নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ @

মাহমুদ০০৭

@ @

মাহমুদ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলনঃঈদ -উল আযহা ও শারদীয়া পূজা সংখ্যা সেপ্টেম্বর২০১৪

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১:২৩


প্রচ্ছদ-কাল্পনিক ভালবাসা
পিডিএফ -আমিনুর রহমান
বিশেষ কৃতজ্ঞতা - ডি মুন, প্রবাসী পাঠক,স্বপ্নবাজ অভি ,ব্লগার কোবিদ।




''আমি বিপ্লব ও রাজমোহন গল্পটির বিষয়বস্তু বোঝাতে গিয়ে (যাতে উনি অবহেলা না করেন বা পড়তে প্রলুব্ধ হন)ওকে বলেছিলুম, 'দেখুন,এটা আসলে একজন লোক তার স্ত্রীর অবর্তমানে তার বুক সেলফটা জ্বালিয়ে দিচ্ছে, তারই বর্ণনা।
-যেভাবে খেলার রীলে হয় আরকি - কারণ খুব দ্রুত পুড়ে যাচ্ছে তো,তাই সেই দ্রুততা ভাষায়ও এসে যাচ্ছে,ভাষা আর সম্পূর্ণ হতে পারছে না।নায়কের রিলের ভাষাও জ্বলে যাচ্ছে আর কি-শুধু একটা বই ই শেষ পর্যন্ত পুড়ল না, সেটা হলো -'এই পর্যন্ত দ্রুত বলে নিয়ে প্রতিক্রিয়ার জন্য আমি চোখ তুলি।

আমি চুপ ও তিনি চুপ।দেখলাম খর্বকায় হলেও খুব উঁচু হয়ে গেছেন কীভাবে,কোনো অলৌকিক উপায়ে আমাপেক্ষা উচ্চতাবিশিষ্ট হয়ে ঘাড় নেড়ে বললেন -
অ্যাডভোকেসি কোরো না।লেখার কথা বলবে লোকে। লেখক নয়।

- তার মুখ থেকে শোনা দুটি কথাই জীবনের অমূল্য নির্দেশ হয়ে আছে।
উপরের ''আমি'' সন্দীপন চট্টোপাধ্যায়।আমরা যারা লিখছি তাদের জন্য ও এটা অমূল্য নির্দেশ হতে পারে।বা এর বিপরীতটাও।কিংবা সন্দীপনের বলা -
- লেখার বিষয়?
-তা চলে আসবে ভাষার পেছনে।
- যেমন গরুর পেছনে লাঙ্গল?
- হ্যা।লেখকের তখন কাজ কেবল শুধু লাঙ্গলের খোঁটা চেপে
ধরে লক্ষ্য করে যাওয়া।

এই যা! ''তিনি'' লোকটার কথা ত বলাই হয়নি।তিনি বাংলা সাহিত্যের মহীরুহ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে সবাই তাকে চেনে।এই মাসে তার মৃত্যুবার্ষিকী।তাকে সম্মান ও শ্রদ্ধা।

সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি - সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী কে।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও আবুল মনসুর আহমেদকে জানাই-শুভ জন্মদিনের ফুলেল শুভেচ্ছা।

দেখতে দেখতে ভাল - মন্দ মিলিয়ে৫টা সঙ্কলন হয়ে গেল। ব্লগার প্রবাসী পাঠক আর ডি মুন এগিয়ে আসায় যেমন তৃপ্তি আছে, তেমনি কিছু অতৃপ্তিও আছে।সংকলন যেভাবে সাজাতে চাই কোন মাসেই তার পুরোপুরি করা হয়ে উঠে নাই।সংকলন ঠিক কতটুকু কার্যকর হচ্ছে তাও স্পষ্ট হয়ে উঠছে না।একজন ব্যক্তি সঙ্কলনভুক্ত সব গল্প পড়বেন এমনটা আশা করা যায় না।তবে কয়টা গল্প পড়া হয়েছে বা বা সাধারণত মাসে কয়টা গল্প পড়া হয় তা মন্তব্যে উল্লেখ করলে একটা ধারণা পাওয়া যেত।পাঠক তার ভাল লাগা গল্পের নাম উল্লেখ করলে উক্ত গল্পকার রাও উৎসাহিত,উদ্দীপিত ও অনুপ্রাণিত হতেন তাতে কোন সন্দেহ নাই। সঙ্কলনকে আরো সক্রিয় ও কার্যকরী করতে আপনারা এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা।


গত পোষ্টে সংকলনের গল্প নিয়ে একটা ফেসবুক পেজ খোলার কথা ঘোষণা করা হয়েছিল।আমরা আনন্দের সাথে জানাচ্ছি- ''গল্পঘুড়ি''নামে সামহোয়্যারইন গল্প সঙ্কলনের ফেসবুক পেজটি ইতিমধ্যেই সক্রিয়।পেজে গল্পের শেষে গল্পকারের ব্লগ লিঙ্ক যুক্ত করা হচ্ছে।সময়ের অভাব ও কষ্টসাধ্য হেতু ফেসবুক পেজে গল্প প্রকাশে আলাদা আলাদা করে প্রত্যেক লেখকের অনুমতি নেয়া সম্ভবপর নয়।কারো অনাপত্তিকে হ্যা সুচক ধরে নিয়ে ফেসবুক পেজে লেখকের নাম ( ব্লগ নাম অথবা তিনি যে নামে ফেসবুক পেজে তার গল্পকে দেখতে চান)উল্লেখপূর্বক গল্প প্রকাশিত হবে।ফেসবুক পেজে কারো গল্প প্রকাশে আপত্তি থাকলে তা মন্তব্যে জানিয়ে দেবার অনুরোধ রইল।

সংকলন ও ফেসবুক পেজ বিষয়ক যে কোন পরামর্শ/উপদেশ/ভাবনা মন্তব্যে কিংবা [email protected] এ জানাতে পারেন।

এ মাসে ব্লগার প্রবাসী পাঠকের ভাল লাগা সেরা ৫- ১/ গল্প : প্রতীক্ষা ও ছুটি। ২/ ছোটগল্প: বৃত্তায়ন।৩/ মৃত্যানুষ্ঠান৪/ অথৈ এবং একটি গোলাপি কাঁথা ৫/ বাঁধের এ-পাড়ে

ব্লগার ডি মুনের ভাল লাগা ৫ টি গল্প -মৃত্যানুষ্ঠান,প্রতীক্ষাও ছুটি,যুদ্ধের পর,আমাদের জল ময়ুরীরা,কাগজের নৌকা।

ব্লগার মাহমুদ০০৭ এর ভাল লাগা সেরা ৪ - ক।প্রতীক্ষা ও ছুটি,(সবচেয়ে ভাল লেগেছে।) খ।মৃত্যানুষ্ঠান গ।একটি কাটপিসযুক্ত গল্প ঘ।বৃত্তায়ন।

আপনাদের জন্যই সংকলন।এর সফলতা-বিফলতার আপনারাই নির্ণায়ক।সঙ্কলনকে উত্তরোত্তর উন্নততর করতে সঙ্কলন টিম নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।তারপরও নানা কারণে ভুল -ভ্রান্তি হচ্ছে।পাশে থেকে তা সংশোধনে আমাদের সাহায্য করবেন এই কামনা করি।

আমরা চেষ্টা করি প্রতি মাসের সেরা গল্পগুলোকে সংকলনে অন্তর্ভুক্ত করতে।আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও সময়সঙ্কটহেতু পঠন সীমাবদ্ধতার কারণে কিছু গল্পের বাদ পড়ার সম্ভাবনা থাকে।

আপনাদের কাছে তেমন কোন গল্প সঙ্কলনে আসার মত বিবেচিত মনে হলে তা মন্তব্যে জানিয়ে দেবার অনুরোধ রইল।সবচেয়ে ভাল হয় সঙ্কলন চলাকালীন আপনাদের প্রিয় গল্পগুলো আমাদের কাছে শেয়ার করলে।সঙ্কলনকে আরও নিখুঁত করতে আপনার এ প্রয়াস আমাদের আনন্দিত ও সার্থক করবে।

এখন উৎসব। ঈদ ও দুর্গাপূজা।উৎসবের অন্তর্নিহিত মর্মবাণীতে উদ্ভাসিত হোক আমাদের হৃদয়।সবাইকে শুভেচ্ছা।

নিয়মিত
১)ছোটগল্প "অবহেলা" - সৃষ্টিশীল আলিম
২)ঝরে পাতা মাদুর-পাটিতে- রাবেয়া রব্বানি
৩)গল্পঃ অভিসারিণী - অপূর্ন
৪)কৃষ্ণ মেঘের বৃত্তান্ত - সুলতানা সাদিয়া
৫)মৃত্যানুষ্ঠান -হাসান মাহবুব
৬)গল্প : প্রতীক্ষা ও ছুটি- রেজওয়ানা আলী তনিমা
৭) গন উইথ দি উইন্ড" - আফরোজা সোমা
৮)তপুর নতুন স্কুল - অপর্ণা মম্ময়
৯)গল্পঃ কাপুরুষ - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
১০)কলমের প্রথম রক্তাচড় আর একটা সফল উপন্যাসের শুরু!!-ইনসোমনিয়াক দাঁড়কাক
১১ )অপূর্ণতা - একজন একা মানুষ
১২)মিজান কেয়ার স্বপ্নের বিয়ে- আরজু মুন জারিন
১৩)একটু আকাশ- জুলিয়ান সিদ্দিকী
১৪)স্ক্র্যাচ কার্ড -যাযাবর বেদুঈন
১৫)কি কথা তাহার সাথে .....- আহমেদ জী এস
১৬)ক্রিমিনাল মাস্টারমাইন্ড!!- ইনসোমনিয়াক দাঁড়কাক
১৭)ঝাঁজের রানি সরিষার তেল (রম্য গল্প) - মি রুমি
১৮)আমার গল্প হয়ে উঠার গল্প - আলম দীপ্র
১৯)তিনি ও তাঁর গল্প ( ছোট গল্প ) -আলম দীপ্র
২০)একটি কাটপিসযুক্ত গল্প - হাসান মাহবুব
২১)আহমেদুর রশীদের অস্বাভাবিক মৃত্যুদন্ড -মুরাদ-ইচছামানুষ
২২)রুহিন ও বৃষ্টির দিন - লিটল হামা
২৩)গল্পঃ যুদ্ধের পর - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
২৪)গল্পঃ সমর্পন - ইমরান নিলয়
২৫)আমাদের জল-ময়ূরেরা - অপর্ণা মম্ময়
২৬)গল্পঃ চিনচিন করা ব্যাথা - অপু তানভীর
২৭)গল্পঃ লোডশেডিং - লীন প্রহেলিকা
২৮)ছোটগল্প “নগ্ন নির্জন হাত”- সৃষ্টিশীল আলিম
২৯) শেষ সমাপ্তি। - জুনােয়দ হাসান
৩০)আজ তৈয়ব মাস্টারের জীবনের এক বিশেষ দিন - মুরাদ-ইচছামানুষ
৩১)মেঘপ্রেমে নিষ্ক্রান্ত জীবন - ডি মুন
৩২)গল্পঃ অনুভূতির গুঞ্জরন - টুম্পা মনি
৩৩)জটিল জলে আবর্তন - ডি মুন
৩৪)কাগজের নৌকা- নীল কথন
৩৫)অপরিচিত এই অন্ধকারে... - অপ্রতীয়মান
৩৬)বাঁধের এ-পাড়ে (ছোটগল্প) - ফা হিম
৩৭)নীরবে নির্বাসনে // -রোদেলা
৩৮)রহস্য থ্রিলারঃসব নীল নয় স্বপ্নিল - রিয়াদ( শেষ রাতের আঁধার )
৩৯)।।অথৈ এবং একটি গোলাপি কাঁথা - বৃতি
৪০)ছোটগল্প: বৃত্তায়ন -জুলিয়ান সিদ্দিকী
৪১)কুমড়ো লতা আর কুঁড়ে ঘর - জলমেঘ
৪২)রমিজের ঠাণ্ডাই - রাবেয়া রব্বানি

অনুগল্প / ক্ষুদেগল্প/ ক্ষণগল্প
১)কালো পাখির গল্প - নীল কথন
২)দৌড় -ডিজাস্টার
৩)ক্ষণগল্পঃ শব্দকর -জাহাঙ্গীর আলম৫২
৪)অনুগল্পঃ ঢোল - পার্থ তালুকদার
৫)অনুগল্পঃ তর্কে বহুদূর?-ইমরান নিলয়
৬)ক্ষুদেগল্পঃ সিস্টেম ফাইল_আর_৩জিডি৮ - প্রোফেসর শঙ্কু
৭)চড়ুই কিংবা পেপারে ছাপা ডাষ্টবিন - ভাঙ্গা কলমের আঁচড়

অনুবাদ
১)স্বর্ণমানব মূল্গল্পঃ ফিলিপ কে ডিক, অনুবাদ এফ রহমান
২)পঞ্চাশ-বছর-বয়স্ক মুখ (অনুবাদ গল্প) - ডি মুন
৩)দিনের আবর্তন - হাসিনুল ইসলাম

এক লাইনের গল্প
১)০ এক বাক্যে ইমটিকন গল্প ০ - খাটাস

এক মিনিটের গল্প
এক মিনিটের মোরাল গল্প- সুখের ঘুড়ি- খেয়া ঘাট

প্রতিগল্প
প্রতিগল্পঃ একটি আমার রায় - খাটাস

গল্পকণিকা
১)গল্পকণিকা - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

এবারের পোস্ট এদেশের সেরা মানুষদের একজন,নগরঋষি
ইমন জুবায়ের ভাইকে উৎসর্গ করা হচ্ছে।আমরা তৃপ্তি পেতাম
জীবিত অবস্থায় তাকে সম্মান জানাতে পারলে।জীবিতের শোক
মৃত গ্রহণ করে না - সন্দীপন চট্টোপাধ্যায় এভাবে বলে গেলেও
পরম করুণাময় আমাদের সম্মান,শ্রদ্ধা,দোয়া ও ভালবাসা
ইমন জুবায়েরে পৌঁছে দেবেন বলে বিশ্বাস রাখি।না ফেরার
দেশে ভাল থাকুক ইমন ভাই।

এ উপলক্ষে ব্লগার ডি মুনের পোস্ট স্মৃতিতে অমলিন নগর ঋষি শ্রদ্ধেয় ইমন জুবায়ের অন্তর্ভুক্ত করা হল ।




সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ শরৎ শুভ্র আগস্ট২০১৪

ফেসবুক পেজ গল্পঘুড়ি

মন্তব্য ১৩২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৩:২৪

না কবি বলেছেন: অন্য রকম একটি সংকলন। সময় করে চেষ্টা করব নিতে সব গুলো। কিছু প্রিয় লেখকের লেখাও আছে। তাদের এবং অন্য সবার।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৩:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । ভাল থাকবেন ।

২| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: দেখতে দেখতে গল্প সংকলন পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়ে গেল । পরের পর্ব অর্থাৎ ষষ্ট সংখ্যাটা দারুণভাবে উদযাপনের আহ্বান জানাই ।

সবগুলো গল্প পড়া হয়নি । এখন সংকলন থেকে ঐ লেখাগুলো পড়ব । আলাদা ভাবে আপনার, প্রবাসী পাঠক এবং ডি মুনের পছন্দ যোগ হওয়ায় সংকলনে নতুন মাত্রা যোগ হলো ।

গল্পঘুড়ি পেজে পাঠক সংখ্যা এখনো অনেক কম । এই সংকলনে পেজের লিংক দিয়ে দেয়ায় আশাকরি পাঠক সংখ্যা বাড়বে । আর গল্পঘুড়ি পেইজে যেসব গল্প প্রকাশিত হয়, সেসব গল্পের লেখককের ফেবু প্রোফাইল মেনশন করে দেয়ার অনুরোধ রইল ।

এবার যথাসময়ে সংকলন আসায় ধন্যবাদ । একই সাথে ধন্যবাদ পুরো সংকলন টিমকে ।

শুভ কামনা :) :)

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)

এই সংখ্যাটা দারুণভাবে করতে চেয়েছিলাম ।
কিছু কারণে সম্ভব হল না । সাম্নের জন্য চেষ্টা অবশ্যই থাকবে।

পেজের ব্যাপারটা হতাশাজনক বলতে হবে।
অনেক ব্লগারই সেভাবে সাড়া দেন নি ।

গল্প লেখকরা যে লিঙ্ক দিতে বলবেন - অটাই করা হবে। ।
তবে কেউ কিছু না বললে ব্লগ লিঙ্ক এড করা হবে।

প্রিয় মামুন ভাই কে অগ্রিম ঈদ শুভেচ্ছা।
:)
শুভকামনা।

৩| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার উদ্যোগ এবং আহবান । :)

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।
শুভকামনা রইল।

৪| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৩

আলম দীপ্র বলেছেন: অপেক্ষা শেষ হল ! এই অপেক্ষায় ছিলাম । চমৎকার কাজ !
ধন্যবাদ ।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: শুভেচ্ছা , আলম ভাই ।
ভাল থাকবেন ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: মোস্ট অফ দ্যা গপ পড়া হয়নি! সময় করে পড়ে নিমু!

অনেক ধন্যবাদ আপনাকে এবং বাকিদের!

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ মাসুম ভাই ।
ভাল থাকবেন ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুবই ভালো উদ্যোগ।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় দেশ প্রেমিক বাঙালী ভাই ।
ভাল থাকবেন ।
আপনার প্রতি অনেক শুভকামনা রইল ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: গল্পঘুড়ি পেজের উদ্যোগটার জন্য সাধুবাদ জানাই। তবে আমার একটা ছোট্ট পরামর্শ ছিল। ফেসবুকের পেজে পুরো গল্প পোষ্ট না করে গল্পের কিয়দাংশ পোষ্ট করে বাকিটা পড়ুন লিখে ব্লগের লিংক দিয়ে দিলে ভালো হয়। আমরা যারা ব্লগে লেখালেখি করি ফেসবুকে পঠিত হবার চেয়ে ব্লগে পঠিত হওয়াকে বেশী গুরুত্ব দিয়ে থাকি।

এটা নিছক আমার মন্তব্য। কিভাবে পেজ পরিচালনা করবেন সে বিষয়ে নিশ্চয় আপনার সুস্পষ্ট পরিকল্পনা আছে।


সংকলন নিয়ে যদিও নতুন করে কিছুই বলার নেই তবু মনে হয় বারবার বললেও ক্ষতি নেই। ভালো কিছুর প্রশংশা বারবার করা যায়। কাঙ্খিত সংকলন টি পেয়ে ভালো লাগছে। আপনার শ্রমের মূল্য দেয়া আমাদের পক্ষে দেয়া সম্ভব না শুধু ভালোলাগা জানানো ও ধন্যবাদ দেয়া ছাড়া।

০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ফেবু পেজে মুলত দেয়া যেসব পাঠক ব্লগে আসেন না বা আসার সুযোগ নেই তাদের জন্য। অনেক ইউজার মোবাইল কোম্পানি কর্তৃক বিনামুল্ল্যে
ফেবু ব্রাউজ করার সুবিধা গ্রহণ করে থাকেন । আবার স্পেশালি ফেবুর জন্য সুলভ মুল্যে বিশেষ প্যাকেজ আছে । যেসব ইউজার তা ব্যবহার করেন
তাদের পক্ষে ইচ্ছে থাকা সত্ত্বেও ব্লগে আসা সম্ভব না । আমরা চাই ব্লগের লেখা তাদের কাছে পৌঁছাক ।
আবার অনেক মোবাইলে সামু সাপোর্ট করে না । এখন মোবাইলে ইউজার ও অনেক । সব বিবেচনায় পুরো গল্প দেয়া হচ্ছে ।
তবে পাঠকদের ব্লগ অভিমুখী করা এই পেজের অন্যতম পরোক্ষ উদ্দেশ্য ।
তার অংশ হিসেবে লেখকদের ব্লগ লিঙ্ক পেজে দেয়া হচ্ছে , যাতে পাঠকরা তাদের ভাল লাগা লেখকদের আরও গল্প ব্লগে গিয়ে পড়তে পারেন ।

নাহলে পরিস্থিতি অনুকূলে থাকলে আমি ব্যক্তিগতভাবে আপনার পদ্ধতিতেই মত দিতাম ।



সর্বোপরি এই পেজের মাধ্যমে ব্লগের ব্রান্ডিং হচ্ছে ।
যাদের লেখা এখানে আসবে তাদের ব্লগ হয়েই আসতে হবে। কোয়ালিটি ট্র্যাফিক বাড়বে আশা করা যায় ।


আপনার গঠনমূলক পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ।
আপনাদের কাছ হতে এমন গঠনমূলক মন্তব্যই আশা করি ।
। সঙ্কলন বিষয়ে যে কোন পরামর্শ জানাতে কোনরূপ দ্বিধা করবেন না ।
আপনারাই সঙ্কলনের প্রাণ । অংশীদার । এর ভাল মন্দ দেখার দায়ভার সচেতন ব্লগার হিসেবে আমাদের সবার উপর বর্তায়।
সবাই মিলে যেভাবে ভাল হয় সব কিছু সেভাবেই করা হবে ইনশাল্লাহ ।
ভাল থাকবেন শ্রাবণ ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৮| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: এই পোস্ট প্রিয়তে লইয়া অশেষ পূণ্য অর্জন করিলাম। অন্যকেও পূণ্য অর্জনে উৎসাহিত করিলাম।


সকলের মঙ্গল হউক।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: কিছু নেকি আমারে দেন ;)

আপনার মঙ্গল কামনায় ........
অধম ।

ভাল থাইকো ভাই । :)
শুভকামনা।

৯| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭

আলম দীপ্র বলেছেন: আচ্ছা , এফবি পেজ টাতে তো সাধারণ পাঠকও আছে । তাহলে আমরা সবাই চাইলে এর পাঠক সংখ্যা বাড়াতে পারি ।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: অবশ্যই ! পেজের গল্প শেয়ার করলে এবং ফ্রেন্ড লিস্টে থাকার বন্ধুদের ইনভাইট করলে পেজ সক্রিয় হবে ।

আপনার ও সবার সহযোগিতা কামনা করছি ।
ভাল থাকবেন আলম ভাই ।

১০| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

আলম দীপ্র বলেছেন: জি । সাথে আছি । আপাতত ইনভাইট করি বন্ধুদের । :) :) :) :)

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১

মাহমুদ০০৭ বলেছেন: :)
অনেক অনেক ধন্যবাদ ।

১১| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৯

মামুন রশিদ বলেছেন: স্টিকি মোবারক :) :)

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহহ , মাথা নষ্ট :P
ভয়ে আছি ।

১২| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫

আমি তুমি আমরা বলেছেন: সংকলনে ভাল লাগা রইল। সাথে গল্পঘুড়ি পেজের কথা জানতে পেরেও ভাল লাগল :)

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমি তুমি আমরা ভাই :) পাশে থেকে
আপ্নিও আমাদের সহযোগিতা করে যাবেন এই কামনা করছি ।
ভাল থাকবেন ।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

প্রবাসী পাঠক বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্য। অভিনন্দন মাহমুদ ভাই।


এই পোস্টের মাধ্যমে সকল সনাতন ধর্মের সকল ভাই বোনদের জানাই শারদীয় শুভেচ্ছা।

এবং মুসলিম ভাই বোনদের আগাম ঈদ মোবারক।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাই ।
পোষ্ট স্টিকি করায় ব্লগ কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই ।
এ সাফল্য আপনাদের ।
আপ্নারা পাশে না থাকলে এত কিছু কখনোই সম্ভব হত না ।

সবাইকে ঈদ আর পূজার শুভেচ্ছা জানাই ।

ভাল থাকবেন ভাই ।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৩

আমিনুর রহমান বলেছেন:




দুইখান স্টিকি পোষ্টে আমার নাম দেখতে পেয়ে আমি বড়ই আহালাদিত :P

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮

মাহমুদ০০৭ বলেছেন: আমিনুর ভাই মানেই রক্স :)
আপনাকে দেখে খুশি হলাম ।
ভাল থাকবেন :)

১৫| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২

আলম দীপ্র বলেছেন: বার বার মন্তব্য করছি !!! :!> :!> :!> :!>
একটা কথা !
পেজ টাতে গল্প মনে হয় কমেই দেওয়া হয় ।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

মাহমুদ০০৭ বলেছেন: ১০০ বার করবেন , হাজার বার করবেন ভাইয়া :)
এই মাস একটু তাড়াহুড়া গেছে ।
পেজের শুরুও দেরিতে হয়েছে।
তাই কিছুটা কম ।লোকবল ও কম । :(

আশা করি এ মাস থেকে সব ঠিক থাক হবে ।
পেজের সাথে কানেক্টেড হবার আহবান জানিয়ে রাখছি । :)
আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করবেন ।

ভাল থাকবেন ভাই ।

১৬| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২

কোবিদ বলেছেন:

চমৎকার উদ্যোগ
অসংখ্য ধন্যবাদ ভাই
ভাল থাকবেন
শুভকামনা রইল।

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কোবিদ ভাই ।
আপনার নিরলস প্রচেষ্টা সবসময় আমাকে উদ্দীপিত করে।
সবার জন্মদিন মৃত্যুদিন আপনার পোস্ট হতে নেয়া হয়েছে । পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ভাই ।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ভালো লাগছে যে নতুন কিশোর ব্লগার আলম দীপ্রর লেখা এই সংকলনে নির্বাচিত হয়েছে। দীপ্রর কথা আলাদা করেই বলছি কারন বয়সটা একটা বিশাল ফ্যাক্ট। এই বয়সে আমি গল্প লেখার কথা কল্পনাতেও ভাবতে পারি নি। আর সে তো ইতিমধ্যেই বেশ পরিনত লেখা লিখছে। এটা খুবই পজেটিভ ব্যাপার, ব্যাক্তিগত ভাবে আমি আনন্দিত।

আপনারা যারা নিয়মিত গল্প লিখছেন, পড়ছেন বা সাহিত্য সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ রইল এই ধরনের নবীন লেখকদের সাথে ইন্টারেকশন বৃদ্ধি করে তাদের লেখার সঠিক ভালো মন্দ সমালোচনা করে তাদের মেধা বিকাশে ভুমিকা পালন করা। খুব সম্ভবত ও এখনও স্কুলেই পড়ে- আমি আশা করব সে নিয়মিত পাঠ্য বইয়ের পাশাপাশি সুস্থ মননশীলতা বিকাশে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ন ভালো লেখকদের বই পড়বে। এই ব্যাপারে আশা করি তাকে সবাই সাহায্য করবে।

অনেকের বলেন সামুতে পোষ্ট খরা চলছে। পোষ্টের বৈচিত্রময়তা বা সৃজনশীলতার প্রেক্ষাপটে এর সত্যতার প্রমান পাওয়া গেলেও অন্তত সাহিত্য ক্যাটাগরিতে যে পোষ্টের ভরা জোয়ার চলছে সেটা আপনার এই সংকলনের কন্টেন্টের দিকে তাকালেই তা পরিষ্কার হয়ে যায়। তথাপি আমি মনে করি, অন্য ক্যাটাগরীর 'পোষ্ট খরা' বিষয়টির দায়ভার কোনভাবেই একমুখী নয় বরং অধিকাংশ ক্ষেত্রেই তা দ্বিমুখী একটি ব্যাপার। তাই এই চিত্রের দায়ভার প্ল্যাটফর্ম এবং এর ব্যবহারকারী সবাইকেই নিতে হবে।

তবে আনন্দের কথা, নতুন অনেক ব্লগার আসছেন। শুধুমাত্র বঙ্গদেশের জন্য প্রযোজ্য একটি বিশেষ টার্ম - 'ফেসবুক সেলিব্রেটি' তৈরীর ক্ষেত্রে এই ব্লগের অবদান অনস্বীকার্য। আশা করি, যারা এখন নিয়মিত লিখছেন, তাদের জনপ্রিয়তা ব্লগ থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরও তারা বিভিন্ন অযুহাতে ব্লগ ছেড়ে দেবেন না।

আর ব্লগ কর্তৃপক্ষের কাছে দাবি রইল, ব্লগের টেকনিক্যাল সমস্যাগুলো যেন দ্রুত সমাধান করা হয়। নইলে প্রতিবার এত কষ্ট করে ব্লগিং করার বিষয়টিকে কোনভাবেই জাস্টিফাই করা যাবে না।

আর আপনার পোষ্টের ব্যাপারে নতুন কি বলব! বরাবরের মত এবারও কাজটা বেশ চমৎকার হয়েছে। যারা সময়ের অভাবে সকল লেখা পড়তে পারেন নি তাদের জন্য একটা কষ্ট সাধ্য কাজ করেছেন - বলা যায় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত অবস্থা। যারা এই কাজের সাথে জড়িত ছিলেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

পাশাপাশি যারা ইতিমধ্যেই মান/অমান সম্মত সব লেখা পড়ে ফেলেছেন বা এই জাতীয় পোষ্টের প্রয়োজনীয়তা ঠিক অনুভব করছেন না তাদের কাছ থেকে একটি জ্ঞানগর্ভ সমালোচনার অপেক্ষায় আছি। ঈদের ছুটিতে শুধুমাত্র গল্প পড়ব তা হয় না, কিছু কিছু আঁতেলীয় বিনোদন থাকারও প্রয়োজন আছে।

তবে আপনাকে ব্যক্তিগত ভাবে মাইনাস। আপনার গল্প পাচ্ছি না। আমি প্রথমে আপনাকে গল্পকার হিসেবে চিনি, তারপর সংকলনকারী হিসেবে।

ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: আমার ভালো লাগছে যে নতুন কিশোর ব্লগার আলম দীপ্রর লেখা এই সংকলনে নির্বাচিত হয়েছে। দীপ্রর কথা আলাদা করেই বলছি কারন বয়সটা একটা বিশাল ফ্যাক্ট।
এই বয়সে আমি গল্প লেখার কথা কল্পনাতেও ভাবতে পারি নি।
আর সে তো ইতিমধ্যেই বেশ পরিনত লেখা লিখছে। এটা খুবই পজেটিভ ব্যাপার, ব্যাক্তিগত ভাবে আমি আনন্দিত।

- আপনার এই কথাটা আমারো ।



ব্লগের টেকনিক্যাল সমস্যাগুলো খুব ভোগাচ্ছে । দ্রুত সমাধানের অপেক্ষায় আছি ।
মিক্স প্যাকেজ দিয়েছি গুরু । তাই নিজে নিজে মাইনাস হইলাম না। :P সামনেও লেখার চেষ্টা থাকবে ।

ভাল থাকবেন প্রিয় কাভা ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন ঈদ ও পূজা সংখ্যা।
অসংখ্য ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা।
ভাল থাকবেন ।

১৯| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অতিসুন্দর পোস্ঠ ধন্যবাদ , সময় করে গল্পগুলো পড়তে হবে ।

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০২

মাহমুদ০০৭ বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ বাবন ভাই ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

২০| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭

আবু শাকিল বলেছেন: যোগ্য পোষ্ট সংকলন হয়েছে।
ধারা অব্যাহত আছে দেখে ভাল লাগা কাজ করছে।

ধারা চলতে থাকুক।

পোষ্ট সংকলনের অনেক পোষ্ট পড়া হয়নি।

সময় করে পড়তে হবে।
মোবাইল দিয়ে আছি প্রিয়তে নিয়ে যাবার কোন ব্যবস্থা নাই।
অনেকদিন ধরে সামুর শরীর খারাপ।ঠিকমতো চিকিৎসা হচ্ছে না।

আগে মোবাইল থেকে পিসির ফুল ভার্সন দেখা যেত।এখন আর দেখা যাচ্ছে না।একটা মন্তব্য লিখে পোষ্ট দিতে গেলে যাবে বলে যাচ্ছে না।

প্লিজ সামু কতৃপক্ষ নজরে নিলে খুশি হই।

পোস্টের জন্য মাহমুদ ভাইকে ধন্যবাদ এবং সংকলন পোস্টের সাথে থাকা সবাইকে শুভেচ্ছা।

আলম দিপ্র চিজ মাইরি।
ভাইয়ার জন্য শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৭

মাহমুদ০০৭ বলেছেন: আলম দিপ্র চিজ মাইরি।
ভাইয়ার জন্য শুভ কামনা।

- হাহাহ , উনার জন্য আমারও শুভকামনা । উনি খুবই প্রতিভাবান ।

আশা রাখি প্রিয় সামু র সব সমস্যার সমাধান হবে। পাশে থাকার জন্য আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই ।
ভাল থাকবেন শুভকামনা রইল ।

২১| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২০

জানা বলেছেন:

সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং ঈদ মোবারাক। বাঙালীর ঘরে ঘরে আনন্দের সুর বাজুক। পৃথিবীর সকল মানুষ শান্তি, ভালবাসা আর নিরাপদে থাকুক।


অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সংকলনটির সাথে যুক্ত সকলেই। সাথে ব্লগারদের প্রতিও আন্তিরিক কৃতজ্ঞতা।

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৫

মাহমুদ০০৭ বলেছেন: আপনাকে দেখে খুশি হলাম ।
স্টিকি করায় ধন্যবাদ জানাচ্ছি ।
পাশে থেকে অনুপ্রেরণা দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ
ও কৃতজ্ঞতা। ভবিষ্যতে আরো ভাল কাজ করার
উৎসাহ পেলাম।

ঈদ ও পূজার শুভেচ্ছা রইল ।

অনেক অনেক শুভকামনা ।

২২| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: সংকলনে অফুরন্ত শুভেচ্ছা ।।

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২০

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ ভাই :)
ভাল থাকবেন ।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রমী পোস্টে প্লাস ।
পেজটিতে এবার ঢু মেরে আসি ।

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২২

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই :)
যে কোন পরামর্শ জানতে দ্বিধা করবেন না ।
ভাল থাকবেন ।

২৪| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯

টুম্পা মনি বলেছেন: দারুণ কম্ম। অনেক গুলা পোষ্ট পড়া হয়নি। ওগুলা পড়তে পারব।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ টুম্পামনি ।
ভাল থাকবেন ।

২৫| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ভ্রাতা ++++++++++

সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং ঈদ মোবারাক :)

সুন্দর একটি সংকলন পোষ্টের জন্য আপনাদের সংকলন টিমকে আবারও ধন্যবাদ জানাই ।

উৎসর্গ খবুই ভালো লাগলো ।

অনেক অনেক শুভকামনা :)

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগা বুঝিয়া পাইলাম :)
আপ্নাকেও শারদীয় শুভেচ্ছা এবং ঈদ মোবারাক ( আপনার কমেন্ট থেকে কপি করে পেস্ট করে দিলাম :P :P )

পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ।
শুভকামনা ।

২৬| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মুহিব জিহাদ বলেছেন: বাহ চমৎকার ++++++ :)

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

মাহমুদ০০৭ বলেছেন: আহ ! ভাল লাগলো :)
একটু মজা নিলাম ।

ভাল থাকবেন ভাই :)
ঈদ ও পূজার শুভেচ্ছা ও শুভকামনা ।

২৭| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:১১

ঢাকাবাসী বলেছেন: চমৎকার উদ্যোগ। এদেশে পাঠকের সংখ্যাটাই কমে গেছে আর যাচ্ছে মনে হয়। যারা লেখে আর যারা পড়ে এরা দেশে আঙুলে গোনা ভাল মানুষদের মধ্যেই পড়ে। এরা বাড়ুক। ধন্যবাদ। সকলকে ঈদ ও শারদীয়া শুভেচ্ছা।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৭

মাহমুদ০০৭ বলেছেন: আমিও কামনা করি বাড়ুক ।
আপনার মত একজন গুণী ব্লগারকে আমার ব্লগে দেখে অত্যন্ত
খুশি হলাম ।
পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
ঈদ ও শারদীয়া শুভেচ্ছা জানাই প্রিয় ঢাকাবাসী ভাই ।
ভাল থাকবেন ।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

২৮| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: আমাকে ব্লগ জীবনের শিশুই মনে করি তাই সঙ্কলনটি প্রিয়তে নিলাম সময়
করে মনযোগ দিয়ে পড়ব এবং মন্তব্য লিখব । শুভ কামনা ।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

মাহমুদ০০৭ বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম ।
ভাল থাকবেন ।
অনেক অনেক শুভকামনা ।

২৯| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০

কোমানডস বলেছেন:
Nice Initiative +++++++++++++++++++

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই । ভাল থাকবেন ।

৩০| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:০১

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগা একটা সিরিজ।

স্টিকি করবার জন্য ধন্যবাদ সামুকে।

মাহমুদ ভাই সাথে আছি।

ভালো থাকুন।




০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫

মাহমুদ০০৭ বলেছেন: পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাবির ভাই ।
ভাল থাকবেন ।

অগ্রিম ঈদের শুভেচ্ছা ।

৩১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সংকলন প্রিয়তে রইল। প্রচ্ছদটা অসাম, গ্রেট কাভা। আর কাভা'র কমেন্ট আরও বেশী জোশ, সুপার লাইক।

সবগল্প পড়বো রসিয়ে রসিয়ে, তবে শুরু করবো "প্রতীক্ষা ও ছুটি" দিয়ে। হাজার হলেও এটা এক নম্বর গল্প, হাইয়েস্ট মার্কস পাওয়া.... :)

সংকলন টিম'কে অনেক ধন্যবাদ। সবাই এই উৎসব সপ্তাহের আগাম শুভেচ্ছা।

(অ.ট. গল্প পড়ে পড়ে ঐ গল্পে মতামত জানানোর শেষে, এই পোষ্টে এসে নিজের ভালো লাগা সেরা পাঁচও জানিয়ে যাবো আশা রাখি)

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ভাই ।
আপনার ফিরতি মন্তব্যের প্রতিক্ষায় রইলাম ।
ঈদের শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা ।

৩২| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৩:৩২

ইমরান নিলয় বলেছেন: প্রিয়তে। অনেকগুলো খোরাক পাওয়া গেল।

ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই
ভাল থাকবেন ।

৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮

শাশ্বত স্বপন বলেছেন: ৩/৪ দিন ধরে অামি কোন মন্তব্য দেখতে পাচ্ছি না। আমার মন্তব্য লেখার পর সেটাও দেখতে পাচ্ছি না্।

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

মাহমুদ০০৭ বলেছেন: !!!
মেইল করে জানিয়ে দেখুন ।

৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩

রিফাত ২০১০ বলেছেন: চমৎকার সংকলনটি চালিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ । সংকলনের সাথে সংশ্লিষ্ট সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ।

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ রিফাত ভাই ।/
আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
ভাল থাকবেন ।

৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪০

বৃতি বলেছেন: ব্লগে ইদানিং খুব অসুবিধা হচ্ছে- সাত মিনিটের ভেতর তিনবার লগড আউট হয়ে গেলাম :( যাই হোক, গল্প সংকলন যথারীতি চমৎকার হয়েছে। আপনাদের টিমকে অনেক ধন্যবাদ। ব্লগার প্রবাসী পাঠকের প্রতি কৃতজ্ঞতা- আমার গল্পটি তাঁর ভালো লাগা পাঁচে স্থান দিয়েছেন সেজন্য। আপনাদের সবার জন্য ঈদ আর শারদীয় শুভেচ্ছা :) পড়ে জানাব আমার কাছে কোন গল্পগুলো ভালো লেগেছে বেশি।

ভালো থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:১৮

মাহমুদ০০৭ বলেছেন: !!! আশা করছি দ্রুত সমাধান পাবেন ।
ঈদের শুভেচ্ছা আপনাকেও ।
আপনার ফিরতি মন্তব্যের প্রতীক্ষায় রইলাম ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।


৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪

একলা ফড়িং বলেছেন: ব্লগে দীর্ঘদিন অ্যাক্টিভ না থাকায় প্রায় সব গল্পই মিস হয়ে গেছে। খুঁজে খুঁজে সবার ব্লগে গিয়ে পড়ে আসাও বেশ ঝামেলার। তাই সংকলন পোস্টই সবচেয়ে বেশি দরকার এখন আমার!


সোজা প্রিয়তে :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:২১

মাহমুদ০০৭ বলেছেন: :)
স্বাগতম ভাই :)
আশা করি এইবার সঙ্কলন ঈদের আনন্দের সঙ্গী হবে ।

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা ।

৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: সংকলনের অনেক উপকারী দিক রয়েছে। বিশেষ করে একটা ক্যাটাগরিতে মাসের সব পোষ্ট যেখানে একসাথে পাওয়া যায়। অনিয়মিত ব্লগার বা ভিজিটরদের জন্য এটা বেশ উপকারী। তাছাড়া সংকলনে মাসের পোষ্টদাতা যারা আছে তারা অনেকে একবার হলেও ঢুঁ দিয়ে যায় এটা দেখতে যে তার লেখা সংকলনে আসলো কিনা। তাতে নতুন ব্লগার যারা ভালো পোষ্ট দিচ্ছে তাদের সাথেও সংকলনকারীদের একটা ভালো পরিচয় ঘটে। আমি আর বীথি মিলে তিনটা ফিচার সংকলনও করেছিলাম। পরে অবশ্যই আবশ্যিক ভাবে সেটা বাদ দিয়েছি। কেননা অনেক সময় অনিচ্ছায় অনেক পোষ্ট চোখ এড়িয়ে যায় আবার অনেক সময় ইচ্ছাকৃত ভাবে কাউকে বাদ দেয়া হয়। পাঠকদের পক্ষে যেহেতু যাচাই করা সম্ভব হয়না যে কোনটা অনিচ্ছাকৃত ভাবে বাদ পড়ে গেছে আবার কোনটা ইচ্ছাকৃত ভাবে বাদ দেয়া হয়েছে সেহেতু একটা বিপত্তি একটা বিভ্রান্তি থেকেই যায় বিশেষ করে দুই বা ততোধিক প্রাসঙ্গিক ব্লগার যদি সংকলনের সাথে জড়িত থাকে। জনহিতকর কিছু করতে গিয়ে জ্ঞাতে অজ্ঞাতে কারো জন্য আবার হানিকর কিছু হয়ে যায় এই ভয়েই মূলতঃ আমরা সংকলন করা বাদ দিয়েছি।

যাইহোক, সংকলনে শুভ কামনা রইলো। ব্লগ নিজের লেখার খাতা। নিজের লেখার স্বাধীনতা।

তবে মাসিক সংকলন দৃষ্টি আকর্ষণের জন্য কতটা গুরুত্ব বহন করে তা নিয়ে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্তের সাথে ব্যক্তিগত ভাবে আমার দ্বিমত রয়েছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ কুনো ভাই ।
আসলে পৃথিবীতে এমন কোন কাজ নেই যা সবাইকে তুষ্ট করতে পারে।তাই সততা আন্তরিকতার সাথে নিজ ধ্যানে কাজ করে যাওয়াই ভাল।আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব
ভাল করার । ব্যক্তি মাত্রই সীমাবদ্ধতা থাকে।

তাই সর্বাবস্থায় আপনাদের মত গুণী ব্লগারদের সহযোগিতা কামনা করি ।
যতদিন উপভোগ করি - ততদিন ব্যক্তিগতভাবে এর সাথে যুক্ত থাকব ।

ঈদের শুভেচ্ছা রইল ভাই ।
ভাল থাকবেন ।
অনেক অনেক শুভকামনা রইল ।





৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

জাফরুল মবীন বলেছেন: ভাই মাহমুদ০০৭ এই অসাধারণ কাজের জন্য আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।সেই সাথে ধন্যবাদ জানাই সংকলনের সাথে সংশ্লিষ্ট সবাইকে।

ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো “ঈদ মোবারক” :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ২:২৩

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মবীন ভাই ।
আর প্রিয় ভাইকে “ঈদ মোবারক” :)
ভাল থাকবেন ভাই ।
অনেক সুন্দর কাটুক আপনার দিনলিপি ।

৩৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গল্প সংকলনের উপযুক্ত একটি ভূমিকা হয়েছে। ভালো লাগলো।

গল্পঘুড়ির খোঁজ নেবো... :)

পোস্ট প্রিয়তে.... পিলাচসহ... :)


শ্রমসাধ্য কাজটি চালিয়ে যাচ্ছেন, এজন্য হাজার সেলাম আপনাকে এবং টিমের সকলকে :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ২:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয় মাইনুল ভাই মানেই ....... আমার আনন্দ আর আনন্দ
:)

ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল ।

ঈদের শুভেচ্ছা ।:)

৪০| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৬

সাগর রহমান বলেছেন: চমৎকার উদ্যোগ । শুভেচ্ছা।
পোষ্টের কথাগুলো পড়তে ভাল লাগলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ মতিউর ভাই ।
ঈদের শুভেচ্ছা ।

৪১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

মঞ্জুর চৌধুরী বলেছেন: দৃষ্টি আকর্ষণ:
গল্পগুলো পড়ে দেখতে পারেন -
১. Click This Link
২. Click This Link2
৩. Click This Link

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৩:০০

মাহমুদ০০৭ বলেছেন: আপনার প্রথম ২ টা লিঙ্ক কাজ করছেনা ভাই ।
ঠিক করে দিলে ভাল হয় ।
পাঠ করে বিবেচনা করা হবে ।
ভাল থাকবেন ।
শুভকামনা ।

৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

অদিব বলেছেন: অসম্ভব ভালো লেগেছে এই প্রয়াসটি! সংকলন আরো এগিয়ে যাক, এই আশা থাকলো! :D :) :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ অদিব ভাই ।
ভাল থাকবেন ।
শুভেচ্ছা ।

৪৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: টিমের জন্য রইলো ঈদের শুভেচ্ছা।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জুলিয়ান দা ।

ভাল থাকবেন ।

৪৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

শাশ্বত স্বপন বলেছেন: Click This Link

৪৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২০

পার্থ তালুকদার বলেছেন: সবকিছু মিলিয়ে দারুন একটা পোস্ট ।
সামুকে অনেক ধন্যবাদ স্টিকি করার জন্য ।

মাহমুদ ভাইকে প্রাণঢালা শুভেচ্ছা।

আমার 'ঢোল'টাও জায়গা করে নিয়েছে !!!

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ :) ঢোল' এর সাথে এবার বাশিও চাই ।
কেমন আছেন পার্থ ভাই :) ?
ব্যস্ততা হেতু দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত ।
ভাল থাকবেন ভাই ।

৪৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

তুষার কাজী বলেছেন: জটিল

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ।

৪৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৪

ফা হিম বলেছেন: প্রতিবারই খুব আগ্রহ নিয়ে নিয়ে প্রিয়তে রাখি। কিন্তু একটা গল্পও পড়া হয়ে উঠে না। বড় আলসে হয়ে গিয়েছি।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: একদিন আলসেমির জয় হবে - এই অপেক্ষায় :)
ভাল থাকবেন ফাহিম ভাই ।
শুভকামনা রইল ।

৪৮| ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদের শুভেচ্ছা । খুব ভালো কাজটি চালিয়ে যাওয়ার অনুরোধ থাকলো।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপা :)
ভাল থাকবেন ।

৪৯| ০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক মাহমুদ ভাই! নানাবিধ কারনে ব্লগে কিছুদিন আগে যে সময় দিতাম তার অর্ধেক ও দেয়া হয়না, তাই আপনাকে আসলেই কি সাহায্য করতে পেরেছি, পোষ্টের শুরুতে আমার নামটা তাই আপনার উদার ব্যাক্তিত্বের লক্ষণ হয়েই থাকলো, গল্প সংকলনে সাধ্যের সব টুকু দিয়ে সাহায্য করার অংগীকার করলাম, আশা করি কাব্যিক ভ্রমনের জন্য নতুন কোন দক্ষ চালক ও এগিয়ে আসবে!
সুস্থ ব্লগিং এ প্রেরণা দিয়ে পোস্ট স্টিকি করায় সামুকে ধন্যবাদ!

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২২

মাহমুদ০০৭ বলেছেন: ঈদ মোবারাক :)
দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত অভি ভাই :)
ব্যস্ততা সবই গিলে ফেলছে । এর মধ্যে যতটুকু পারা যায় করতে হবে ।

সামনে অভি ভাইকে নিয়ে প্ল্যান আছে । :)
ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৫০| ০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০

রফিক মাহমুদ বলেছেন:
সংকলনে সাপিয়েনসকে মিস করেছি। নিভৃতচারী পন্ডিত।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৫১| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

মাহবুব আলী বলেছেন: একটি পিডিএফ বই আকারে পাওয়া যাবে?

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

মাহমুদ০০৭ বলেছেন: পাওয়া যাবে ।
ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

৫২| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। সবকটা গল্প পড়া শেষে আমার সেরা পাঁচঃ

১) গল্পঃ যুদ্ধের পর - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
২) গল্পঃ সমর্পন - ইমরান নিলয়
৩) আমাদের জল-ময়ূরেরা - অপর্ণা মম্ময়
৪) একটু আকাশ- জুলিয়ান সিদ্দিকী
৫) রুহিন ও বৃষ্টির দিন - লিটল হামা


বেশ কিছু গল্প আগেই পড়া হয়েছিল, সংকলনের কল্যাণে বাকীগুলোও পড়া হয়ে গেল।

ভালো কাটুক উৎসবের প্রতিটি ক্ষণ।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

মাহমুদ০০৭ বলেছেন: দেরিতে উত্তর দেয়ার জন্য শুরুতেই দুঃখ প্রকাশ করছি
প্রিয় ভাই ।
বিলম্বিত ঈদের শুভেচ্ছা আপ্নাকেও ।

আপনার ভাল লাগা গল্প গুলোর নাম জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আশা করি আপনার মত আরো অনেকেই এভাবে
তাদের ভাল লাগার কথা জানাবেন ।
ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা ।

৫৩| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

প্রচ্ছদ, সংগ্রহ এবং উপস্থাপন মিলিয়ে খুব সুন্দর ।

ঈদের শুভেচ্ছা রইল ।।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

মাহমুদ০০৭ বলেছেন: আপ্নাকেও ঈদের বিলম্বিত শুভেচ্ছা :)
ভাল থাকবেন আপা।
শুভকামনা রইল । :)

৫৪| ০৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুশকিল হলো অন্যদের মন্তব্য গুলো পড়তে পারছিনা। তবে এই ব্যস্ততার মধ্যেও যে এতো চমৎকার পোস্ট দিয়েছেন এ জন্য অনেক অনেক ধন্যবাদ।

অনেক দিন কথা হয়না। আমার মোবাইল হারিয়ে যাওয়ায় অনেকের নম্বর হারিয়ে ফেলেছি। আশা করি এই ত্রুটি মাফ করে ফোন দিবেন। হাঃ হাঃ হাঃ

ভালো থাকুন, সব সময়।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত দেখা করতে পারলাম না ভাই ।
ফোন দিচ্ছি শিঘ্রই ।
ভাল থাকবেন ।
সশুভকামনা রইল ।

৫৫| ০৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ১৯ নম্বর ভালো লাগা ও সোজা প্রিয়তে। দারুণ একটা উদ্যোগ দারুণ ধারাবাহিকতা নিয়ে পালন করে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।


আর ... সেরা পাঁচে আমার গল্পটা দেখে বিশেষ বিশেষ বিশেষ সম্মানিত বোধ করছি । আবারও অজস্র ধন্যবাদ।

ঈদুল আজহার বিলম্বিত শুভেচ্ছা । :)

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপ্নাকেও :)
আমার পক্ষ হতেও ঈদুল আজহার বিলম্বিত শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

৫৬| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: ঈদুল আজহার বিলম্বিত শুভেচ্ছা রইল সাবির ভাই :)
দেরিতে উত্তর দেয়ায় দুঃখিত ।
ভাল থাকবেন ভাই । শুভকামনা ।

৫৭| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

বেশ কিছুদিন সামু থেকে দূরে ছিলাম। তাই মন্তব্য করতে পারিনি। গত রোজার ঈদে এবং পূজোয় অামার পোস্ট স্টিকি হয়েছিল। তাই ভাবছিলাম, এবার কারটা হবে? অাপনার হয়েছে বলে, ভাল লাগল।

তবে অাপনার নিয়মিত মাসিক সংকলন পোস্টকে ঈদ ও পূজোর সংকলন বলেছেন বলে, একটু খারাপ লেগেছে। কারণ, ৩০ সেপ্টেম্বর থেকে পূজো এবং ৬অক্টোবর ঈদ হয়েছিল। তাই ঐ সময়তে অাসা পোস্টগুলো হলে ভাল হতো।

তাছাড়া অাপনি অাগে বলেন নি, এ সংকলনটি উৎসব সংকলন হিসেবে প্রকাশ করবেন। তাহলে, অারো কিছু পোস্ট অাসত। এ ধরনের পরিকল্পনা থাকলে, অাগে ঘোষণা দিতে হয়।

অামার যেটা মনে হল, সেটা শেয়ার করলাম। গঠনমূলক মন্তব্যে ভুল বুঝবেন না।

গল্পঘুড়ি পেজ সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো। তবে যাদের গল্প গল্পঘুড়িতে প্রকাশ হয়, সেদিন তাদেরকে ব্লগে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিলে ভাল হবে। লিংক সহ।

সংকলন টিমের সকল সদস্যকে ধন্যবাদ। প্রচ্ছদ অসাধারণ হয়েছে। +++

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

মাহমুদ০০৭ বলেছেন: ব্যস্ততা হেতু দেরীতে উত্তর দেয়ার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ
করছি সুমন ভাই ।
কেমন আছেন ?
বিলম্বিত ঈদ ও পূজার শুভেচ্ছা :)

আগের পোষ্টে ঈদ ও পূজাকে কেন্দ্র করে গল্প লেখার আহবান
জানানো হয়েছিল । আমাদের ইচ্ছে ছিল এ বিষয়ে আলাদা একটা
বিভাগ রাখার ।
আবু হেনা ভাইয়ের পূজা বিষয়ক একটা গল্প ছাড়া
আর গল্প আসেনি বলে তা করা সম্ভব হয়নি ।

সময়সীমাটা ওভাবে মিলিয়ে করতে করতে গেলে খুবই অসুবিধায়
পড়তে হত । প্রিন্ট ভার্শনের ঈদ ও পুজা সংখ্যা যেমন উৎসবের
মাসে উৎসবের আগে বের হয় এক্ষেত্রেও সেই ধারা অনুসরণ করা হয়েছে।

ব্যক্তিগত ভাবে যা বলতে চাই তা হচ্ছে - আমার পোষ্টে আপনার যেভাবে বলতে ইচ্ছে করবে সেভাবেই ফ্রিলি বলবেন ।
সংকোচ করার কোন প্রয়োজন নাই । কারণ আমি জানি
সুমন ভাই সবসময়েই যা করলে সবচেয়ে ভাল হতে পারত
বলে মনে করেন তাই দ্বিধাহীন ভাবে বলেন । এ জন্য আপনাকে সবসময়েই শ্রদ্ধা করি ।

পেজের ব্যাপারে যা বললেন তা করা গেলে খুবই ভাল হয় ।
তবে সময় সঙ্কট হেতু আমাদের পক্ষে তা করা সম্ভব নয় ।
কেউ যদি এ ব্যাপারটা দেখভাল করার করার জন্য এগিয়ে আসেন
তাকে আমরা স্বাগত জানাব । আশা করছি ক্কেউ না কেউ এগিয়ে
আসবেন ।

ভাল থাকবেন প্রিয় সুমন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৫৮| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

সুলতানা সাদিয়া বলেছেন: শ্রমসাধ্য পোস্ট। আমার একটি লেখা আপনার চোখে পড়েছে দেখে খুব আনন্দ হচ্ছে।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
এ মাসে আপনার কাছ হতে গল্প আশা করছি ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

৫৯| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশেষ ব্যস্ততার কারণে ব্লগে থাকতে পারছি না। প্রতি পোস্টে কিছু সংযোজন থাকবেই, ভিন্নতাই নতুন মাত্রা। খুব ভালো লাগে।

অসাধারণ।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ প্রিয় ছাই ভাই /
ভাল থাকবেন ।

৬০| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
উপস্থাপনায় নতুনত্ব ভাল লাগল ৷সঙ্কলনে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা ৷

ভাল লাগা কয়েকটি গল্প-

মৃত্যানুষ্ঠান, গন উইথ দি উইন্ড, একটু আকাশ, আমাদের জল-ময়ূরেরা, কাগজের নৌকা ৷

আপনার সঙ্কলণের সূত্র ধরে দিলাম ৷ :) ইমোতে কি সব কিছু প্রকাশ করা যায় ৷

ভাল থাকুন উৎসবে পরিজনে আনন্দে ৷

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি
প্রিয় জাহাঙ্গীর ভাই । কেমন আছেন ?

ভাল লাগা গল্পগুলো জানালেন বলে ধন্যবাদ অ কৃতজ্ঞতা ।
আশা রাখি গল্পকার রা অনুপ্রাণিত হবেন ।

ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৬১| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০

সন্ধ্যা প্রদীপ বলেছেন: ফেসবুক পেজের ব্যাপারটা ভাল লাগল।আশা করি দিনে দিনে লাইকের সংখ্যা আরো বাড়বে।আমার মনে হয় ব্লগের হোমপেজে লিংকটা দেয়ার ব্যবস্থা করলে ভাল হয়।সেই সাথে প্রতিমাসে গল্প সংকলন বের হলে সেটাকে কিছুদিনের জন্য স্টিকি করা যায় কি?তাহলে যেমন নতুন ব্লগার রা সংকলন সম্পর্কে জানতে পারবে তেমনি গল্পের পাঠক এবং লেখকের সংখ্যা বৃদ্ধি পাবে।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

মাহমুদ০০৭ বলেছেন: প্রতিমাসে স্টিকি করাটা মনে হয়না ভাল হবে ।
আশা করি সবসময়েই এভাবে পাশে থেকে
অনুপ্রেরণা দেবেন ।
ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।

৬২| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০১

অদৃশ্য বলেছেন: কি অবস্থা চলছে আপনার... আশাকরছি সব ভালো... ঘুরে গেলাম, নতুন লিখার অপেক্ষায় থাকলাম...

প্রিয় মাহমুদভাইয়ের জন্য
শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

মাহমুদ০০৭ বলেছেন: :) আমি থাকলে আপনাকে দেখিনা , আমি
না থাকলে আপনি আসেন । এইবার ত অনেক দিন গ্যাপ দিলেন । আশা করি ভাল আছেন ভাই ।
আমিও আল্লাহর রহমতে ভাল ।

ভাল থাকবেন ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৬৩| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ঈদ মোবারাক !!!

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

মাহমুদ০০৭ বলেছেন: ঈদ মোবারাক :)

৬৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:




তো কোথায় আপনি ! গ্যাপতো আমার থেকেও আপনারটা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে...

লিখা দি তাড়াতাড়ি...


শুভকামনা...

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

মাহমুদ০০৭ বলেছেন: আছি ভাই এখন আপনাদের দোয়ায় ভাল । :)

মাটি নামে একটা গল্প আর মিক্স প্যাকেজ দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে ।/ না পড়লে পড়ার অনুরোধ থাকল ।

ভাল থাকবেন প্রিয় অদৃশ্য ভাই ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৬৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

শাশ্বত স্বপন বলেছেন: Click This Link

http://www.somewhereinblog.net/blog/sswapan/29985191

আমার কপাল খারাপ। সামু সরকারের সাথে আমার সম্পর্ক ভালও না, মন্দও না। তাই আমার লেখা চোখেও পড়ে না। মাহমুদ ০০৭ ভাই, দয়া করে লেখা দুটি একটু টেস্ট করে দেথবেন, ঈদ-উল আযহা ও দূর্গাপূজা নিয়ে লেখা,,,,

৬৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

শাশ্বত স্বপন বলেছেন: আমার কপাল খারাপ। সামু সরকারের সাথে আমার সম্পর্ক ভালও না, মন্দও না। তাই আমার লেখা চোখেও পড়ে না। মাহমুদ ০০৭ ভাই, দয়া করে লেখা দুটি একটু টেস্ট করে দেথবেন, ঈদ-উল আযহা ও দূর্গাপূজা নিয়ে লেখা,,,,

http://www.somewhereinblog.net/blog/sswapan/29983767

http://www.somewhereinblog.net/blog/sswapan/29985191

৬৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ পোস্ট।প্রিয়তে রাখলাম
+++

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ জাহেদ ভাই । আশা করি গল্পে সময় ভাল কাটবে।
শুভকামনা নিরন্তর।

৬৮| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন: চমৎকার। প্রিয়তে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.