নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধার রাত্রি ভোরের অনেক বাকী স্বপ্ন দেখার সুযোগ এখন তাই

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মাহিরাহি

বাড়ী আখাউড়া। আখাউড়া রেলওয়ে হাইস্কুল থেকে পাস করে সোজা ঢাকায় চলে আসি। কিছুদিন সিটি কলেজে ছিলাম। ছিলাম জগন্নাথেও। তারপর টোকিওতে কাটিয়েছি সাড়ে ছয়টি বছর। দেশে ফিরে এসে চাকুরি আর সংসার নিয়ে আছি। দুটো ছেলে, মাহি আর রাহি। একজনের সাড়ে ছয় আর আরেকজনে সদ্য চার পেরিয়েছে। ওদের নামদুটো জুড়ে দিয়েই আমার নিকের জন্ম। বেশিরভাগ সময়কাটে সন্তানের সান্নিধ্য। ঘরকুনো মানুষ আমি। লেখালেখিতে হাতেখড়ি এই সা ইন বল্গে এসেই। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ফিরিয়ে দেয়ার মত উদ্ধত্য আমার নেই। সবারই বন্ধু হতে চাই।

মাহিরাহি › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রে নারীরা স্বামী কিংবা অন্য কারো চাইতে কুকুরের সাথে থাকা বেশি পছন্দ করেন

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৪

জরীপে অংশগ্রহণ করা নারীদের অর্ধেকেরও বেশি স্বামীর চাইতে কুকুরের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে।
উত্তরদাতাদের ৯৫ শতাংশ কুকুরকে তাদের পরিবারের অংশ হিসাবে মনে করে।
৬২ শতাংশ বলেছেন কুকুর কর্মক্ষেত্রের স্ট্রেস কমাতে সহায়তা করে
৫৫ শতাংশ বলেছেন যে তারা বিশ্বাস করে যে খারাপ সংবাদ পাওয়ার পরে তাদের কুকুর তাদের মানসিক আরাম দেয়

প্রতি বছর ৪৫ লক্ষ শিশু কুকুরের কামড় খায়। কুকুরের কামড় খেয়ে ডাক্তার দেখাতে হয় ৮ লক্ষ ৫০ হাজার মানুষকে।

কুকুর আর বিড়ালের খাদ্যের জন্য মার্কিনিদের ২৯ বিলিয়ন ডলারের খরচ করতে হয়।

অথচ সারা দুনিয়ার ক্ষুধা দূর করার জন্য এক বছরে ১১ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

পুরুষের চাইতে কুকুরের জন্য নারীদের এই আকর্ষনের জন্য নীচের ঘটনাগুলো কি দায়ী করা যায় কি?

আমেরিকা যুক্তরাষ্ট্রে

৪ জন মহিলার মধ্যে ১ জন এবং তাদের কাছের মানুসের দ্বারা গুরুতর শারীরিক সহিংসতার শিকার হয়।

৩ জন মহিলার মধ্যে ১ জন কোন না কোন ভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়

১০ জন মহিলার মধ্যে ১ জন কাছের মানুসের দ্বারা ধর্ষিত হয়।

৫ জন মহিলার মধ্যে ১ জন জীবদ্দশায় ধর্ষিত হয়।





https://www.simplemost.com/women-prefer-dogs-humans-survey-shows/


https://www.prnewswire.com/news-releases/5-key-opportunities-in-the-29-billion-us-pet-food-industry-according-to-market-research-firm-packaged-facts-301132620.html

https://www.hg.org/legal-articles/4-5-million-children-bitten-by-dogs-every-year-how-can-we-reduce-these-numbers-25036


https://ncadv.org/STATISTICS


https://www.iisd.org/articles/ending-world-hunger-within-reach-study-finds-it-will-cost-only-usd-11-billion-more-year

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯

আরইউ বলেছেন: গুড গড। হাউ অন আর্থ পিওপল ক্যান বি সাচ মোরনস!

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৪

মাহিরাহি বলেছেন: বাংলায় তরজমা করে দেন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: মাহিরাহি ভাই, জরিপে নিশ্চয়ই দেখা গেছে এসব ঘটনার জন্য, সহিংসতার জন্য মুসলিম পুরুষ রাই দায়ী। কারন মুসলমান ছাড়া এ জাতীয় কাজ অন্য কারোর কথা নয়। মুসলমান ছাড়া বাকি সবাই আধুনিক, তাই মনে হয় এসব মুসলমানদের কাজ।

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৫

মাহিরাহি বলেছেন: এই জরিপ যুক্তরাস্ট্রে চালানো হয়েছে, অংশগ্রহণকারী সবাই মার্কিনী।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩১

নেওয়াজ আলি বলেছেন: ভয়াবহ তথ্য। সভ্য দেশের অসভ্য কাজ । মুখোশ পরা ভদ্র লোক। তাহলে বাঙ্গালীরা বলে যে আমেরিকা স্বর্গ বাংলাদেশ ধর্মের কারণে নরক।

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৭

মাহিরাহি বলেছেন: আমরা মা বোনদের যথাযথভাবে সম্মান করি।

কিন্তু নারী স্বাধিনতা ইত্যাদির নামে পশ্চিমাদের কালচার আমাদের মাঝে প্রচলন ঘটানোর অপচেষ্টা চালানো হচ্ছে। যার পরিণতি ভাল হবে না।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সব দেশ থেকে মুসলামনেরা পালিয়ে কেন আমেরিকা, ইউরোপ, কানাডা ও অষ্ট্রেলিয়া চলে যাচ্ছে?

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২

মেহেদি_হাসান. বলেছেন: পশ্চিমাদের কালচার অলরেডি এদেশে ঢুকে গেছে এবং এর পরিনতি ভালো হচ্ছে না সামনে আরো খারাপ দিন আসছে।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

মাহিরাহি বলেছেন: ঠিক তাই, পারিবারিক বন্ধন আলগা হতে শুরু করেছে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:



আপনি নিজে কম বুঝেন, এরপর বিভ্রান্তি ছড়ান, আপনি নিজেই সমস্যা।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০

আল ইফরান বলেছেন: মানুষের স্নেহ-ভালোবাসা সর্বদাই নিম্নমুখী। ইউএস স্টেট ডিপার্টমেন্টে কাজ করা আমার এক ছেলে ক্লাশমেট বলতো যে মাঝেমধ্যে এমন উইকও তার যায় যখন তাকে সপ্তাহে ৮০ ঘন্টাও কাজ করতে হয়। ফলাফল আনডিউ স্ট্রেস এবং তার ৫ বছরের সংসার ভাংগন। এখন তার সংগী দুইটা কুকুর আর ক্যাজুয়াল সেইম সেক্স পার্টনার। সমস্যাটা মার্কিন সমাজের না, সমস্যাটা হচ্ছে তারা যেই অর্থব্যবস্থা তৈরি করেছে সেইটা ফ্যামিলি সিস্টেমকে একটা সিরিয়াস চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয় যার ফলাফল আপনার লেখায় এসেছে

পিএসঃ আমি ৩৫ ঘন্টা সপ্তাহে কাজ করি শুনে সে আকাশ থেকে পড়ার অবস্থা। আমি বললাম ৩৫ ঘন্টা কাজের বিনিময়েই তো স্বেচ্ছা দারিদ্র্য বেছে নেয়া। আর ৮০ ঘন্টার বিপরীতে তোমরা সাচ্ছন্দ্য ও বিলাসিতা উপভোগ করতে পারছো। ইন এভরি প্লেজার অফ দিজ ওয়ার্ল্ড, দেয়ার ইজ আ প্রাইস টু পে।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
বাড়তি সাচ্ছন্দ্য ও বিলাসিতা পৃথিবীর উপরও চাপ বৃদ্ধি করে।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমেরিকা একটা অদ্ভুত।
এদের মায়া মমতা বেশী। নিষ্ঠুরতাও বেশী।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৪

কলাবাগান১ বলেছেন: সার্ভে করা হয়েছে যাদের অলরেডি কুকুর আছে, তাদের কে নিয়ে যারা ডগ ফুড বিক্রি করে তাদের সার্ভে.....আপনি বোধহয় স্যাম্পল বায়াস এর কথার সাথে পরিচিত না

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:২২

অধীতি বলেছেন: মোদ্দা কথা মানুষ কল্পনা করে এমন একটা আত্মার যে তার নিজের মত করে চলবে। সব থেকে বড় বিষয় হলো বিশ্বস্ততা। নিঃসঙ্গ সময়ে মানুষ থেকে কুকুর অনেক ভাল।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

মাহিরাহি বলেছেন: মানুষ থেকে কুকুর ভাল হলে, মানুষের জন্য সেটি লজ্জার নয় কি?

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩১

নতুন বলেছেন: বাংলাদেশের অনেক নারীরা স্বামীর ঘর বাধ্য হয়ে করে। মার খেয়ে ও সংসারজীবন করে।

আমেরিকায় নারীদের স্বাধীনতা আছে। সমাজ ডিভোর্স হলে ছি ছি করেনা।

নিজেই আয় করে নিজের মতন বেচে থাকে কিছু নারী যারা পুরুষের কাছে কস্ট বা প্রতারণা বা নিযাতনের কারনে তারা পুরুষের থেকে দুরে থাকতে চান।

আমাদের দেশে কি সম্ভব কোন নারী একা থাকবে আর সমস্যায় পরবেনা????

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পশুপাখির প্রতি মমতার বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণে আপনি দেখেন বলেই মনে হচ্ছে। সামাজিক ও পারিবারিক সমস্যা, নির্যাতন, পশ্চিমা দেশগুলোর তুলনায় মধ্যপ্রাচ্য কম হয় বলে কি আপনি বিশ্বাস করেন ? একটি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার পিছনে ওই প্রাণীটির নিঃশর্ত বিশ্বস্ততা ও নিরবিচ্ছিন্ন সঙ্গ প্রদানই নিয়ামক হিসাবে কাজ করে, যেটা অধিকাংশ মানুষই এই চরম ব্যস্ততার যুগে আরেকটি মানুষকে প্রদান করতে সক্ষম হয় না।

শুধু কুকুরই নয়, অধিকাংশ মার্কিনিরা অন্যান্য পশুপাখিদের প্রতিও তাদের মমতা অনেক। নিঃসঙ্গ জীবনে প্রাণীদের সঙ্গ তাদের অনেক প্রশান্তি প্রদান করে যেটা অনেক স্বাভাবিক।

ব্যক্তিগতভাবে আমি কখনো কুকুর পালন করি নি, কিন্তু বেড়াল, পাখি, খরগোশ, মোরগ, হাঁস, এমনকি কাক পর্যন্ত পালন করার সৌভাগ্য আমার হয়েছে। এই সকল পশুপাখির সাহচর্য অবশ্যই প্রশান্তিদায়ক এবং কিছু দিন পরেই এদের প্রতি এক ধরণের মমতার সৃষ্টি হয় যা অসাধারণ। আমার সন্তানদেরকেও আমি তাদের লালন পালন ও দায়িত্ব নিতে উৎসাহিত করেছি এবং তাতে তাদের মধ্যেও অনেক মানবিক গুণাবলীর সৃষ্টি হয়েছে বলেই আমার বিশ্বাস। তাদের মধ্যে মানুষের প্রতিও সম্মান, শ্রদ্ধা ও মমতার কমতি দেখিনি কখনো।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫০

মাহিরাহি বলেছেন: সারা দুনিয়ার মানুষের ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজন ১১ বিলিয়ন, আমেরিকানরা কুকুরের খাদ্যের জন্য ব্যয় করে ২৯ বিলিয়ন ডলার।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ব্লগিং করেন, নাকি বিভ্রান্তি ছড়ান; আপনি বেদুইন আচরণের মানুষ।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৬

এমেরিকা বলেছেন: বউকে পেটানো তো মুসলিম পুরুষদের কাজ। আমেরিকানরা কি ব্যাপকহারে মুসলিম হয়ে গেল, নাকি মুসলিম না হলেও প্র্যাক্টিস করা শুরু করেছে?

একজন অথর্ব বৃদ্ধ প্রশ্ন করেছেন, বিশ্বের সব মুসলিম দেশ থেকে মুসলিমরা কেন পালাচ্ছে? একটা উত্তর হতে পারে, যেসব দেশ যুদ্ধ চলছে, প্রাণের তাগিদে সেসব দেশ থেকে পালাচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে কে কবে পালিয়ে আমেরিকা গেল? উনি তো আমেরিকায় থাকেন। উনি কি একজন মুসলিমকে জিজ্ঞেস করতে পারবেন, কেন তিনি পালিয়ে আমেরিকায় এসেছেন?

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৩

মাহিরাহি বলেছেন: কয় বছর আগেই পশ্চিমারা সারা বিশ্বকে উপনিবেশ বানিয়েছিল সম্পদ লুটপাট করার জন্য, বৃটিশদেরকে আমরা দাওয়াত দিয়ে আনেনি। তাদের ভিসা পাসপোর্টেরও প্রয়োজন পড়েনি।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪২

সোহানী বলেছেন: ওয়েল, জরিপটা আমেরিকার। আপনর কাছে বাংলাদেশ, ভারত বা কোন মুসলিম দেশের জরিপ আছে কি? সত্যিকার জরিপ, সরকারী আই-ওয়াশ জরিপ নয়। তা থাকলে তা শেয়ার করবেন। আর যারা আত্ম-তৃপ্তির ঢেঁকুর তুলছে তারা দয়া করে বাংলাদেশের প্রতিদিনের খবরের কাগজে একটু চোখ বুলান। সত্যিকারের স্টাটিসটিক্স নাই বা দেখলেন। তাহলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা চোখ বন্ধ করে আত্ম-তৃপ্তির ঢেঁকুর তুলছেন।

৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

মাহিরাহি বলেছেন: আত্ম-তৃপ্তির ব্যাপার নয়, পশ্চিমা কালচারকে মডেল হিসাবে নিয়ে আমাদের কালচারকে হেয় করার বিরুদ্ধে কিছু বলা আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.