নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

ভুয়া মুসলিমের ইসলাম ত্যাগের কাহিনী

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে কুতসা রটিয়ে বেড়াচ্ছে কিছু লোক, শুধু কয়টি টাকার লোভে। আমাদের সাইনেও আছে কয়জন। মুসলমানের বিধর্মীদের দেখলেই কচু কাটা করে, চারটা বিয়ে করে, মরুভূমিতে তাবুতে ঘুমায় ইত্যাদি। পশ্চিমাদের ইসলামের ব্যপারে কোন সঠিক ধারণ না থাকায়, সহজের তাদের বোকা বানিয়ে পয়সা কামিয়ে নিচ্ছে কিছু লজ্জাহীন মানব। নিচের কয়টি ভিডিও দেখলেই বুঝতে পারবেন এদের মিথ্যাচারের নমুনা। হাসি পাবে এদের করুন চেহারা দেখে।
ওয়ালিদ সোবাতের মিথ্যে কাহিনী -
সে ফিলিস্থিনি টেরোরিষ্ট ছিল। বোমা ফাটিয়েছিল বেথলেহেমের একটি ইসরাইলি ব্যাংকে। এখন আমেরিকায় ইসলামিক টেরোরিজম এক্সপার্ট। একটি লেকচারে পাচ হাজার ডলার কামিয়ে ফেলে, অন্যান্য সুবিধা ত আছেই। কয়টি টাকার জন্য একজন মানুষ কিভাবে নিজেকে বিকিয়ে ফেলে তার প্রমান পাবেন ভিডিওটিতে।


https://www.youtube.com/watch?v=04yWUuoU7Lc

Dr.Ergun Caner - সে নাকি একজন খুব ধার্মিক মুসলমান ছিল। আমেরিকায় এসেছিল মসজিদ বানাতে। কিন্ত তার বোধদয় ঘটলে সে খ্রীষ্টান ধর্মে ধর্মান্তির হয়।
তার সুরা ফাতেহা শুনলেই বুঝতে পারবেন, সে কি ধরণের মুসলমান ছিল।

https://www.youtube.com/watch?v=MRDyOaCJ3t0


কামাল সালিম -

সে নাকি ব্রাদারহুড, সাদ্দাম হোসেন, গাদ্দাফি, আরাফাত, আফগানিস্থানের মুজাহিদিনের পক্ষে কাজ করেছে, বাদ পড়ছে জেমবি।

তার ভিডিওতে এক জায়গায় বলছে, মুসলমান মা, তাদের শিশুরা ইসরাইল কর্তৃক মারা গেলে উল্লাস করে এই বলে তার সন্তান বেহেশতে ৭০ টি হুর পাবে।
আর জায়গায় সে বলছে সে নাকি গ্রান্ড ওয়াজির অব ইসলামের বংশধর।
জিনিশটা কি?

https://www.youtube.com/watch?v=PLTrjQJM1Fo

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ, প্রথম জন নাকি ইসরায়েলিদের হাতে বন্দি ছিল। খোজ নেয়া দেখা গেল, এ নামে কেউ কখনো বন্দি হয়নি। তাদের নামের ফাউন্ডেশনে হাজার হাজার ডলার কি কাজে লাগে - সি এন এন এর সাংবাদিক এই প্রশ্ন করলে সে উত্তর দেয় পাকিস্থান, মধ্যপ্রাচ্যের খ্রীষ্টানদের সাহায্য করা হয়।

কিভাবে প্রশ্ন করলে সে উত্তর দেয়, নট ইউর বিজিনেস।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

মাহিরাহি বলেছেন: [link|https://conciliarpost.com/politics-current-events/lying-in-christs-name-part-two/|https://conciliarpost.com/politics-current-events/lying-in-christs-name-part-two/

conciliarpost - খ্রীষ্ট ধর্মের একটি ওয়েব সাইট।

তারা লিখছে
গত দশকে, "প্রাক্তন মুসলিম চরমপন্থী" বলে দাবি করা খ্রিস্টানদের একটি ছোট দল ইসলামের উপর বিভিন্ন সেমিনারে বক্তৃতা দিচ্ছে।।
তারা বই লিখেছে, আইন প্রয়োগকারী এবং সামরিক ব্যক্তিদের সামনে বক্তৃতা দিচ্ছে এবং মিডিয়ায় উপস্থিত হচ্ছে।
দুর্ভাগ্যবশত, তাদের বিবরণের মধ্যে গুরুতর অসামন্জস্যতা এবং বেশ কয়েকটি মিথ্যা রয়েছে। তাদের প্রতারণা আদর্শগত উদ্দেশ্যে, নাকি আর্থিক কারণে, বোঝা মুশকিল, তবে তারা প্রচুর অর্থ উপার্জন করছে, ট্যাক্স ফাকি দিচ্ছে।
During the past decade, a small group of evangelical Christians claiming to be “ex-Muslim extremists” have entered the public discourse on Islam. They have written books, given speeches to law enforcement and military personnel, and appeared in the media. Unfortunately, their narratives contain serious discrepancies and several outright falsehoods. It cannot be known whether their deception is based on ideological motives, monetary reasons (these men have earned substantial amounts of money, including taxpayer funds, to tell their tales), or a combination of the two.

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

মাহিরাহি বলেছেন: https://conciliarpost.com/politics-current-events/lying-in-christs-name-part-two/

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা ইসলাম ধর্মের সাথে পেরে উঠতে না পেরে এসব অপপ্রচার করছে। অবশ্য ২/৩ জন বিপথগামীও আছে সেটাও অস্বীকার করা যায় না...

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

মাহিরাহি বলেছেন: বিপথগামীও রয়েছে, ঠিক বলেছেন।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

নতুন বলেছেন: ধান্দাবাজ.... আমেরিকার সরকারের টেরোরিজম জুজুর ফয়দা নিতেছে। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

মাহিরাহি বলেছেন: আমেরিকানদের এই চেহারাটা খুবই বোকা বোকা।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাদের আরো সতর্ক হওয়া প্রয়োজন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

মাহিরাহি বলেছেন: অবশ্যই।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

আরোগ্য বলেছেন: আমার নানু বলে, আখেরী জমানা বেঈমানের বাড়তি আর ঈমানদারের ঘাটতি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৮

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ইউটিউব এর ভিডিও গুলোতে বিশ্বাস করার কিছু নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

মাহিরাহি বলেছেন: সি এন এনকেও বোধহয় এক্ষেত্রে বিশ্বাস করা যায় না।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

পদ্মপুকুর বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে মাহি ভাই, ভালো আছেন?
গতকাল রাতে একটা বড়সড় কমেন্ট লিখলাম, ঠাস করে কারেন্ট চলে গেলো। কি আর করবো। এখন আবার ওই পুরো মন্তব্য লিখতে ইচ্ছে হচ্ছে না।

আপনার বর্ণিত এই লোকেরা তবুতো ঘোষণা দিয়ে ইসলাম থেকে খারিজ হওয়ার ঘোষণা দিয়ে ইসলাম বিরোধিতায় নেমেছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা বলেন যে তারা মুসলিম, কিন্তু কাজ করেন এদেরই মতো। যেমনটা আপনি বলেছেন এই ব্লগেও অনেকেই আছে। দুঃখজনক যে এই ব্লগের সেই সম্মানিতরা এইসব ষড়যন্ত্র দেখতে পান না, কেবলি মুসলিমদের দোষ, ব্যর্থতা খুঁজে পান।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ইসলাম থেকে খারিজ হওয়ার ঘোষণা দিয়ে ইসলাম বিরোধিতায় নেমেছে তারা দুনিয়াবি ফায়দা হাসিল করার জন্য।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

কে ত ন বলেছেন: কেউ কেউ তো আছে সত্যিই অমুসলিম হয়ে যায়, যেমনঃ
- বাংলাদেশের জয়া আহসান, কলকাতার সিনেমায় নিজের স্থান করে নেয়ার জন্যে হিন্দু হয়েছে।
- সুনীল দত্তের স্ত্রী নারগিস বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেছে।
- মিউজিশিয়ান দীলিপ কুমার তার প্রেমিকা সায়রা বানুকে বিয়ে করার জন্য মুসলিম হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

মাহিরাহি বলেছেন: যে যেমন কর্ম করবে আখেরাতে সে তেমন ফল ভোগ করবে।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

hayet777 বলেছেন: মিউজিশিয়ান দীলিপ কুমার তার প্রেমিকা সায়রা বানুকে বিয়ে করার জন্য মুসলিম হয়েছে ....?এসব আাজগুবি খবর কই পান ভাই?

১২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

নতুন নকিব বলেছেন:



কিছু লোক ফায়দা লোটার জন্য এসব করে। বাস্তবতাও রয়েছে, তবে তার সংখ্যা খুবই নগন্য।

পোস্ট দিয়ে বিষয়টি তুলে ধরায় ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.