪% বৌদ্ধ ৩৪% খ্রীস্টান।

এবারও ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ করা হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে।

অং সান সু চির শান্তির নোবেল একটি মশকরায় পরিণত হয়েছে।

সে যে দেশের কর্ণধার, সে দেশের সেনাবাহিনীর অত্যাচারে হাজার হাজার মানুষ পালাচ্ছে বাংলাদেশ আর চীনের দিকে।

আন্দাজ করা যায় কি, পরবর্তী শান্তির নোবেল প্রাইজ জুটছে কোন কসাইয়ের কপালে।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

মাহিরাহি বলেছেন: Thousands fleeing China border

২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

আবু আফিয়া বলেছেন: শান্তির নোবেলের অধিকারী হোক প্রকৃত শান্তিময় মানুষটি, যে আসলেই হবে একজন শান্তির ধারক-বাহক,
এই কামনাই থাকবে

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

মাহিরাহি বলেছেন: অমন মানুষ পাব কোথায়!

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


বার্মা এখন চীনের উপর নির্ভরশীল, দেখা যাক কি হয়!

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

হাফিজ বিন শামসী বলেছেন:
সুচি একজন ছদ্মবেশী,জাতি বিদ্বেষী নাগিনী ।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

মাহিরাহি বলেছেন: পতন অবশ্যই হবে।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে রোহিঙ্গা ঠেলে দেওয়ার নেপথ্যে চীন । ৯১ সালে চীন দুই দেশের সম্ভাব্য সামরিক অভিযান ঠেকাতে দাদাগিরি করেছিল । এবার চীনের ঘাড়ে কাচিনরা সওয়ার হয়েছে । চলতে থাকুক ------------- অন্যের অমঙ্গল চাইলে একসময় তা নিজের ঘাড়ে এসে পড়ে ।

এবার মধ্যস্ততা করার নামে বেশ কিছু সুবিধা বাগিয়ে নেবে চীন ।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

মাহিরাহি বলেছেন: চীনাদের চিনা মুশকিল।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: নোবেল মনে হচ্ছে ভাগ হয়ে মুন- কিমের হাতে যাবে ।

আমার অনুমান সত্যি হয় কিনা দেখা যাক।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

মাহিরাহি বলেছেন: ট্রাম্প, মোদি, নেতেনিয়াহু !

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

শামচুল হক বলেছেন: বার্মার কাচিন প্রদেশের লোক আর্মির পেটন খেয়ে আগেও দেড় লাখ চিনে গিয়েছে

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

মাহিরাহি বলেছেন: ঠিক তাই, বহু বছরের কনফ্লিক্ট - শুনেছিলাম খৃষ্টান বেশি বলে একবার আমেরিকা হস্তক্ষেপ করতে চেয়েছিল।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

ভীতু সিংহ বলেছেন: এইবার চীনারা বুঝুক ঠেলা। যখন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছিল তখন চীন, রাশিয়া এই দুই বদমাশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছিল। আসলে এই পরাশক্তিগুলা কেউই মুসলিমদের বন্ধু নয়। নিজেদের আঞ্চলিক স্বার্থের জন্য এরা পাকিস্তান, সিরিয়ার বন্ধু সাজে।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

মাহিরাহি বলেছেন: রোহিঙ্গাদের জন্য বেশি খারাপ লাগে।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মন্তব্য শাহ আজিজ ভাই করে দিয়েছেন। এবার এই দু্জনের একজনের পাওয়ারই কথা নোবেল প্রাইজ...

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

মাহিরাহি বলেছেন: কিমের এধরনের আচরণ রহস্যময় মনে হয়।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যে যত কসাইগিরি দেখাতে পারবে তার পাবার সম্ভাবনা বেশি তেমনি সুচিকে আবার দিলে কেমন হয়।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫

মাহিরাহি বলেছেন: অসম্ভব না।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

ইমরান আশফাক বলেছেন: পৃথিবীর সবচাইতে সুযোগসন্ধানী জাতীগুলির একটি হচ্ছে বর্মী। তারা সুযোগসন্ধানী, মিথ্যাচারী, অসংযত, অস্হির, হিংস্র ও রক্তলোভী জাতী। বাংলাদেশ বোকার মত ওদের দিকে বারবার বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছিলো কিছু সস্তা হাততালী পাওয়ার জন্যে। আমাদের বিগত কয়েক শ বছরের ইতিহাস ঘেটে জানা উচিৎ ছিলো যে ওরা কখনও আমাদের সাথে বন্ধুসুলভ আচারন করেনি।

এখন বার্মা (মিয়ানমার বলা উচিৎ নয়) আমাদের বিরুদ্ধে তার সকল ট্রাম কার্ড খেলে ফেলেছে অর্থাৎ ওদের হাতে আর কোন ট্রামকার্ড নেই। শুরুতে অনেকদেশ ওদের পাশে চলে গেলেও ভবিষ্যত চিন্তা করে আবার সরে আসার চেষ্টা করছে। যেমন ভারত ও চীন। চীন নিজেরা বুঝেশুনেই বাংলাদেশের পাশ থেকে পুরোপুরি সরে যাবে না কেনো না বাংলাদেশকে হারানো মানে প্রায় অর্ধেক বিশ্বকে হারানো (পুরো মুসলিম বিশ্বসহ অন্যান্য বেশ কিছু দেশ)।

তবে ভারত বাহাদুরি করতে যেয়ে (নিজেদের চানক্য রাজনীতির সুবাদে) দুই কুলই হারানোর বন্দোবস্হ করে ফেলেছে। বাংলাদেশের চোখ রাংগানী দেখে সরে আসলেও এখন পৃথিবীর সকল দেশকে বুঝিয়ে দেলো যে ভারত কখনও বিশ্বস্ত বন্ধু হতে পারবে না। এখন থেকে সকল দেশই ভারতের সাথে বুঝেশুনে কোন চূক্তি করবে। যেমন রাশিয়া এখন ভারতের কাছে এসইউ-৫৭ পিএকে স্টিল্থ জংগী বিমানের গুরুত্বপূর্ন কারিগরী কৌশল হস্তান্তর করতে না চাওয়ায় ভারত চূক্তিটি বাতিল করে দিতে বাধ্য হয়েছে।

যাই হোক ঘটনা শুধু একদিকে একাদিক্রমে যেতে পারে না, বিপরীত দিকেও আসতে পারে।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

মাহিরাহি বলেছেন: কাউকে আর বিস্বাস করা যায় না।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

লেখোয়াড়. বলেছেন: সিরিয়ার বাশার অথবা সৌদি রাজপুত্র।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮

মাহিরাহি বলেছেন: নোবেল দেয় পশ্চিমারা, তাই রাজপুত্রের পাওয়ার সম্ভাবনা আছে।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

হাঙ্গামা বলেছেন: শান্তির নোবেল কোন কসাইয়ের কপালে জুটে না, কপালে নোবেল জুটার পরে হয়তো কসাই হয়।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

মাহিরাহি বলেছেন: নোবেলের রাজনীতিকরণ হয়েছে!

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধান দিয়ে কি হবে যদি মানুষের জানই না থাকে।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

মাহিরাহি বলেছেন: ধান!

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করি আর দেখি।

১৬| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: কেন ট্রাম্প আছেনা ,তার পাওয়ার সম্ভাবন আছে

১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মাহিরাহি বলেছেন: ট্রাম্পরাই পাবে এখন।

১৭| ১১ ই মে, ২০১৮ রাত ১০:১০

ফরহাদ রহমান বলেছেন: চিন্তার বিষয়

১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.