নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মরি যেন তোমার প্রেমের.......শরাব ও পিয়ে

মমতাজ চট্রগ্রাম

জীবনটা ডায়রি না হয়ে কাট পেন্সিল হলে ভাল হতো_যখন ইচ্ছে তখন মুছে আবার শুরু করতাম...

মমতাজ চট্রগ্রাম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের কথা...

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

"_______স্বপ্নের কথা
৩ অক্টোবর ২০১৫

১. একটি কথা বলব তোমাকে
যে কথা কখনো বলিনি আগে,
চুপটি করে, একলা মনে
সন্ধাবেলা আসিও
সে কথা, বলব একা
কান পেতে শুনিও.....

২. একটি স্বপ্ন, হয়ে মগ্ন
তোমায় আমি দেখাব,
কোন বৃষ্টির রাতে, নিজুম মনে
চুপটি করে ঘুমিও.....

৩. একটি দুঃখ, হয়ে অশ্রু
তেমায় আমি বুজাবো,
নিয়ে ব্যাথা, হয়ে একা
দুই চোখের জ্বল পেলিও.....

৪. এক জীবনের একটি হ্রদয়
লেখে দেব তোমাকে,
তুৃমি তেমার মত ভালবেসে
রাঙ্গিও নিজেকে.....

৫. শেষ কথা, দিয়ে লেখা
অদৃশ্য হব আমি,
তুমি স্বপ্নেতে জেগে, হয়ে আবেগে
জানি কাঁদবে এখনি.....




মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

জবরুল আলম সুমন বলেছেন: দু একটিতে ছন্দ পতন ঘটলেও বেশ লেগেছে।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

মাহি ১০১ বলেছেন: অসাধারণ!!!!!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ধন্যবাদ মাহি

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬

পটল বলেছেন: খুবই ভালো।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

মমতাজ চট্রগ্রাম বলেছেন: খুশি হলাম পটল সাহেব

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

মমতাজ চট্রগ্রাম বলেছেন: ভাল লাগতেছে মন্তব্য পেয়ে আপনার। নাম তো আসেনা কি কথন?

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬

পটল বলেছেন:
স্বপ্ন দেখা ভালো জিনিস। আমি নিজেও অনেক দেখি। এই কারণে আমি স্বপ্নওয়ালাদের দেখি সব সময়।
আপনার জন্যও শুভেচ্ছা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

মমতাজ চট্রগ্রাম বলেছেন: এতদিন পর মনের মিল আছে এমন মানুষ পেলাম। ভাল থাকুন স্বপ্ন দেখুন আসবো একদিন আপনার স্বপ্নে

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭

পটল বলেছেন: আমন্ত্রণ তো থাকলোই। মাঝে মাঝে এমনিতেই ঘুরে যাবেন। ;) ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.