নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মরি যেন তোমার প্রেমের.......শরাব ও পিয়ে

মমতাজ চট্রগ্রাম

জীবনটা ডায়রি না হয়ে কাট পেন্সিল হলে ভাল হতো_যখন ইচ্ছে তখন মুছে আবার শুরু করতাম...

মমতাজ চট্রগ্রাম › বিস্তারিত পোস্টঃ

ভেবেছেন কখনো প্লেনের রং সাদা হয় কেনো ? অন্য রঙ্গের হয়না কেন_?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

উড়োজাহাজ বা প্লেনের সঙ্গে পরিচিত নয় এমন কাউকে পাওয়া যাবে না। কেউ হয়তো প্লেনে চড়েছে, কেউ চড়েনি। কিন্তু সত্যিকারের প্লেন না দেখলেও প্লেনের ছবি দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। আচ্ছা, যখন প্লেন দেখো, কখনো কি প্লেনের রং খেয়াল করেছো?

যদি খেয়াল করে থাকো, তাহলে দেখবে প্রায় সব প্লেনই সাদা রঙের হয়। মজার কথা হলো রং সাদাই হতে হবে- এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তাহলে কেন প্লেনের রং সাদা হয়?

নিশ্চয়ই কখনো ব্যাপারটা ভেবেই দেখো নি? ঠিক আছে, চলো এখন জেনে নিই প্লেন কেন সাদা রঙের হয়। আসলে প্লেনের রং সাদা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, সাদা রঙে আলো প্রতিফলিত হয়। সাদা যেহেতু তাপ বিকিরণ করে, তাই প্লেন গরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না।

কোনো কারণে যদি প্লেনের কোথাও ফুটো হয়ে তেল চুঁইয়ে পড়ে, সেক্ষেত্রে রং সাদা হলে চুঁইয়ে পড়া তেল খুব সহজেই দেখা যায়। এছাড়া অন্য যেকোনো ত্রুটিও খুব সহজেই ধরা পড়ে সাদা রঙে।

বিভিন্ন সময়ে প্লেন হারিয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে হয় উদ্ধারকারীদের। সাদা রং যেকোনো জায়গায়ই খুঁজে পাওয়া সহজ।
সাদা রঙের সঙ্গে নিরাপত্তার একটা সম্পর্ক আছে। প্লেনের রং সাদা হলে যাত্রীরাও নিরাপদ বোধ করে।

এসব কারণেই অধিকাংশ প্লেনের রং সাদা হয়। তবে সাদা ছাড়াও অন্য রঙের প্লেনও কিন্তু আছে। সেগুলোর সংখ্যা খুব কম।

তথ্যসূত্র: ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮

গেম চেঞ্জার বলেছেন: সাদা যেহেতু তাপ বিকিরণ করে, তাই প্লেন গরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না।



<< সাদা যেহেতু তাপ বিকিরণ করে, তাই প্লেন গরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে অনেক কম ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

মমতাজ চট্রগ্রাম বলেছেন: হা হা হা ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: প্লেন সাদা হয় কেন জানা হলো। ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য প্রতিবারের মত এবার ও পেয়ে গেলাম

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: জেনে গেলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ। সুমন( কর)

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

ঢাকাবাসী বলেছেন: পাঠককে প্রথমেই তুমি বলে সম্বোধন করাটা অভদ্রতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ভাই ঢাকাবাসী। তুমি শব্দটা তো এই ব্লগের কোথাও লেখাও নাই__ কেমতে কি বুজলাম না?

৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

ইকরাম বাপ্পী বলেছেন: আচ্ছা, যখন প্লেন দেখো, কখনো কি প্লেনের রং খেয়াল করেছো?

যদি খেয়াল করে থাকো, তাহলে দেখবে প্রায় সব প্লেনই সাদা রঙের হয়।

নিশ্চয়ই কখনো ব্যাপারটা ভেবেই দেখো নি?

ঢাকাবাসী এই তিনটা লাইনের কথা মনে হয় বলেছেন... ...

১৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ইকরাম। মনে হয়। তবে আপনি বলুন কথাগুলো কি অভদ্র লাগতেছে.?

৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

ইকরাম বাপ্পী বলেছেন: এটা ব্যক্তিগত বলা চলে। হ্যালোওওও বন্ধুরা... যখন রেডিও জকি এভাবে বলেন তখন তিনি ধরেই নেন যে তার অনুষ্ঠান নির্দিষ্ট বয়সসীমার মাঝের শ্রোতারা শুনছেন। ব্লগের ক্ষেত্রে কিন্তু এটা ধরে নেওয়ার উপায় নেই।(কিন্তু আপনি ধরে নিতে পারেন এতে কেউ আপনাকে ব্লগ থেকে বের হয়ে যেতেও বলবে না, এটা ঠিক অনেকের কাছে খারাপ লাগতে পারে, তিনি হয়তো আপনার ব্লগে আর না আসলেন, কিন্তু এটা কি আপনি চান যে তিনি না আসুক?) একেবারে ব্যক্তি পর্যায়ের পরিচিতদের সাথে কথাবার্তার ক্ষেত্রে হয়তো তুমি দিয়ে শুরু করা যায়, কিন্তু আমার মনে হয় ব্লগের ক্ষেত্রে "আপনি" শব্দটা বেশি যায়/চলে।

মানুষের মধ্যে একবার একটা গুণ বা দোষ দেখা গেলেই সে সেই গুণে গুণান্বিত হয়ে যায় নাহ। বারবার কিংবা প্রতিনিয়ত করে গেলেই সেটা ঐ ব্যক্তির গুণ বা দোষ বলা যেতে পারে।

হয়তো আপনার লেখা শুরু করাটা ভদ্র মনে হয় নি। তাই বলে মনে হয় না তিনি আপনাকে অভদ্র বলেছেন।
হয়তো আপনার লেখা শুরু করাটা ভদ্র মনে হয় নি। তাই বলে মনে হয় না ও আপনাকে অভদ্র বলেছেন।

দয়া করে উপরের লাইন দুইটা দেখেন।
প্রথম লাইনে আমি ঢাকাবাসীকে চিনি না, দ্বিতীয় লাইনে আমি ঢাকাবাসীকে চিনি, ব্যক্তিপর্যায়ের পরিচয় আছে কিংবা আমার পূর্ব পরিচিত সমবয়সী।

এটা আমার ব্যক্তিগত মতামত। তবে সব লেখকের লেখার ধরন আলাদা, বৈশষ্ট্য আলাদা তার জন্যই একেক জনের গ্রহনযোগ্যতা একেক রকম। আপনার সাথে আমার যদি মাঝে মাঝেই দেখা হত কথা হত কিংবা অন্তরংগতা থাকতো তাহলে আমি এই মন্তব্যে আপনাকে আপনি না বলে তুমি বলতাম।

জানিনা আপনাকে আদৌ কিছু বোঝাতে পেরেছি কিনা। যদি পেরে থাকি তাহলে ভালো... ... না পেরে থাকলে আরো ভালো আমার জন্য... কারন এতে আমি বুঝতে পারবো অন্যদের সাথে আমার যোগাযোগ করার ধরণের মধ্যে কোন পরিবর্তন আনতে হবে কিনা... ...

ভালো থাকবেন।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫

মমতাজ চট্রগ্রাম বলেছেন: হা বুজলাম ধন্যবাদ গুরুত্বসম্পন্ন মন্তব্য দেওয়ার জন্য। কথাগুলো মাথায় নিয়ে নিলাম আগামীতে কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.