নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা পরিচিত হই জাপানি প্রোফসর ডাঃ আতসুসী কামাল ওকুদার সাথে

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২

কেইও বিশ্ববিদ্যালয় (慶 應 大学 Keo Gijuku Daigaku),জাপানের টোকিওতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়, যা কিনা জাপানের আধুনিক উচ্চ শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। এই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ব্যবস্থার (Political Systems) এর অধ্যাপক ডাঃ আতসুসী কামাল ওকুদা (Atsushi Kamal Okuda)। তিনি একজন বিজ্ঞানী, শিক্ষক এবং ইসলামের প্রতি আহ্বানকারী। ইসলাম ধর্ম গ্রহন করার আগে ড। আকুদা তার জীবনকে অনৈতিক বলে অভিহিত করেন এবং জীবনের বাস্তব উদ্দেশ্য সম্পর্কে জ্ঞানহীনতা সম্বন্ধে ব্যাখ্যা করেন। তিনি বলেন, "ইসলাম গ্রহন করার আগে আমার জীবন ছিল বর্বর। অত্যন্ত বর্বর! অজ্ঞ। আমি সে সত্যটি জানতাম না! "
সত্যকে খোঁজে পাবার জন্য বিভিন্ন ধর্ম অধ্যয়নের মাধ্যমে, তিনি দীর্ধ যাত্রা শুরু করেন। শেষাবধি তিনি ইসলাম গ্রহণ করেন এবং সঠিকভাবে এটি অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন। কলেজ জীবনে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হোন। এবং গবেষনা চালানোর সময় কোরানের একটি আয়াতে তার দৃষ্টি আকর্ষিত হয়।

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

“And indeed, We created man from sounding clay of altered black smooth mud.”

ইসলামে তার আকর্ষন বৃদ্ধি পেলে তিনি সিরিয়ার আলেপ্পোতে গমন করেন আরবী শিক্ষার জন্য। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন, তার মতে সেটি ছিল মহান আল্লাহর কাছ থেকে সবচাইতে বড় উপহার, তার জীবনের সবচাইতে আনন্দের দিন।
তিনি এখন জাপানিজদের কাছে ইসলামের বার্তাটি পৌছে দেয়ার চেষ্টা করছেন।

তার সাক্ষাতকারটি নিচে দেওয়া হল।


মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



সম্প্রতি ১ জন ধর্মীয় নেতার ফাঁসি হয়েছে, ইনি কি সেই জন?

২| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ সত্য খুঁজে নেয়
কেউ সত্যে জন্ম নিয়েও সত্যকে মিথ্যা বানাতে তৎপর থাকে!

জেনে ভাল লাগল

+

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২২

মাহিরাহি বলেছেন: খুবই অবাক করা ব্যপার নয় কি!

৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫

শামচুল হক বলেছেন: অন্যান্য ধর্মের চেয়ে ইসলাম ধর্মের গভীরতা অনেক, অন্যান্য ধর্মের লোক ইসলাম নিয়ে যখনই চর্চা করেছে তখনই দেখা যায় সে আর নিজ ধর্মে থাকতে পারে নাই ইসলামের ছায়াতলেই এসেছে।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

মাহিরাহি বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: পরিচিত হলাম। ভালো লাগলো।

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৯

রাকু হাসান বলেছেন: বাহ চমৎকার জানলাম, ভাল লাগলো শেয়ার করার জন্য কৃতজ্ঞ

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরিচিত হলাম, ভালো লাগলো।
ধন্যবাদ এই লেখাটির জন্য

আমি আপনার মতো দীর্ঘ দিন জাপানে ছিলাম না, কিন্ত যাদের সাথে ছিলাম
তাদের সবাইকে খুব ভালো লাগত এবং তাদের কার্যক্রম দেখলে মনে হতো
যদি তারা কলেমা পড়ে মুসলমান হতো তবে , আমাদের চেয়ে ভালো মুসলিম
হতে পারতো ।

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

জাপানিদের সাথে কোথায় কাজ করতেন!

যদি কিছু মনে না করেন।

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাপান সরকারের সহায়তায় একমাস
এগ্রো বেইজ প্রতিষ্ঠান গুলি, পরিদর্শন, প্রতিবেদন তৈরী, গ্রুপ পর্যালচোনা
এবং সারর্মম তৈরি করে জমা প্রদান করতে হয়েছে ।
ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

মাহিরাহি বলেছেন: আমি জাইকাতে কাজ করছি।

আবার ধন্যবাদ আপনাকে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

আশাবাদী অধম বলেছেন: আপনি আরো বেশি করে লিখুন। অবশ্য সময় সুযোগ কতটুকুই বা পাওায়া যায় ব্যস্ততার এই পৃথিবীতে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ। চাকরী, ফ্রী ল্যান্সিং করতে হয় সমান তালে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.