নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মরি যেন তোমার প্রেমের.......শরাব ও পিয়ে

মমতাজ চট্রগ্রাম

জীবনটা ডায়রি না হয়ে কাট পেন্সিল হলে ভাল হতো_যখন ইচ্ছে তখন মুছে আবার শুরু করতাম...

মমতাজ চট্রগ্রাম › বিস্তারিত পোস্টঃ

আয়নাল কুর্দির বিশ্ব জুড়ে প্রতিবাদী কার্টুন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

আয়নাল কুর্দি কে পরিচয় করার মত কিছু নেই আর। চলুন দেখে নিই কিছু শিল্পককর্ম আয়নালকে নিয়ে।


মুখ থুবড়ে পড়ে আছে মানুষের বিবেক আয়নাল কুর্দি নই।


ইউরোপিও পার্লামেন্ট নরে চরে বসেছেন আয়নাল এর মৃত দেহটি দেখে।


সূর্য ডুবে যায় কন্তুু পড়ে থাকে আয়নাল এর দেহ টা।


আরব শেখরা ও নিরব যেন তাদের করার কিছুই নেই।


আয়নাল তু চাঁদ দেখে খুব হাঁসে কিন্তুু হাঁসেনা কেন ঘুমুচ্ছে বুঝি।


আর কত সিমান্তে কাটাঁ তার দিয়ে রাকবে_এখনো নির্বাধ তোমরা।


কোন প্রজাপতি নই একটি অসহায় দেহ।


জল পরীর বুকে নিরবে শুয়ে আছে আয়নাল।


হয়ত এভাবে খেলা করত আয়নাল।


শুয়ে আছে আয়নাল। তবে এবার চিরতরে ঘুমিয়ে গেল।


জানিনা কবে বিশ্ব বিবেকহীন দের বিবেকবোধ জাগরত হবে।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

মমতাজ চট্রগ্রাম বলেছেন: .

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: ...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৩

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

তারছেড়া লিমন বলেছেন: আসুন আমরা আধ-দামরার মত বগল কামিয়ে মানবতাবাদী স্লোগান দিই। যত সব আবালের দল , আয়লান মরে ফেলানীরা মরে , মরে ফিলিস্তিনের অবোধ শিশু, আবালদের মানবাধিকার ক্ষুন্ন হয় না। শালাদের সব গণতান্ত্রীক অধিকার । বিশ্বচুতিয়ারা সব আজ শুশীল ।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

মমতাজ চট্রগ্রাম বলেছেন: আয়লান মরে ফেলানীরা মরে , মরে ফিলিস্তিনের অবোধ শিশু, আবালদের মানবাধিকার ক্ষুন্ন হয় না। শালাদের সব গণতান্ত্রীক অধিকার"

মানুষ নামের হায়না সব।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

আমি আবুলের বাপ বলেছেন: কাইন্দেন না।একটা বিড়ি খাইআওয়ামীলীগ তাৎক্ষনিকভাবে এরশাদের সামরিক শাসনকে স্বাগত জানিয়েছিল যদিও পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনের গুরুত্ব পূর্ণ অংশীদার ছিল য়া ঘুমান।কয়দিন আগেও আমরা হাত জোড় কর থাকা রোহিংগাদের আশ্রয় দেই নাই।তখন আমাদের মানবতা কই ছিল?এখন মানবতা দেখাইতে আইসেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০১

মমতাজ চট্রগ্রাম বলেছেন: মানবতা টা তখন ও ছিল। আমাদের ক্ষমতা যতটুকু লেখনির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলাম।তবে কি করার আছে বলুন আপনার মত আমার মত মানুষরা যে ঘুমাই শুধু। আর কিছু নাই বা পারি যার যার অবস্তান থেকে ও কিছু বলার সাহস রাখিনা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

সুমন কর বলেছেন: আমার কিচ্ছু বলার নেই ...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয়নাল! তুমি সারা বিশ্বের প্রতি তোমার পাদুকা জোড়া দেখিয়ে যে নিরব ধিক্কার জানিয়েছে গেলে তাই দেখো আজ কাপাচ্চে সারা দুনিয়া..
বড় বড় নেতারা যা পারেনি- তোমার ছোট্ট একটা নি:সাঢ় দেহ তাই করে দেখাল! তুমি অমর! তুমি সেই শাসক শোষকদের গালে জুতো মেরে গেলে!
সেই আইন বিধান আর কাটাতারকে তোমার পা দিযে পদদলিত করে গেলে!

তোমার জন্য এই পাপীদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া! ভাল থেকো !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছুই বলার নেই !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: হৃদয় বিদারক দৃশ্য

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.