নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মরি যেন তোমার প্রেমের.......শরাব ও পিয়ে

মমতাজ চট্রগ্রাম

জীবনটা ডায়রি না হয়ে কাট পেন্সিল হলে ভাল হতো_যখন ইচ্ছে তখন মুছে আবার শুরু করতাম...

মমতাজ চট্রগ্রাম › বিস্তারিত পোস্টঃ

আদর্শ আম্মু

২৩ শে জুন, ২০১৫ রাত ১:১২

★আদর্শ আম্মু★

কোথায় কি বলে জানিনা,চট্রগ্রাম ভাষায় সকাল এ মসজিদ এ গিয়ে ইমাম এর কাছে কোরআন শিখতে যাওয়া কে "ফন্না পড়া" বলতাম তখন। যদিও এখন অনেক কম এই রীতিগুলো।

খুব সকাল এ যখন ঘুম এর জন্য চোখ বন্দ থাকত কম্বল এর ভিতর। তখন আম্মু এসে ডাকাডাকি করে
আম্মু:-" কিরে ফজর অইয়িজে হত্তে,এতক্কন কি ঘুম.?জলদি ওডিয়েরে মুক,আত দুইয়েরে ফন্নাত জাগুই।চা আজো নবানাই ফন্নাতুন আইলি তারপরে চা"।

আম্মুর মুখের কথাগুলো তখন বিষ এর মতন লাগলেও এখন কিন্তু মধুর মনে হয় অনেক। আর কত যে মিস্ করা হয় কথাগুলো আপনি ভালই জানেন। তারপর....এসে চা খেতে না খেতে বলে বসে
আম্মুঃ- চা হায় স্কুলুর অংক,ইংলিশ কি কি লেহা (লেখা) আছে ইয়িন লেখুলগুই...বুজ্জুসনে।

ছেলেঃ- রাগ করে বলে, হালি লেখা পড়া,লেখা পড়া, খেলা হেলিবেল্লাই ত এক বারও নহও।

আম্মু:- হেঁসে বলে তুরে খেলা খেলিবেল্লাই নহয়জি ত এত খেলা খেলছ। হইলি যে কিরিবি অ্যায় জানি।

এর পর গোসল করে আসলে বলে, "যা পানি ভাত হায়লগুই বারি রাক্কি অ্যায়।পানি ভাত খেয়ে স্কুল ড্রেস পরে যখন রেডি হয় তখন মাথায় তেল মালিশ করে দেয় আম্মু।এরপর একটু করুণ শুরে বলি
"আরে ৫টিয়া দিয়...?
আম্মু:- ৫টিয়া নাই, আত্তে ২টিয়া আছে লইজা।
ছেলে:- ইন্না ২টিয়া অতুনো ৫টিয়া লাইবু। নইলি যাতাইম ন অ্যায়।
এরপর দেখতাম আম্মু প্লেট এর নিচে বা দেওয়ালের এর কোনায় লোকানো ভাজ করা ৫টাকার নোট টি দিয়ে দিত।এরপর তু মহাখুশিতে স্কুল এ চলে যেতাম নাচতে নাচতে...(চলবে)

টীকা:- এখন ত অনেক মা সময় দিতে পারেনা সন্তান কে। মনে রাখবেন আপনার ছোট সন্তান কে যতই সময় দিবেন এবং আপনি যে শিক্ষা দিবেন সে শিক্ষায় শিক্ষিত হবে।কাজের বুয়া দিয়ে কখনো পারিবারিক শিক্ষা ও আদর্শবান ছেলে গড়ে তুলতে পারবেন্না হয়ত আদর্শহীন হয়ে গড়ে উঠবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ রাত ১:১৪

মমতাজ চট্রগ্রাম বলেছেন: চট্রগ্রাম এর ভাষা কেউ না বুঝলে বলবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.