নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

মাআইপা

“পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও” ড্যানিশ প্রবাদ

মাআইপা › বিস্তারিত পোস্টঃ

শ্মশানের ভূত

২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭



ওরা পাঁচ জন। বদমাইসের বটগাছ একেকটা। এমন কোন বাঁদরামী নেই যা ওরা করে না। অন্যের গাছের ফল চুরি এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাতের বেলা কুকুরের লেজে সুতা দিয়ে তারাবাতি বেঁধে জ্বালানোর মত অসংখ্য মনোরঞ্জনের মত কাজ করে এই পঞ্চ পান্ডব। এদের মধ্যে যে নিজেকে সাহসী দাবী করে তার নাম পাভেল। সবচেয়ে ভীতু সজল, আর যে চালাক তার নাম জাকির। সব কাজে আগ বাড়িয়ে যায় কবির। বদ বুদ্ধির কারখানা হলো মিলন।

অমাবশ্যার রাতে পঞ্চ পান্ডব এক হয়েছে ডাব চুরির আশায়। তখন রাত ১১ টা। পাশের এলাকা থেকে কয়েক বাধা ডাব নিয়ে এসে খোলা মাঠের মাঝখানে বসে কাটছে আর খাচ্ছে। এমন সময় বদ বুদ্ধির মিলন বলছে, কার সাহস আছে এই রাতে একলা শ্মশানে যেতে পারবে ?
কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পাভেল বলে, কি দিবি বল।
মিলন বলে, যে যেতে পারবে তাকে আগামীকাল সিনেমা দেখাবো।
তাই শুনে সবাই একসাথে হৈ হৈ করে উঠলো।

ঠিক হলো রাত সাড়ে বারটার পর পাভেল যাবে এবং শ্মশানে গিয়ে একটি বাঁশের খুঁটি গেড়ে আসবে। এটা প্রমাণ করতে যে সে শ্মশানে এসেছিল। আর আজ কাজ শেষে ফিরে এই মাঠেই দেখা হবে। তবে কথা হলো চার বন্ধু থাকবে এতটা দুরে যেন চাঁদের আলোয় রান্না করতে না পারে।

পাভেল শার্ট গেঞ্জি খুলে সজলে হাতে দিল। শুধু লুঙ্গি পড়ে খালি গায়ে চললো শ্মশানের দিকে। পাভেল কিছুদুর যেতেই মিলন বললো চল পিছু পিছু যাই।

মাঠ থেকে শ্মশান একটু দুরে। ঘন বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে পার হতে হয়। আশেপাশে রয়েছে নতুন পুরাতন কবর। অন্ধকারে মধ্যে বাঁশ ঝাড়ের মধ্যে ঢুকলেই গা ছমছম করে। বাতাসে বাঁশের ঘর্ষনে নানা রকম বিচিত্র শব্দ শোনা যায়। কোন সময় প্যাঁচা ডাকে আবার থেকে থেকে শেয়ালও। মাঝে মধ্যে বেজী যখন বাঁশের শুকনা পাতার উপর দিয়ে যায় তখন সর সর করে শব্দ হয়।
মিলনরা দুর থেকে দেখলো পাভেল গান গাইতে গাইতে; বাঁশ ঝাড়ের কিছুদুর পর্যন্ত হেঁটেই পার হলো কিন্তু অর্ধেক যাওয়ার পর গান বন্ধ করে দিল দৌড় সামনের দিকে।

পাভেল যখন শ্মশানে পৌঁছাবে তার আগেই কিছুটা দুরে হাঁটা থামিয়ে এক জায়গায় চুপ করে বসে দেখোর জন্য অপেক্ষা করতে লাগলো চারজন। পাভেল পৌঁছানোর পরেই মন্দিরের মধ্যে থাকা কিছু বাদুর বা পাখী জাতীয় কিছু একসাথে উড়ে উঠলো। পাভেল ভয় পেলেও ভয় না পাওয়ার ভান করতে হাত-পা এদিক সেদিক ছোড়াছুড়ি করে। অবশেষে বিশাল বট গাছের নিচে বাঁশের খুঁটি গাড়ার জন্য বসে পড়লো। রাতের নিঃস্তব্ধতায় দুর থেকে শোনা যাচ্ছে বাড়ি দিয়ে খুঁটি গাড়ার শব্দ। পাভেল খুব ভালভাবে কাজটা শেষ করে উঠে ফিরে আসতে গিয়ে থেমে গেল। তারপর আবার হাঁটতে গিয়ে কি যেন দেখে বা বুঝে, “ও বাবা রে, ও মারে” বলে চিৎকার দিয়ে পড়ে গেল।
পাভেলের অবস্থা দেখে ভীতু সজলও চিৎকার দিয়ে বাড়ীর দিকে দৌড়। ভয়টা সংক্রমিত হয়ে বাকি তিনজন একসাথে চিৎকার দিয়ে দৌড়াতে লাগলো। মাঠে এসে চারজন একত্রিত হলো। এখন কি করা হবে এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। পাভেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর বিপদের কথা। অবশেষে সিদ্ধান্ত হলো হ্যাজাক বাতি সংগ্রহ করে চারজন আবার যাবে। এবার লাঠি, হ্যাজাক নিয়ে ওরা শ্মশানের কাছে গিয়ে দেখে পাভেল ওভাবেই পড়ে আছে। নদী থেকে পানি নিয়ে ওর মুখে ঝাপটা দিলে জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে ভয়ে দৌড়াতে গিয়ে আবার “ও বাবারে” বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল।



{বিঃদ্রঃ শ্মশানে নিয়ে গিয়ে এত চেষ্টার পরও কেউ যদি ভয় না পেয়ে থাকেন তাহলে লেখক দায়ী নহে। তবে বিকল্প ব্যবস্থাও আছে, চোখ বাদ দিয়ে নিজের মুখে কালি মেখে আয়নায় দেখতে পারেন।}

উত্তরটা এখানেঃ পাভেল লুঙ্গিসহ খুঁটি গেড়েছিল। ফিরে আসার সময় লুঙ্গিতে টান পড়ায় ভেবেছে পিছন থেকে কেউ টেনে ধরেছে।


ছবিঃ গুগল।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

কল্পদ্রুম বলেছেন: আমি ভেবেছি লুঙ্গি খুলে যাওয়াতে তিনি চিৎকার করে পড়ে গেছেন।মানুষ না কি অমানুষ টান দিলো তা পরের বিষয়।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৬

মাআইপা বলেছেন: আপনাকে স্বাগত।
আমার কাছে আপনি একজন স্পেশাল মন্তব্যকারী। কারণ এটা ছিল আমার ১ম পাতার ১ম পোস্ট।
“ মানুষ না কি অমানুষ টান দিলো তা পরের বিষয়।”

হা...হা ভাল বলেছেন, টান যেভাবেই লাগুক আপনার জন্য শুভেচ্ছা

২| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:১১

আখেনাটেন বলেছেন: হা হা হা...........মজার ছিল......লুঙ্গিতে টান পড়ায় ফিট খাইচে.....। হা হা হা।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:২২

মাআইপা বলেছেন: আখেনাটেন ভাই আপনাকে স্বাগত।

“ হা হা হা...........মজার ছিল......”
আপনি হাসছেন ? আমি তো অন্ধকার শ্মশানে নিয়ে গেলাম ভয় দেখাবো বলে। মজা পেলে তো চলেবে না!!!!!

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৩| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫০

নেওয়াজ আলি বলেছেন: সামুর চারিদিকে ভূত আর ভূত এখন । ভালোই।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:০২

মাআইপা বলেছেন: নেওয়াজ আলি ভাই আপনাকে স্বাগত।
ব্লগ এখন ভুতময়। ভয় পাওয়ার কিছু নেই। এগুলো সব নকল ভুত।

৪| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: আমি ভয় পাই নি।

আজ রাতে ভূতের মুভি দেখব। আজ আমি ভয় পাবো। দুই একটা ভূতের মুভির নাম দিবেন। প্লীজ।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

মাআইপা বলেছেন: রাজীব ভাই আপনাকে স্বাগত।

ব্লাগের হিমুদের ভয় পেতে নেই। আপনাকে দেখে বরং ব্লগাররা ভয় পাবে।

অযথা মুভি দেখে লাভ নেই, কখন ভুত আসবে সেই প্রতিক্ষায় বসে থাকতে হবে। তারচেয়ে আমি পোস্টের শেষে যে টোটকা দিয়েছি ওটা ফলো করেন, কাজ হবে।

৫| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৪

কল্পদ্রুম বলেছেন: অজান্তেই এরকম সুযোগ পেয়ে গেলাম! আপনার মন্তব্য পড়েও ভালো লাগলো। ফুলের নাম কি?

২৭ শে আগস্ট, ২০২০ রাত ১২:০৭

মাআইপা বলেছেন: আমি হাতে গোনা গোলাপ, গাঁদা, সূর্যমূখী ফুল চিনি আর আপনি বলাতে নেটে সার্চ দিয়ে নাম বের করতে হলো। ফুলের নাম “ডালিয়া”। এটা ২০১৬ সালের তোলা।

ফিরে এসে অনুভূতি জানানোর জন্য কৃতজ্ঞ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পের পরিণতিটা বহুল প্রচলিত। তারপরেও ভাল লাগলো।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮

মাআইপা বলেছেন: মাইদুল ভাই শুভেচ্ছা রইল। আমার আগের পোস্টে আপনার মন্তব্য ছিল, যেটা ড্রাফট করা আছে, সেই সূত্রে পরিচয়টা নতুন নয়।
ভুত বলে কিছু আছে সেটা বিশ্বাস করি না, আবার ভুতের ভয়ও কখনো পাইনি, তাহলে গল্প লিখবো কিভাবে ?
সেই কারণে বহুল প্রচলিত ক্লুটার উপর বেজ করে একটা গল্প তৈরী করেছি, এই যা!!!!

আপনার ভালো লেগেছে এবং লাইকে আবারও অনুপ্রানিত।

ভুতের পোস্টে ভৌতিক কারণেই উত্তর দিতে দেরি হলো, মাইন্ড করলে আপনার লুঙ্গিও আটকে যেতে পারে, তাই সাবধান!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.