নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্যবসা কারে বলে!!

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৮



কঠিন পথ। চালাকি করে উন্নতি করা সোজা। বিশ্বাস নষ্ট করে দুর্বলকে ঠকিয়ে তাৎক্ষনিক উন্নতি করা যায়। আর সততার পথটা কঠিন। প্রতিশ্রুতি রাখতে হবে, মান বজায় রাখতে হবে, ভালোমানের পণ্য দিতে হবে, ভালো সেবা দিতে হবে, উন্নত নৈতিকতার পরিচয় দিতে হবে। এই কঠিন পথ তাই লোকে নিতে চাইবে না।
সহজ পথটা সংক্ষিপ্ত কিন্তু গতিময়।



কঠিন পথটা দীর্ঘ, আর শ্রম সাপেক্ষ। কিন্তু যখন ঘড়ি টিকটিক করে এগোতে থকে, সহজ পথটা কঠিন হতে থাকে। কঠিন পথটা হতে থাকে সহজতর।
মুহূর্ত কাটে বছর গড়াতে থাকে, ক্যালেন্ডার বদলাতে থাকে, দেখা যায় সহজ পথ হারিয়ে গেছে চোরাবালিতে, আর কঠিন পথটা শক্ত ভিতির উপরে সুগম ভাবে দাঁড়িয়ে আছে। এরই নাম ব্যবসা।
- কর্নেল স্যান্ডার্স (KFC কেনটাকি ফ্রায়েড চিকেন)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

গালিব আফসারৗ বলেছেন: ইদানীং ব্যবসা শুধুই মুনাফা কামানোর হাতিয়ার, ইথিকস নাই।

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

মামদুদুর রহমান বলেছেন: ঠিক বোলেছেন। তবে নীতি থাকতেই হবে ব্যবসা করতে হলে।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

গালিব আফসারৗ বলেছেন: ধন্যবাদ। আমার পাতায় আসবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

মামদুদুর রহমান বলেছেন: অবশ্যই যাবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.