নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ঢাকা শহর!!

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০


ঢাকা শহরের রাস্তায়!!

ময়লার স্তূপ পাহাড়ের মতো দেখা যায় কোথায়?নাম্বার ওয়ান ক্লিন সিটি, ঢাকা শহরের রাস্তায়!
বৃষ্টির পানি আর বিসর্জনের পানি একাকার হয় কোথায়?মুত্র বিসর্জনের শহর, ঢাকা শহরের রাস্তায়!

ওভার ব্রিজ থাকা সত্ত্বেও রাস্তার মাঝ দিয়ে দৌড় দেয় কোথায়? নাগরিক সচেতনের শহর, ঢাকা শহরের রাস্তায়!
লেগুনার পিছনে ছয় জন করে ঝুলে কোথায়? লক্কর ঝক্কর গাড়ির শহর, ঢাকা শহরের রাস্তায়!

গলা কেটে পাঁচ টাকার ভাড়া বিশ টাকা নেয় কোথায়? ফাটাকেষ্টর শহর, ঢাকা শহরের রাস্তায়!
বর্ষা মৌসুমে রাস্তায় নৌকা চলে কোথায়? নৌকার শহর, ঢাকা শহরের রাস্তায়!

ভিইপিদের ঠেলায় বিশ মিনিটের রাস্তা যেতে মাত্র চার ঘণ্টা লাগে কোথায়? মহা ভিইপির শহর, ঢাকা শহরের রাস্তায়!
আর সাধারণ মানুষের ঘামে ভেজা সার্ট শুকিয়ে আবার ঘামে ভেজে কোথায় ? মানব প্রডাকশনের শহর, ঢাকা শহরের রাস্তায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও তো চলছে জীবন...

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মামদুদুর রহমান বলেছেন: তবুও চলবেই জীবন..

২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৪

সচেতনহ্যাপী বলেছেন: এযেন জন্ দেয়র পর মৃতা মাকে দোষারোপ করা!!

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

মামদুদুর রহমান বলেছেন: কেন পিতা মাতা ভুল করলে সন্তান কি ভুল গুলো ধরিয়ে দিতে পারে না। ভুল ধরিয়ে না দিলে সারা জীবন তো পিতা মাতা ভুল পথে চলবে। আমরা কি চাই পিতা মাতা ভুল পথে চলুক।
সঙ্গে থাকর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.